ব্রিটিশ ভারতের বিভিন্ন পত্রিকার সম্পাদক - Editor Of Newspapers In British India PDF
ব্রিটিশ ভারতের বিভিন্ন পত্রিকার সম্পাদক - Editor Of Newspapers In British India PDF: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
পত্র/পত্রিকার নাম ➤ সম্পাদক
❏ সংবাদ প্রভাকর ➤ ঈশ্বরচন্দ্র গুপ্ত
❏ ইনডিপেন্ডেন্ট ➤ মতিলাল নেহরু
❏ আল হিলাল ➤ মৌলানা আবুল কালাম আজাদ
❏ হরিজন ➤ মহাত্মা গান্ধী
❏ বাঙ্গাল ➤ গঙ্গাকিশোর ভট্টাচার্য
❏ কেশরী ➤ বাল গঙ্গাধর তিলক
❏ আর্যদর্শন ➤ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ
❏ তত্ববোধিনী ➤ অক্ষয়কুমার দত্ত
❏ কমরেড পপ্রিকা ➤ জিন্নাহ
❏ সংবাদ ভাস্কর ➤ ঈশ্বরচন্দ্র গুপ্ত
❏ পাঞ্জাবি পিপলস ➤ লালা লাজপত রায়
❏ তেহজিব - উল আখলাক ➤ সৈয়দ আহমেদ খান
❏ দিগদর্শন ➤ জন মার্শম্যালন
❏ ধূমকেতু ➤ কাজী নজরুল ইসলাম
❏ বন্দেমাতরম ➤ অরবিন্দ ঘোষ
❏ সুলভ সমাচার ➤ কশবচন্দ্র সেন
❏ তত্ত্ব – কৌমুদী ➤ শিবনাথ শাস্ত্রী
❏ সমাচার চন্দ্রিকা ➤ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
❏ ইন্ডিয়ান মিরর ➤ কেশবচন্দ্র সেন
❏ সন্দেশ ➤ সুকুমার রায়
❏ সন্ধ্যা ➤ ব্রহ্মবান্ধব উপাধ্যায়
❏ বেঙ্গল গেজেট ➤ জেমস অগাস্টাস হিকি
❏ হিন্দু পেট্রিয়ট ➤ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
❏ অমৃতবাজার ➤ শিশির কুমার ঘোষ, মোতিলাল ঘোষ
❏ যুগান্তর ➤ ভুপেন্দ্রনাথ দত্ত
❏ দ্য বেঙ্গলি ➤সুরেন্দ্রনাথ ব্যানার্জি
❏ সঞ্জীবনী ➤ কৃষ্ণকুমার মিত্র
❏ সমাচার দর্পণ ➤ মার্শম্যান
❏ ইয়ং ইন্ডিয়া ➤ মহাত্মা গান্ধী
❏ সোমপ্রকাশ ➤ দ্বারকানাথ বিদ্যাভূষণ
❏ সম্বাদ কৌমুদি ➤ রামমোহন রায়
ব্রিটিশ ভারতের বিভিন্ন পত্রিকার সম্পাদক তালিকা PDF ডাউনলোড লিংক