Ads Area


রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF - Political Science Questions Answers PDF

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF - Political Science Questions Answers PDF


রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF - Political Science Questions Answers PDF



রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF - Political Science Questions Answers PDF: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।


সাম্য ও ন্যায়বিচার




1. ‘আইন সার্বভৌমত্বের নির্দেশ’ – এই উক্তিটি কার?

উঃ জন অস্টিনের।

2. ‘আইন হল সামাজিক যুক্তির প্রকাশ’ – মন্তব্যটি কার?

উঃ অ্যারিস্টটলের।

3. সংকীর্ণ অর্থে আইনের সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।

উঃ জন অস্টিন।

4. ব্যাপক অর্থে আইনের সংজ্ঞা দিয়েছেন কারা?

উঃ হেনরি মেইন ও মেইট ল্যান্ট প্রমুখ।

5. কারা আইনকে সমাজের উপরিকাঠামোর অন্তর্ভুক্ত বলে মনে করেন?

উঃ মার্কাসবাদীরা।

6. একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের নাম উল্লেখ করো।

উঃ ওপেন হেইম।

7. আইন মানুষের কোন জীবনের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে?

উঃ বাহ্যিক আচার আচরণকে।

8. আইনের বিশ্লেষণমূলক মতবাদের দুজন প্রবক্তার নামে লেখ।

উঃ হবস ও বোদাঁ।

9. আইনের ঐতিহাসিক মতবাদের প্রবক্তাদের নাম লেখো।

উঃ স্যাভিনি, সিজ উইক প্রমুখ।

10. কার মতে, আইনের মধ্যে বৈধ্যতা ও নৈতিক মূল্য উভয়ই থাকা প্রয়োজন?

উঃ বার্কারের মতে।

11. ‘আইন হল সমাজের প্রতিপত্তিশালী শ্রেণির ইচ্ছার প্রকাশ’ – কার উক্তি?

উঃ মার্কসবাদী লেখক ভিসিনস্কির।

12. কারা ‘প্রাকৃতিক আইনকে প্রকৃত আইন বলে মনে করেন?

উঃ স্টোয়িক দার্শনিকরা।

13. কে রাষ্ট্রীয় আইনকে ‘ব্যক্তিনিরপেক্ষ’ হিসাবে দেখেছেন?

উঃ ভাবাবাদী দার্শনিক হেগেল।

14. ‘আইন হল সামাজিক শক্তিসমূহের ফসল’ – কে বলেছেন?

উঃ হেনরি মেইন।

15. ‘রাষ্ট্র আইনের পিতা-মাতা ও সন্তানস্বরূপ’ – কে বলেছেন?

উঃ ম্যাকাইভার।

16. ‘সামাজিক প্রথা ও রীতিনীতিই আইনের রূপ লাভ করে’- কার মন্তব্য?

উঃ হেনরি মেইন-এর মন্তব্য।

17. ‘রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মগুলি হল আইন’ – কে বলেছেন?

উঃ হল্যাণ্ড।

18. অস্টিনের মতে আইন কী?

উঃ সার্বভৌমের আদেশ।

19. আইনের চিরায়ত বা সনাতন তত্ত্বের প্রথম প্রবক্তা কে?

উঃ ১৭ শতকের দার্শনিক টমাস হবস।

20. স্বাধীনতা বা ‘Liberty’ শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?

উঃ লাতিন শব্দ Liber থেকে এসেছে যার অর্থ স্বাধীন।

21. স্বাধীনতার ধারণার উৎপত্তি কোথায় ঘটেছিল?

উঃ প্রাচীন গ্রীসের এথেন্সে।

22. স্বাভাবিক অসাম্য তত্ত্বের কারা সমালোচনা করেছিলেন?

উঃ স্টোয়িক দার্শনিকরা।

23. ‘স্বাধীনতা হল ব্যক্তি ও জাতির জন্মগত অধিকার’-কে বলেছেন?

