বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি || Famous Musicians With Their Instruments PDF
বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি - Famous Musicians With Their Instruments PDF: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি |
---|
বাদক | বাদ্যযন্ত্র |
সেতার | দেবী চৌধুরী, সুজাতা খান, পণ্ডিত রবিশঙ্কর, মোস্তাক আলী খান, বিলায়েত খান, নিখিল ব্যানার্জি, আমির খসরু |
সানাই | গোলাম আলী খান, বাগেশ্বর গামার, ওস্তাদ বিসমিল্লাহ খান, সাজ্জাদ হোসেন, কৃষ্ণ রাম চৌধুরী, রঘুনাথ প্রসন্ন, আলী আহমদ হোসেন |
বাঁশি | নারায়ণ ঘোষ, পান্নালাল ঘোষ, সুবাস কামট, হরিপ্রসাদ চৌরাসিয়া |
বেহালা | জুবিন মেহেতা, জয়রাম লাল গুড়ি, এল. শুভ্রমনিয়াম, টি. এন. কৃষ্ণন, ইহুদি মেনুইন, ভি জি যোগ |
তবলা | পন্ডিত শান্তা প্রসাদ, জ্ঞানপ্রকাশ ঘোষ, আল্লারাখা খান, ওস্তাদ জাকির হোসেন, কিষাণ মহারাজ, কুমার বোস, বিক্রম ঘোষ, স্বপ্না চৌধুরী, নিখিল ঘোষ |
সরোদ | আলাউদ্দিন খান, বৃজি নারায়ন, ওস্তাদ আলী আকবর খান, আমজাদ আলী, আজাদ আলী খান, বুদ্ধদেব দাস গুপ্ত, ওয়াজাহাত খান |
সন্তুর | রাহুল শর্মা, শিব কুমার শর্মা, তরুণ ভট্টাচার্য, ভজন সপরী, উল্লাস বপত, অভয় সপরী |
বিনা | বিশ্ব মোহন ভাট, কলাপক্কাম স্বামীনাথন, আসাদ আলী খান, হিন্দরাজ দিবেকার, গোপাল কৃষ্ণন, জিয়া মহিউদ্দিন দাগার |
সারেঙ্গী | সুলতান খান, বৃন্দা খান, ওস্তাদ শাকুর খান, রমেশ মিশ্র, পণ্ডিত রাম নারায়ণ, সাবরী খান |
মৃদঙ্গ | পাল্ঘাট মনি আইয়ার, দক্ষিনা মূর্তি পিল্লাই, উমায়লপুরম কে. শিবরমন |
মাওতারগান | সুদীপ দাস গুপ্ত |
ঘটম | সুরেশ বৈদ্যনাথন, হরিহরণ বিনয়াকরম, বিক্রম ঘোষ |
গীটার | ব্রিজ ভূষণ কাবড়া, বিশ্বমোহন ভাট, বরুন পাল, কমলা শংকর, দেবাশীষ ভট্টাচার্য |
পিয়ানো | উৎসব লাল, অনিল শ্রীনিবাসন, আদনান সামি |
বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি তালিকা PDF ডাউনলোড লিংক
আরো পড়ুন-
File Details:
File Name- jibikadisari.com-বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি
File Format- pdf
Quality- High
File Size- 299 KB
File page- 2
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।