Ads Area


সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 4

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 4


সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 4


সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 4: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 4 । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 4. নিচে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 4 টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।


সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - 4



1) “রাজ্য পুনর্গঠন আইন” পাশ হয় ?
a. ১৯৫৩ সালে
b.  ১৯৫৪ সালে
c. ১৯৫৫ সালে
d. ১৯৫৬ সালে

উত্তর- d. ১৯৫৬ সালে


2) ‘রাজ্য পুনর্গঠন আইন – ১৯৫৬’ অনুযায়ী কয়টি রাজ্য গঠিত হয় ?
a. ১৩ টি 
b. ১৪ টি 
c. ১৫ টি 
d. ১৬ টি 

উত্তর- b. ১৪ টি 


3) ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি?
a. হরিয়ানা
b. মাদ্রাজ
c. পাঞ্জাব
d. অন্ধ্রপ্রদেশ

উত্তর- d. অন্ধ্রপ্রদেশ


4) কত সালে ‘উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল’ (NEFA) গঠিত হয়?
a. ১৯৫৫ সালে
b. ১৯৫৬ সালে 
c. ১৯৫৭ সালে 
d. ১৯৬১ সালে

উত্তর- c. ১৯৫৭ সালে 


5) কার্য করার সামর্থকে কি বলে ?
a. শক্তি 
b. বল
c. ক্ষমতা
d. কার্যহীন বল

উত্তর- a. শক্তি 


6) আগুন নেভানাের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?
a. অক্সিজেন
b. নাইট্রোজেন
c. কার্বনডাই অক্সাইড
d. কার্বন মনােক্সাইড 

উত্তর- c. কার্বনডাই অক্সাইড


7) কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ?
a. Vit B 
b. Vit D 
c. Vit P 
d. Vit C 

উত্তর- b. Vit D


8) ক্লোরােফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ?
a. Fe 
b. Cu 
c. Mg 
d. Mn

উত্তর- c. Mg 


9. বর্ণালীর কোন রং - এ সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয় ?
a. লাল ও নীল 
b. নীল ও বেগুনী 
c. হলুদ ও নীল 
d. লাল ও হলুদ

উত্তর- a. লাল ও নীল 


10) আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ? 
a. সক্রেটিস 
b. হােমার 
c. এ্যারিস্টোটল
d. প্লেটো

উত্তর- c. এ্যারিস্টোটল 




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area