উঃ সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি জন মিলটন।

24. ‘অন লিবার্টি’ গ্রন্থটির লেখক কে?

উঃ জন স্টুয়ার্ট মিল।

25. ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ প্লেটো।

26. ‘পলিটিকস’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ অ্যারিস্টটল।

27. ‘স্পিরিট অব লজ’ গ্রন্থের লেখক কে?

উঃ মন্তেস্কু।

28. ‘ইউটোপিয়া’ গ্রন্থের লেখক কে?

উঃ টমাস ম্যুর।

29. স্বাধীনতার বুর্জোয়া ধারণা ইতিবাচক না নেতিবাচক?

উঃ নেতিবাচক।

30. মার্কসবাদীরা কখন প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন?

উঃ পুঁজিবাদী শোষণের অবসান ঘটলেই।

31. উদারনৈতিক গণতন্ত্রে স্বাধীনতার প্রধান বৈশিষ্ট্য কী?

উঃ নিয়ন্ত্রণ বিহীনতা।

32. কে বলেছেন ‘আইন এবং স্বাধীনতার মধ্যে যে-কোন একটিকে প্রাধান্য দিলে অন্যটি সংকুচিত হতে পারে’?

উঃ লর্ড ব্রাইস।

33. আদর্শবাদী চিন্তানায়করা কোন স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিতেন?

উঃ নৈতিক স্বাধীনতাকে।

34. গ্রীসের স্বাধীনতার ধারণাকে কী আখ্যা দেওয়া যায়?

উঃ সম্প্রদায়গত স্বাধীনতা।

35. ‘স্বাভাবিক স্বাধীনতা’র ধারণার প্রবক্তা কে?

উঃ রুশো।

36. স্বাধীনতার শর্ত কী?

উঃ আইন।

37. চিরন্তন সতর্কতা হল স্বাধীনতার মূল্য এবং সাহসিকতা হল স্বাধীনতার মূলমন্ত্র – কে বলেছেন?

উঃ গ্রীক দার্শনিক পেরিক্লিস।

38. আইনের অনুশাসন বা ‘Rule of Law’ এর প্রবক্তা কে?

উঃ অধ্যাপক এ. ভি. ডাইসি।

39. ‘এ গ্রামার অফ পলিটিকস’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ হ্যারল্ড ল্যাস্কি।

40. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

উঃ মন্তেস্কু।

41. সাম্যের ধারণা কোথায় উৎপত্তি লাভ করে?

উঃ প্রাচীন গ্রীসে।

42. কারা মানুষের ‘স্বাভাবিক সাম্যের ধারণার অবতারনা করেন?

উঃ গ্রিসের স্টোয়িক দার্শনিকরা।

43. ‘প্রকৃতি কাউকে ক্রীতদাস করেন, মানবসমাজে সব মানুষ সমান’ – কারা বলতেন?

উঃ স্টোয়িক দার্শনিকরা।

44. ‘সিটি অফ দ্য সান’ কার লেখা?

উঃ কাল্পনিক সমাজতন্ত্রী কাম্পানেল্লা।

45. ‘সিটি অফ গড’ গ্রন্থের লেখক কে?

উঃ মধযুগীয় খ্রীষ্টীয় ধর্মযাজক সেণ্ট টমাস অগাস্টাইন।

46. আধুনিক সমাজবাদের জনক কে?

উঃ রুশো।

47. ‘ডেমোক্রেসি অ্যান্ড লিবার্টি’-গ্রন্থের লেখক কে?

উঃ হেনরি লেকি।

48. ‘অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক সাম্যের কোন মূল্য নেই’ – কার মন্তব্য?

উঃ ল্যাস্কি।

49. ‘সাম্য একটি পরিবর্তনশীল ধারণা’ – কে বলেছেন?

উঃ কার্ল মার্কস।

50. কে সাম্য ছাড়া স্বাধীনতার ধারনাকে ‘বাগাড়ম্বর’ বলেছেন?

