ঋকবেদে উল্লেখিত নদ নদীর বর্তমান নাম || Drishadvati River Modern Name
ঋকবেদে উল্লেখিত নদ নদীর বর্তমান নাম - Drishadvati River Modern Name: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ঋকবেদে উল্লেখিত নদ নদীর বর্তমান নাম |
নদ-নদী | বর্তমান নাম |
গোমাল | গোমতী |
বিতস্তা | ঝিলাম |
রেবা | নর্মদা |
ক্রমু | কুররাম |
কুভা | কাবুল |
অক্ষিণী | চিনাব |
সুবাস্তু | সোয়াত |
সিন্ধু | ইন্ডাস |
পুরুষণী | রবি |
সরস্বতী | ঘাঘর/চিতাং |
শতদ্রু | সুতলেজ |
বিপাশা | বিয়াস |
পম্পা | তুঙ্গভদ্রা |