খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Important Questions Answers Related Sports PDF
খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Important Questions Answers Related Sports PDF: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায়
WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের
কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে
প্রতিযোগিতা
মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
1. ক্রিকেট খেলার জন্ম কোথায়?
উত্তর- ইংল্যান্ডে
2. ICC প্রতিষ্টিত হয় কখন?
উত্তর- 1909
3. প্রথম অলিম্পিক খেলা শুরু হয়-
উত্তর- 776 খ্রিঃ পূর্বাব্দ
4. আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার-
উত্তর- ব্যারন পিয়ের দ্য কুবার্তিন
5. অলিম্পিকের প্রতিক-
উত্তর- পাঁচটি রঙিন বৃত্ত, যা পাঁচটি মহাদেশের মধ্যে পারস্পারিক সমন্বয় নির্দেশ করে
6. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর- রাঁচি
7. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
উত্তর- ফুটবল
8. প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন?
উত্তর- রঞ্জিত সিং
9. একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন?
উত্তর- ভিভ রিচার্ডস
10. যে ব্যক্তিকে ‘ভারতের উরন্ত শিখ’ বলা হয়-
উত্তর- মিলখা সিং
11. প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর- 1930 সালে
12. হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল-
উত্তর- কমস
13. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর- দিল্লিতে
14. পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল-
উত্তর- গ্রিসে
15. আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়?
উত্তর- 1896 সালে
16. ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত?
উত্তর- 22 গজ
17. ফুটবল গোলপোস্টের উচ্চতা কত?
উত্তর- 8 ফুট
20. বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর- ইংল্যান্ডে
21. হকি খেলার প্রচলন কোন দেশে?
উত্তর- ইংল্যান্ডে
22. দাবা খেলার প্রচলন কোন দেশে?
উত্তর- ভারতে
খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তালিকা PDF ডাউনলোড
আরো পড়ুন-
File Details:
File Name- jibikadisari.com- খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
File Format- pdf
Quality- High
File Size- 364 KB
File page- 3
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।