উঃ হব হাউস।

51. ‘দ্য ইংলিশ কনস্টিটিউশন’ গ্রন্থের লেখক কে?

উঃ বেজহট।

52. ‘ন্যায়’ বা ‘ন্যায়বিচার’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?

উঃ Justice।

53. ‘Justice’ শব্দটি কোন শব্দযুগল থেকে এসেছে?

উঃ লাতিন শব্দ ‘জাস্টান’ ও ‘জাস্টিনিয়া’ থেকে।

54. ‘জাস্টাস’ ও ‘জাস্টিসিয়া’ শব্দযুগলের ব্যুৎপত্তিগত অর্থ কী?

উঃ সংযোগসাধন বা সামঞ্জস্যবিধান।

55. কাদের রচনায় প্রথম ‘ন্যায়ের’ উল্লেখ পাওয়া যায়?

উঃ গ্রীক বিজ্ঞানী পিথাগোরাসের অনুগামীদের রচনায়।

56. অ্যারিস্টটল কোন শতাব্দীর রাষ্ট্রবিজ্ঞানী?

উঃ খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীর ।

57. অ্যারিস্টটল কত রকম ন্যায়ের কথা বলেছেন?

উঃ তিন রকম

58. কে ন্যায়বিচারকে একটি সমন্বয়সাধনকারী ধারণারূপে উল্লেখ করেছেন?

উঃ আর্নেস্ট বার্কার।

59. কে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ‘সংখ্যাগরিষ্ঠের সর্বোচ্চ মঙ্গল’ নীতির কথা বলেন?

উঃ হিতবাদী দার্শনিক জেরেমি বেন্থাম।

60. সাম্প্রতিককালে ন্যায়বিচার সম্পর্কে ব্যাখ্যা করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।

উঃ জন রল্‌স।

61. রল্‌সের বিখ্যাত গ্রন্থের নাম কী?

উঃ এ থিওরি অফ জাস্টিস।

62. রল্‌সের মতে ‘ন্যায়’ এর ক-টি নীতি?

উঃ তিনটি নীতি।

63. রল্‌সের ‘ন্যায়’- এর কড়া সমালোচনা করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ।

উঃ নয়া উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট নজিক।

64. কে ‘ন্যায়’কে ‘দু-মুখো ধারণা’ বলে চিহ্নিত করেছেন?

উঃ র‍্যাফেল।

65. আর্নেস্ট বার্কার তাঁর কোন্‌ বইতে বিশদভাবে ‘ন্যায়’ সম্পর্কে আলোচনা করেছেন?

উঃ প্রিন্সিপল্‌স অফ সশ্যাল অ্যান্ড পলিটিকাল থিওরি।

66. কত খ্রীষ্টাব্দে মার্কস-এঙ্গেলস তাঁদের বৈজ্ঞানিক সাম্যের ধারণা প্রচার করেন?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দে।

67. কোন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনায় সাম্য ও স্বাধীনতার ধারণা বিকশিত হয়?

উঃ ১৭৮৯ সালে ফরাসী বিপ্লব।

68. আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে ঘটেছিল?

উঃ ১৭৭৬ খ্রীষ্টাব্দে।

69. কে প্রথম আইনকে নৈতিকতা থেকে আলাদা করে বিচার করেন?

উঃ ইতালীয় রাষ্ট্রনীতিবিদ মেকিয়াভেলি।

70. ভারতের সংবিধানে আইনের চোখে সমতা সুরক্ষিত হয়েছে কত নং ধারায়?

উঃ ১৪ নং ধারায়।





গণতন্ত্র ও একনায়কতন্ত্র





1. ‘Demos’ কথার অর্থ কী?

উঃ জনগণ।

2. ‘Kratia’ কথার অর্থ কী?

উঃ কর্তৃত্ব বা শাসন।

3. ‘Democracy’ শব্দটি কোন দুই শব্দযুগলের সমন্বয়ে গঠিত?

