ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য - Length Of Coastline States Of India
ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য - Length Of Coastline States Of India: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য |
---|
উপকূল রেখা | দৈর্ঘ্য |
---|---|
গুজরাট (রাজ্য গুলির মধ্যে দীর্ঘতম) |
1214.7 কিমি |
অন্ধ্রপ্রদেশ | 973.7 কিমি |
তামিলনাড়ু বা করমন্ডল উপকূল | 906.9 কিমি |
মহারাষ্ট্র বা কোঙ্কন উপকূল | 652.6 কিমি |
কেরালা বা মালাবার উপকূল | 569.7 কিমি |
ওড়িশা | 476.4 কিমি |
কর্ণাটক | 280 কিমি |
পশ্চিমবঙ্গ | 157.5 কিমি |
গোয়া | 101 কিমি |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (ভারতের দীর্ঘতম) |
1962 কিমি |
লাক্ষাদ্বীপ | 132 কিমি |
পুদুচেরি | 47.6 কিমি |
দমন ও দিউ | 42.5 কিমি |