West Bengal Post Office Recruitment 2022: পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ GDS Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। West Bengal Post Office Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
West Bengal Post Office Recruitment 2022 - গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2022
West Bengal Post Office Recruitment 2022 West Bengal Post Office Recruitment Vacancies 2022 Jibikadisari.com চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
| |
আবেদন ফি
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি
প্রদান করুন]
|
|
বয়স সীমা (01-01-2021 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] |
|
যোগ্যতা পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস করা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা সকল চাকরি প্রার্থী যারা মাধ্যমিক পাশ করে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিত হলেও চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবে কেবলমাত্র মাধ্যমিক যোগ্যতায় গণ্য হবে।
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
GDS |
38,926 |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
আবেদনের লিঙ্ক |
|
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
West Bengal Post Office Recruitment 2022 বয়স সীমা (01/01/2022 অনুযায়ী)
- সাধারণ (General) প্রার্থী: 18 থেকে 40 বছর
- ওবিসি (OBC) প্রার্থী: 18 থেকে 43 বছর
- এসসি/এসটি (SC/ST ) প্রার্থী: 18 থেকে 45 বছর
West Bengal Post Office Recruitment 2022 আবেদন ফি
- সাধারণ (আন-রিজার্ভ): 100/-
- এসসি/এসটি: Nill
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন]
West Bengal Post Office Recruitment 2022 বেতন (প্রতি মাসে)
- যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের প্রতিমাসে 14000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
West Bengal Post Office Recruitment 2022 নির্বাচন প্রক্রিয়া
- কোনরকম পরীক্ষা ছাড়াই এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে। এখানে আবেদন করার পরে মাধ্যমিক নাম্বারের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের মেরিট লিস্ট তৈরি হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের এখানে ম্যারেড লিস্ট তৈরি করা হবে এবং ওই ম্যারিড এর উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।
West Bengal Post Office Recruitment 2022 গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শুরুর তারিখ: 02/05/2022
- আবেদনের শেষ তারিখ: 05/06/2022
West Bengal Post Office Recruitment 2022 চাকরির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইট WB GDS পোর্টাল দেখুন।
- নিয়োগ বিভাগে যান এবং GDS Recruitment লিঙ্কে ক্লিক করুন।
- আপনার ইমেইল এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন।
- এখন সাবধানে আবেদন ফর্ম পূরণ করুন।
- প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন [জন্ম তারিখ/পরিচয়/যোগ্যতা/জাতিগত প্রমাণ/ছবি/মোবাইল নং ইত্যাদি]।
- আবেদনের শেষ তারিখের আগে অনলাইনে/অফলাইনে আবেদন ফি জমা করুন।
- অবশেষে আপনি এই অ্যাপ্লিকেশনটির একটি হার্ড কপি ডাউনলোড এবং প্রিন্টআউট নিতে সক্ষম হবেন।
[বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]