উঃ গ্রিক শব্দযুগল ‘Demos’ এবং ‘Kratia’।

4. ‘Democracy’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?

উঃ জনগণের কর্তৃত্ব বা শাসন।

5. কোন শতাব্দীতে ‘গণতন্ত্র’ কথাটির প্রথম প্রয়োগ দেখা যায়?

উঃ খ্রীষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে।

6. কোন দেশে ‘গণতন্ত্র’ পরিভাষাটির প্রথম প্রয়োগ দেখা যায়?

উঃ প্রাচীন গ্রিস দেশে।

7. কে ‘এথেন্সের গণতন্ত্র’কে চিরায়ত গণতন্ত্র বলে উল্লেখ করেছেন?

উঃ ডেভিড হেল্ড।

8. অষ্টাদশ শতকের কোন্‌ চিন্তাবিদ প্রত্যক্ষ গণতন্ত্রের প্রবক্তা ছিলেন?

উঃ রুশো।

9. গণতন্ত্রে সার্বভৌম শক্তির আধার কে?

উঃ জনগণ।

10. কার সময়কালে এথেন্সে প্রত্যক্ষ গণতন্ত্রের উল্লেখযোগ্য উন্নতি হয়?

উঃ খ্রীষ্টপূর্ব চতুর্থ শতকে পেরিক্লিসের সময়ে।

11. প্রাচীনকালে কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র চালু ছিল?

উঃ প্রাচীনকালে গ্রিসের নগররাষ্ট্রগুলিতে।

12. বর্তমানে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র চালু আছে?

উঃ বর্তমানে সুইজারল্যাণ্ডের কয়েকটি শুদ্র ক্যাণ্টনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সরকার পরিচালনায়।

13. ‘পরোক্ষ গণতন্ত্র’ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি দেশের নাম উল্লেখ করো।

উঃ ভারত।

14. উদারনৈতিক গণতন্ত্রের জন্ম কোথায় হয়েছিল?

উঃ সপ্তদশ শতকে ইংল্যাণ্ডে।

15. সমাজতান্ত্রিক গণতন্ত্রের ভিত্তি কী?

উঃ মার্কসবাদ ও লেনিনবাদ।

16. কোথায় প্রথম সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে রাশিয়ায়।

17. হিতবাদী তত্ত্বের মূল কথা কী?

উঃ সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ।

18. গণতন্ত্রের ভিত্তি কী?

উঃ সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।

19. ‘অন লিবার্টি অ্যান্ড কন্‌সিডারেশনস অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেণ্টস’- গ্রন্থের রচয়িতা কে?

উঃ জন স্টুয়ার্ট মিল।

20. ‘মডেল্‌স অফ ডেমোক্রেসি’ গ্রন্থের প্রণেতা কে?

উঃ ডেভিড হেল্ড।

21. ‘দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ লিবারাল ডেমোক্রেসি’ – গ্রন্থের প্রণেতা কে?

উঃ সি. বি. ম্যাকফারসন।

22. পৃথিবীতে কতগুলি দেশে রাষ্ট্রপতিশাসিত গণতন্ত্র রয়েছে?

উঃ ৫৩টি দেশে।

23. পৃথিবীর কতগুলি দেশে সংসদীয় গণতন্ত্র আছে?

উঃ ৪৩ টি দেশে।

24. মিশ্র গণতন্ত্র কোন দেশে আছে?

উঃ বর্তমানে ফ্রান্স ও রাশিয়ায়।

25. কে গণতন্ত্রকে ‘পলিটি’-র বিকৃত রূপ বলেছেন?

উঃ গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।

26. The best education is self-education which is democracy’ - কে বলেছেন?

উঃ সি. ডি. বার্নস।

27. ‘অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন’ – কে এই মন্তব্য করেছেন?

