Ads Area


বাংলা জিকে প্রশ্ন পর্ব - 3 | Bangla GK Question Part- 3

বাংলা জিকে প্রশ্ন পর্ব - 3 | Bangla GK Question Part- 3


বাংলা জিকে প্রশ্ন পর্ব - 3 | Bangla GK Question Part- 3



বাংলা জিকে প্রশ্ন পর্ব - 3: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা জিকে প্রশ্ন পর্ব - 3 । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা জিকে প্রশ্ন পর্ব - 3. নিচে বাংলা জিকে প্রশ্ন পর্ব - 3 টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।


বাংলা জিকে প্রশ্ন পর্ব - 3


  • বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড।
  • ভিনেগার কী ? - অ্যাসেটিক এসিডের 5% দ্রবন।
  • তামাকে কোন পদার্থ থাকে ? - নিকোটিন, ক্যাফেইন।
  • ধূমপান করার উপাদানটি নাম হলো - Nicotina
  • সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।
  • পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients
  • উৎপত্তিগত আমিষ কত ধরনের ? - 2 প্রকার।
  • মানবদেহে ওজনের মোট ক্যালসিয়ামের পরিমাণ - 2 ভাগ।
  • মানবদেহে ওজনের মোট জলের পরিমাণ হলো - 60 থেকে 75 ভাগ।
  • শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।
  • ভিটামিন A -এর অভাবে কোন রোগ হয় ? - রাতকানা জেরপথ্যালমিয়া।
  • খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - 20 ধরনের।
  • ভিটামিন বি - 20 প্রকার।
  • প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - 9 গ্রাম।
  • খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক হলো - কিলোক্যালরী।
  • Quetelet Index বলা হয় - BMI
  • BMI- এর পুরো নাম হলো - Body Mass index.
  • দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI
  • BMI = ওজন/(উচ্চতা)^2।
  • BMI এর অপর নাম হলো - QLI




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area