ভারতে বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র তালিকা - List Of First Films Languages In India
ভারতে বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র তালিকা - List Of First
Films Languages In India: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায়
WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের
কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে
প্রতিযোগিতা
মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ভারতে বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র তালিকা |
---|
ভাষা | প্রথম চলচ্চিত্র | সাল |
---|---|---|
বাংলা | বিল্বমঙ্গল | ১৯১৯ |
হিন্দি | রাজা হরিশচন্দ্র | ১৯১৩ |
অসমীয়া | জয়মতি | ১৯৩৫ |
ওড়িয়া | সীতা বিবাহ | ১৯৩৬ |
মারাঠি | শ্রী পুন্ডালিক | ১৯১২ |
তামিল | কিচাকা বধম | ১৯১৭-১৮ |
মালায়ালাম | ভিগাথাকুমারণ | ১৯২০ |
তেলেগু | ভীষ্ম প্রতিজ্ঞা | ১৯২১ |
পাঞ্জাবি | হীর রাঞ্জা | ১৯৩২ |
গুজরাটি | নরসিংহ মেহোতা | ১৯৩২ |
কন্নড় | সতী সুলোচনা | ১৯৩৪ |
কোঙ্কণী | মুগাছো আনভদ্দো | ১৯৫০ |
ভোজপুরি | গঙ্গা মাইয়া তোহে পিয়ারি চাধাইবো | ১৯৬৩ |
তুলু | Enna Tangadi | ১৯৭১ |
বডাগা | Kaala Tapitha Payilu | ১৯৭৯ |
কসলি | Bhookna | ১৯৮৯ |
কাশ্মীরি | Mainz Raat | ১৯৬৪ |
রাজস্থানী | Nijarano | ১৯৪২ |
গাড়য়ালী | Jagwal | ১৯৮৩ |
ভারতে বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র তালিকা PDF ডাউনলোড
আরো পড়ুন-
File Details:
File Name- jibikadisari.com- ভারতে বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র তালিকা
File Format- pdf
Quality- High
File Size- 325 KB
File page- 2
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।