উঃ অধ্যাপক ল্যাস্কি।

28. কে গণতন্ত্রকে ‘আলাপ-আলোচনার মাধ্যমে পরিচালিত শাসনব্যবস্থা’ বলেছেন?

উঃ বার্কার।

29. কে বলেছেন ‘গণতন্ত্র মূর্খের শাসন’?

উঃ কার্লাইল।

30. ফ্যাসিবাদ ও নাৎসিবাদ কোন ধরণের শাসনব্যবস্থার পৃষ্ঠপোষক?

উঃ একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার।

31. গণতন্ত্রের বিপরীত শাসনব্যবস্থার নাম কী?

উঃ একনায়কতন্ত্র।

32. একনায়কতন্ত্রের মূল স্লোগান কী?

উঃ এক জাতি, এক রাষ্ট্র, এক নায়ক।

33. ব্যক্তিগত একনায়কতন্ত্রের একটি উদাহরণ দাও?

উঃ ইতালিতে মুসোলিনির একনায়কতন্ত্র।

34. দলগত একনায়কতন্ত্রের উদাহরণ দাও?

উঃ জার্মানিতে নাৎসিদলের একনায়কতন্ত্র।

35. শ্রেণিগত একনায়কতন্ত্রের উদাহরণ দাও?

উঃ গণসাধারণতন্ত্রী চিনের শাসনব্যবস্থা।

36. ‘স্ত্রীলোকের নিকট মাতৃত্ব যেমন কাম্য, পুরুষের নিকট যুদ্ধও তেমনি কাম্য’ – কে এই মন্তব্য করেছেন?

উঃ মুসোলিনি।

37. মুসোলিনির গুপ্তচর বাহিনীর নাম কী ছিল?

উঃ কালো কুর্তা বাহিনী।

38. ‘গেস্টাপো’ কী?

উঃ হিটলারের গুপ্তচর বাহিনীর নাম ছিল ‘গেস্টাপো।

39. একনায়কতন্ত্রে রাষ্ট্র প্রধান না মানুষ প্রধান?

উঃ রাষ্ট্রই প্রধান, মানুষ সেখানে উপেক্ষিত।

40. কোন শাসনব্যবস্থা স্বায়ত্তশাসনের বিরোধী?

উঃ একনায়কতন্ত্র।

41. কোন দেশে রাজবংশীয় একনায়কতন্ত্র চলছে?

উঃ সৌদি আরবে।

42. একনায়কতন্ত্রে ক্ষমতা কেন্দ্রীভূত হয় না বিভাজিত হয়?

উঃ ক্ষমতা কেন্দ্রীভূত হয়।

43. সর্বনিয়ন্ত্রণবাদী একনায়কতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ পূর্বতন সোভিয়েত রাশিয়ায়।

44. বর্তমানে কোন দেশে সামরিক একনায়কতন্ত্র চলছে?

উঃ মায়ানমার-এ।

45. ‘বিশ্বাস করা, মান্য করা, যুদ্ধ করা’ – কোন শাসনব্যবস্থার বৈশিষ্ট্য?

উঃ একনায়কতন্ত্র।

46. কার উক্তিতে রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলা হয়েছে?

উঃ ফ্রান্সের রাজা চতুর্দশ লুই-এর উক্তিতে।

47. ‘সকলেই রাষ্ট্রের ভিতরে, কেউই রাষ্ট্রের বাইরে বা বিরুদ্ধে নয়’ – কার মন্তব্য?

উঃ মুসোলিনির।

48. ‘রাষ্ট্র হল শক্তির প্রতীক’ – কার উক্তি?

উঃ ট্রিটসকের উক্তি।

49. Better bad government under self-government than good government under dictatorship’ - কার উক্তি?

উঃ ব্যানারমান-এর।

50. কারা ‘গণতন্ত্র’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন?

উঃ গ্রিকরা।

51. মার্কসবাদীরা কোন গণতন্ত্রকে ‘প্রকৃত গণতন্ত্র’ বলেন?

