গনিতের শর্টকাট টেকনিক PDF
গনিতের শর্টকাট টেকনিক PDF: বর্গের টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে বর্গের শর্টকাট টেকনিক গুলি দেওয়া হলো। যদি ভালোভাবে মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
বর্গের সর্বমোট 4 টি সুত্র আছে সে গুলি দেওয়া হলো
সুত্র- 1
বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
টেকনিক- বড় সংখ্যা=(বর্গের অন্তর+1)÷2
প্রশ্ন- দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয় তবে বড় সংখ্যাটি কত?
সমাধান- বড়সংখ্যা=(47+1)/2=24
সুত্র- 2
দুইটি বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে,ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
টেকনিক- ছোট সংখ্যাটি=(বর্গের অন্তর -1)÷2
প্রশ্ন- দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে?
সমাধান- ছোট সংখ্যাটি =(33-1)÷2=16(উত্তর)
সুত্র- 3
যত বড….তত ছোট/ তত ছোট….যত বড উল্লেখ থাকলে সংখ্যা নির্নয়ের ক্ষেত্রে-
টেকনিক- সংখ্যাটি = (প্রদত্ত সংখ্যা দুটির যোগফল)÷2
প্রশ্ন- একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট। সংখ্যাটি কত?
সমাধান- সংখ্যাটি = (742+830)÷2=786 (উত্তর)
সুত্র- 4
দুইটি সংখ্যার গুনফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্নয়ের ক্ষেত্রে-
টেকনিক- সংখ্যা দুটির গুনফল÷একটি সংখ্যা
প্রশ্ন- 2টি সংখ্যার গুনফল 2304 একটি সংখ্যা 96 হলে অপর সংখ্যাটি কত?
সমাধান- অপর সংখ্যাটি=(2304÷96)=24(উত্তর)