Ads Area


জিকে সাধারণ জ্ঞান পর্ব - 8 | GK Common Sense

জিকে সাধারণ জ্ঞান পর্ব - 8 | GK Common Sense

জিকে সাধারণ জ্ঞান পর্ব - 8 | GK Common Sense

জিকে সাধারণ জ্ঞান পর্ব - 8 | GK Common Sense: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে সাধারণ জ্ঞান পর্ব - 8 | GK Common Sense প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে সাধারণ জ্ঞান পর্ব - 8 | GK Common Sense. নিচে জিকে সাধারণ জ্ঞান পর্ব - 8 | GK Common Sense টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।


জিকে সাধারণ জ্ঞান পর্ব - 8 | GK Common Sense

1. পারস্পারিক আবেশকে ব্যবহার করা হয়-
উত্তরঃ- ট্রান্সফরমারে

2. দুধে থাকে-
উত্তরঃ- ল্যাকটিক এসিড

3. জৈব অম্ল হলো-
উত্তরঃ- এসিটিক এসিড

4. ফল পাকানোর জন্য দায়ী-
উত্তরঃ- ইথিলিন

5. শব্দের গতি সর্বাপেক্ষা কম-
উত্তরঃ- বায়বীয় মাধ্যমে

6. ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে উৎপন্ন হয়-
উত্তরঃ- বিদ্যুৎ

7. নেফ্রন কি ?
উত্তরঃ- বৃক্কের গঠন মূলকক ও কার্য মূলক একক।

8. কেঁচোর রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ- নেফ্রিডিয়া।

9. তরুক্ষীর কোন উদ্ভিদের পাওয়া যায় ?
উত্তরঃ- বট গাছে।

10. কোন উপক্ষার মানুষের ররক্তচাপ কমাতে সাহায্য করে ?
উত্তরঃ- রেসারপিন।



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area