উঃ সমাজতান্ত্রিক গণতন্ত্র।

52. কোন গণতন্ত্রে আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়?

উঃ পরোক্ষ গণতন্ত্রে।




নাগরিকঃ অধিকার ও কর্তব্য





1. ‘নাগরিক’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উঃ নগর থেকে।

2. ‘নাগরিক’ শব্দের সাধারণ অর্থ কী?

উঃ নগরবাসী।

3. নাগরিক কাকে বলে?

উঃ রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক এবং রাষ্ট্রপ্রদত্ত সকল অধিকারপ্রাপ্ত সব সদস্যকে নাগরিক বলে।

4. রাষ্ট্রের জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়?

উঃ মূলত দুভাগে ভাগ করা যায় – ১। নাগরিক ২। বিদেশী।

5. নাগরিকত্ব অর্জনের ক-টি পদ্ধতি রয়েছে?

উঃ প্রধানত দুটি পদ্ধতি আছে, যথা – ১। জন্মসুত্র এবং ২। অনুমোদন সূত্র।

6. ভারতের নাগরিকত্বের নিয়মকানুন-সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?

উঃ ভারতীয় সংসদকে।

7. কোন সালে ভারতীয় নাগরিকত্ব আইন গৃহীত হয়?

উঃ ১৯৫৫ সালে।

8. ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে সাংবিধানিক বিধি কোন ধারায় উল্লিখিত হয়েছে?

উঃ ভারতের সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে ৫-১১ নং ধারায়।

9. নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ‘রক্তের সম্পর্ক নীতি’ অনুসৃত হয়েছে এমন দুটি দেশের নাম লেখ।

উঃ সুইডেন ও সুইজারল্যাণ্ড।

10. নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ‘জন্মস্থান-সম্পর্কিত নীতি’ অনুসৃত হয়েছে এমন একটি দেশের নাম লেখো।

উঃ আর্জেন্টিনা।

11. জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ‘উভয়নীতি’ কোন কোন রাষ্ট্রে অনুসৃত হয়েছে?

উঃ ভারত, ইংল্যাণ্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে।

12. নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ‘জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন’ পদ্ধতি ব্যতীত আর কোন পদ্ধতি রয়েছে?

উঃ ‘অনুমোদনের দ্বারা নাগরিকত্ব অর্জন’ পদ্ধতি।

13. ‘নাগরিকত্ব হল জনগণের কল্যাণের জন্য নিজ সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগ’ – কে বলেছেন?

উঃ ল্যাস্কি।

14. অনুমোদনপ্রাপ্ত নাগরিক কি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন?

উঃ না , হতে পারেন না।

15. অসম্পূর্ণ নাগরিক কোন অধিকার ভোগ করেন না?

উঃ রাজনৈতিক অধিকার।

16. ‘ন্যায় শাসনে যিনি অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী তাঁকে নাগরিক বলে’ – কার বক্তব্য?

উঃ দার্শনিক অ্যারিস্টটল-এর বক্তব্য।

17. ভারতের কোনো নাগরিক কত বছর দেশে যথোপযুক্ত কারণ না দেখিয়ে অনুপস্থিত থাকলে তার নাগরিকত্ব লুপ্ত হয়?

উঃ একটানা ৭ বছর।

18. ‘এক জাতি তার যোগ্যতা অনুসারে সরকার পায়’ – কে বলেছেন?

উঃ ভলতেয়ার।

19. ‘বৈষম্যমূলক বুর্জোয়া সমাজব্যবস্থায় মুষ্টিমেয় শাসকশ্রেণিই প্রকৃত অধিকার ভোগ করে’-কার বক্তব্য?

উঃ কার্ল মার্কস-এর।

20. ব্যক্তিগত সম্পত্তির ধারণার উৎপত্তি কবে হয়?

উঃ দাস ব্যবস্থায়।

21. অধিকার ও কর্তব্যের ধারণার উৎস কী?

