ঐতিহাসিক লিপি ও প্রশস্তি যে রাজার কথা জানা যায় | Historical Inscriptions And Testimonials
ঐতিহাসিক লিপি ও প্রশস্তি যে রাজার কথা জানা যায় | Historical Inscriptions
And Testimonials:
এই টপিকটি থেকে প্রায়
সমস্ত রকম
প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP |
SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া
হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে
প্রতিযোগিতা মূলক পরীক্ষায়
আপনাদের অনেক সুবিধা হবে।
ঐতিহাসিক লিপি ও প্রশস্তি |
---|
লিপি ও প্রশস্তি | যাদের কথা জানা যায় |
---|---|
তাঞ্জোর লিপি | প্রথম রাজেন্দ্র চোল |
নাসিক লিপি | গৌতমীপুত্র সাতকর্নী |
গঞ্জাম লিপি | শশাঙ্ক |
সম্পত লিপি | কনিষ্ক |
কলিঙ্গ লিপি | অশোক |
আইহোল প্রশস্তি | দ্বিতীয় পুলকেশী |
গোয়ালিয়র প্রশস্তি | রাজা ভোজ |
এলাহাবাদ প্রশস্তি | সমুদ্রগুপ্ত |
গুর্জর লিপি | অশোক |
হাতিগুম্ফা লিপি | কলিঙ্গরাজ খারবেল |
দেওপাড়া প্রশস্তি | বিজয় সেন |
ভিতরী স্তম্ভলিপি | স্কন্দগুপ্ত |
মান্দাশোর লিপি | যশোবর্মন |
কৌশম্বী লিপি | অশোক |
নানাঘাট শিলালিপি | প্রথম সাতকর্নী |
মহরৌলি লৌহস্তম্ভ লিপি | চন্দ্রগুপ্ত |
জুনাগড় শিলালিপি | রুদ্রদমন |
তিরুমালাই লিপি | প্রথম রাজেন্দ্র চোল |
এরান লিপি | চন্দ্রগুপ্ত, ভানুগুপ্ত |
হরহ লিপি | ঈশান বর্মা |
ঘুনাই লিপি | অশোক |
গরুড়ধ্বজ লিপি | হেলিওডোরাস |
কাসাকুদ্দি প্রশস্তি | মহেন্দ্র বর্মন |
বোঘাজকোই লিপি | আর্য রাজাদের সম্বন্ধে |
খালিমপুর লিপি | দেবপাল |
আরও পড়ুন-