Ads Area


ভারতীয় রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Indian Railways Important Questions Answers PDF

ভারতীয় রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Indian Railways Important Questions Answers PDF

ভারতীয় রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Indian Railways Important Questions Answers PDF

ভারতীয় রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Indian Railways Important Questions Answers PDF: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

ভারতীয় রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


1. প্রস্থ ও চওড়ার দিক থেকে চার প্রকার রেল লাইন-
উত্তর-
ব্রডগেজ – 5 ফুট 6 ইঞ্চি বা 1.676 মিটার
মিটারগেজ – 3 ফুট 3 ইঞ্চি বা 1 মিটার
ন্যারোগেজ – 2 ফুট 6 ইঞ্চি বা 0.762 মিটার
স্পেশাল গেজ – 2.031 ফুট 6 বা 0.61 মিটার

2. ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে ?
উত্তর- 1832 সালে

3. ভারতের প্রথম রেলযাত্রা কবে হয় ?
উত্তর- 1853 সালের 16ই এপ্রিল । লর্ড ডালহৌসির আমলে 34 কিমি পথ যাওয়া হয় 400 জন যাত্রী নিয়ে।

4. ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ?
উত্তর- নিউ দিল্লি

5. প্রথম রেলওয়ে ব্রীজ কতসালে করা হয় ?
উত্তর- 1854 সালে মুম্বাই-থানে রুটে ‘ধাপুরিয়া ভায়াডাক্ট’ ব্রীজ

6. রেলওয়ে বোর্ড গঠিত হয় কত সালে ?
উত্তর- 1905 সালে

7. স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী কে ছিলেন ?
উত্তর- জন মাথাই

8. প্রথম রেলওয়ে টানেল কোথায় হয় ?
উত্তর- মুম্বাইয়ের পার্সিক টানেল

9. প্রথম পাতাল রেল কত সালে শুরু হয় ?
উত্তর- 24শে অক্টোবর, 1984 সালে কোলকাতা মেট্রো

10. প্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ কবে কোথায় শুরু হয় ? 
উত্তর- 1926 সালে নিউ দিল্লীতে

11. প্রথম বৈদুতিন ট্রেন কত সালে কোথায় শুরু হয় ? 
উত্তর- 1925 সালের 3রা ফেব্রুয়ারি। বোম্বের ভিক্টোরিয়া টারমিনাস থেকে কুরলা পর্যন্ত (9.5 মাইল)

12. ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ?
উত্তর- উত্তরপ্রদেশের গোরক্ষপুর (1366.3 মিটার)

13. ভারতের “দীর্ঘতম নামের” স্টেশনের নাম কি ? 
উত্তর- ভেঙ্কটনরশিমারাজুভারিপেটা, চেন্নাইয়ের নিকটবর্তী ষ্টেশন

14. ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড-
উত্তর- মুঘলসরাই (উত্তরপ্রদেশ)

15. ভারতের বৃহত্তম রেলওয়ে ক্রসিং-
উত্তর- ইটারসি (মধ্যপ্রদেশ)

16. ভারতের বৃহত্তম রেলওয়ে সেতু-
উত্তর- ভেম্বানাদ (কেরল)

17. ভারতের বৃহত্তম ডায়মন্ড ক্রসিং-
উত্তর- নাগপুর (মহারাষ্ট্র)

18. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ন্যারোগেজ)- 
উত্তর- ঘুম (2257 মি., দার্জিলিং)

19. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ব্রডগেজ)- 
উত্তর- কাজিগুন্দ (1722 মি., কাশ্মীর)

20. ভারতের প্রথম রেল ডাক সেবা চালু হয়-
উত্তর- 1907 সালে

21. ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা কত সালে চালু হয় ?  
উত্তর- 1891 সালে (প্রথম শ্রেনী), 1907 সালে (অন্যান্য শ্রেনী)

22. সর্বাধিক দুরত্ব অতিক্রম করে কোন ট্রেন ?  
উত্তর- বিবেক এক্সপ্রেস (4273 কিমি), ডিব্রুগড় থেকে কন্যাকুমারী

23. ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভার-
উত্তর- সুরেখা যাদব

24. ভারতের প্রথম মনোরেল কবে চালু হয় ?
উত্তর- 2014 সালে 2রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে

25. ভারত ও পাকিস্থানের মধ্যে চলাচল করে
উত্তর- সমঝোতা এক্সপ্রেস

26. ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে-
উত্তর- মৈত্রী এক্সপ্রেস

27. ভারতের প্রথম রেল জাদুঘর-
উত্তর- নিউ দিল্লি

28. ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অবস্থিত-
উত্তর- পুনেতে

29. সিগন্যাল ইন্সিটিউট অ্যান্ড টেলিকমি উনিকেশান ইন্সিটিউট অবস্থিত-
উত্তর- সেকেন্দ্রাবাদে

30. ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অবস্থিত-
উত্তর- নাসিকে

31. ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অবস্থিত-
উত্তর- জামালপুরে

ভারতীয় রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তালিকা PDF ডাউনলোড


File Details:
File Name- jibikadisari.com-ভারতীয় রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
File Format- pdf
Quality- High
File Size- 364 KB
File page- 3
File Location- Google Drive



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area