উঃ সমাজবোধের ধারণা।

22. অধিকারভোগের শর্ত হিসাবে ল্যাস্কি কী বলেছেন?

উঃ ল্যাস্কির মতে। যে কর্তব্যপালন করবে না, সে অধিকারভোগ করতে পারবে না।

23. অধিকারভোগ কিসের উপর নির্ভরশীল?

উঃ কর্তব্য পালনের উপর।

24. প্রাকৃতিক অধিকারের একটি উদাহরণ দাও?

উঃ বাঁচার অধিকার।

25. প্রাকৃতিক অধিকারগুলি কী কী?

উঃ বাঁচার অধিকার, স্বাধীনতার অধিকার ও সম্পত্তির অধিকার।

26. অধিকারকে ক-টি ভাগে ভাগ করা যায়?

উঃ দুভাগে ভাগ করা যায়- ১। নৈতিক অধিকার ২। আইনগত অধিকার

27. কর্মের অধিকার কোন প্রকার অধিকার?

উঃ অর্থনৈতিক অধিকার।

28. আইনগত অধিকারকে ক-টি ভাগে ভাগ করা হয়?

উঃ মূলত চার ভাগে।

29. ‘মানবাধিকার’ ধারণাটি কোন অধিকারের ধারণার মধ্যে নিহিত ছিল?

উঃ ‘স্বাভাবিক অধিকার’- এর ধারণার মধ্যে।

30. আজকে যা মানবাধিকার, চুক্তিবাদী দার্শনিকদের ভাষায় তা কী অধিকার ছিল?

উঃ প্রাকৃতিক অধিকার।

31. ‘মানবাধিকার’ কথাটি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে কবে কোথায় উল্লিখিত হয়?

উঃ ১৯৪৫ সালে জাতিপুঞ্জের সনদে।

32. জাতিপুঞ্জের ‘মানবাধিকার-সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণা’ কবে গৃহীত হয়?

উঃ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর।

33. কত সালে মানবাধিকার কমিশন গঠিত হয়?

উঃ ১৯৪৬ সালে।

34. ‘অধিকার হল সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি’ – কার উক্তি?

উঃ বোসাংকেট-এর উক্তি।

35. কোন্‌ পৌর অধিকার না থাকলে অন্য কোনো অধিকারের মূল্য থাকে না?

উঃ জীবনের অধিকার বা বেঁচে থাকার অধিকার।

36. কোনো নাগরিক কখন অধিকার আশা করতে পারেন না?

উঃ নাগরিক যখন তার কর্তব্যপালন করেন না।

37. মানবাধিকারের প্রকৃতি কী?

উঃ মানবাধিকারের প্রকৃতি হল সর্বজনীন।

38. ‘হিউম্যান রাইটস ইন অ্যানাদার’ গ্রন্থটি কার লেখা?

উঃ জন গালটুঙ।

39. অধিকার সম্বন্ধে কটি মতবাদ আছে?

উঃ পাঁচটি মতবাদ।

40. কত বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ব্যক্তিকে ‘রাষ্ট্রবিহীন’ ব্যক্তি বলে?

উঃ ১০ বছর।

41. ‘ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় স্বাধীনতাই হল স্বাভাবিক অধিকার’ – কে বলেছেন?

উঃ স্পেনসার।

42. ‘স্বাভাবিক অধিকার’ তত্ত্বের বাস্তব প্রতিফলন কোথায় কত সালে ঘটেছিল?

উঃ ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে এবং ১৭৯৩ সালে ফ্রান্সের স্বাধীনতার ঘোষণাপত্রে।

43. ‘মানবাধিকার দিবস’ কবে পালিত হয়?

উঃ ১০ই ডিসেম্বর।

44. ভারতে জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়?

উঃ ১৯৯৩ সালে।

45. মানবাধিকার বিষয়ে জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারার উল্লেখ করা হয়েছে?

উঃ ৩০টি ধারা।

46. পশ্চিমবঙ্গে কবে মানবাধিকার কমিশন গঠিত হয়েছে?

উঃ ১৯৯৫ সালে।

47. বিশ্বে মানবাধিকারের অতন্দ্র প্রহরীর নাম কী?

উঃ সম্মিলিত জাতিপুঞ্জ।

48. ‘যে ব্যক্তি রাষ্ট্রের সদস্য ও সম্পূর্ণভাবে আত্মবিকাশের জন্য সর্বদা সচেষ্ট থাকে এবং সমাজের সর্বাঙ্গীন মঙ্গলসাধনে সচেতন থাকে, তাকেই নাগরিক বলা যায়’ – কে বলেছেন?

উঃ শ্রীনিবাস শাস্ত্রী।

49. যে সমস্ত নাগরিক ভোটাধিকার পায় না তাদের কী বলে?

উঃ অসম্পূর্ণ নাগরিক।

50. রাষ্ট্রের অধিবাসীদের প্রধানত ক-টি ভাগে ভাগ করা হয় কী কী?

উঃ প্রধানত দুভাগে ভাগ করা হয় যথা – নাগরিক ও বিদেশী।

51. কোনো রাষ্ট্র নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক ও জন্মস্থান – উভয় নীতি অনুসরণ করলে কী সমস্যা দেখা দেয়?

উঃ দ্বৈত নাগরিকতার সমস্যা।

52. কাদের ক্ষেত্রে নাগরিকত্ব অর্জনের ব্যাপারে জন্মস্থান নীতি প্রযোজ্য হয় না?

উঃ পররাষ্ট্রদূতদের সন্তানদের ক্ষেত্রে।

53. ‘প্রতিটি অধিকারের শর্ত হল সামাজিক কল্যাণসাধন’ – কে বলেছেন?

উঃ হবহাউস।

54. একটি নৈতিক অধিকারের উদাহরণ দাও।

উঃ পিতা-মাতা বৃদ্ধ বয়সে বা অক্ষম অবস্থায় তাঁদের সন্তানদের কাছ থেকে ভরণপোষণ পাওয়ার অধিকার।

55. ‘অধিকারের মধ্যে কর্তব্য নিহিত’ – উক্তিটি কার?

উঃ ল্যাস্কি-র।

56. ‘কোন বছরকে ‘আন্তর্জাতিক মানবাধিকার বছর’ হিসাবে পালন করা হয়েছিল?

উঃ ১৯৬৮ সালকে।

57. বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রে কোন সালে শিশুর অধিকার সংক্রান্ত ঘোষণা সংযোজিত হয়?

উঃ ১৯৯০ সালে।

58. ‘সমাজবন্ধনের মূলে ছিল ব্যক্তিগত সম্পত্তি’ – উক্তিটি কে করেছেন?

উঃ অ্যারিস্টটল।

59. মানবাধিকার কমিশনের প্রথম সভানেত্রী কে ছিলেন?

উঃ শ্রীমতী এলেনর রুজভেল্ট।

60. ভারতীয় সংবিধানের সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের গুরুত্ব হারায় কোন সংবিধান-সংশোধনের মাধ্যমে?

উঃ ১৯৭৮ সালে সংশোধনের মাধ্যমে।

61. ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব কত বছর বয়সে লাভ করে?

উঃ ১৮ বছর বয়সে।

62. সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি একটি প্রস্তাবনাসহ কটি ধারায় বিস্তৃত?

উঃ ৩০ টি ধারায়।

63. মানবাধিকার কথাটি সর্বপ্রথম কত সালে আনুষ্ঠানিকভাবে উল্লিখিত হয়?

উঃ ১৯৪৫ সালে।

64. ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত?

উঃ ৫ বছর।

65. ‘নাগরিক’ শব্দটির উৎপত্তি হয়েছে কোন দেশে?

উঃ গ্রিসে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area