ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম || Names Of Dances Of Different States Of India PDF
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম - Names Of Dances Of Different States Of India PDF: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম - Names Of Dances Of Different States Of India PDF
1. পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ ছৌ, যাত্রা, কাঠি, গম্ভীরা, ঢালি, মহল, কীর্তন।
2. জম্মু ও কাশ্মীরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ রাউফ, হিকাট, চাকরী, কুদডান্ডি নাচ, ডামালি, হেমিসগাম্পা।
3. বিহারের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ যাতাযতীন, বিদেশিয়া।
4. ওড়িশার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ ডালখই, ডান্ডনাটে, ঘুমরা, রনপা, ছাডায়া, ওড়িশি, সাভারি, বাহাকাওয়াটা।
5. মিজোরামের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ চিরাও, বাঁশ নৃত্য, লাম, কুয়াল্লাম, চেরোকান।
6. মণিপুরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ মহারাসসা, মণিপুরি, কাবুই।
7. উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ কত্থক, চাপ্পেলী, রাসলীলা, নওটাংকি, করণ, জইতা, কাজরী, কুমাওন।
8. অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ ভিথিভাগবাথাম, ওট্টম থেডাল, কুচিপুডি, কোট্টাম, মোহিনীআট্টাম।
9. মধ্যপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ পান্ডভানী, মাচা, লোটা।
10. পাঞ্জাবের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ গিড্ডা, ভাংড়া, ধামান, ডাফ।
11. হরিয়ানার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ ঝুমুর, সয়াংগ, লুর, গাগর, খোর।
12. মেঘালয়ের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ নংক্রেম, লাহো।
13. হিমাচল্প্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ মুঞ্জরা, গিড্ডা পারহাউন, কায়াঙ্গা।
14. গুজরাটের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ টিপ্পানি, ডান্ডিয়ারাস, গারবা, রাসিলা, ভাবাই, গরমা।
15. তামিলনাড়ুর প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ ভরতনাট্টম, কোলাট্টাম, কুম্মি, থেরুকোট্টু, তেরাতলি, কারাগাম, কাভাডি।
16. গোয়ার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ ফুগডি, ঢালো, ডেকানি, মান্ডো, কুম্বি।
17. মহারাষ্ট্রের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ তামাশা, দাহিকালা, লেজিম, লাবনী, কোলি, গাফা, নাকাতা।
18. কর্ণাটকের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ ইয়কসোগানা, সুজ্ঞি, করগা, লাম্বি, কুনিথা।
19. অসমের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ বিহু, ওংকিয়ানাট, নাটপূজা, কোঙ্গালি, তাবাল চোঙ্গলি, বাগুরুম্বা।
20. কেরলের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ ওপান্না, কথাকলি, চাকিয়ারকুথু, ওট্টাম থুল্লাল, মোহিনীঅট্টম, চাতিট্টি নাথাকাম, কাইকোট্টী কাল্লি, থেইয়াম, কোডীয়াট্টাম, মুডিভেট্টু, তুল্লাল, তাপ্পাত্রীকালি, কৃষ্ণানাট্টাম।
21. রাজস্থানের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ গানগোর, চামার গিনাদ, ঝুলনলীলা, কায়ান গা বাজাভাঙ্গা, খাইয়াল, ভাবাই, ঘুমর, পানিহারি, ছারি, ঝুমা, সুইসিনি, কাচ্চি গোরি।
22. ত্রিপুরার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ গরিয়া, ঝুম, বিজু, চের, হাই-হক, ওয়াঙ্গালা।
23 . বিহু নৃত্যের ধরন কি কি ?
উত্তরঃ রঙ্গোলী, ভোগালী, কাঙ্গালী।
24 . গামবুট ড্যান্স কোথাকার প্রচলিত নৃত্য ?
উত্তরঃ সাউথ আফ্রিকা।
25 . হিপ হপ ড্যান্স কোথাকার নৃত্য ?
উত্তরঃ উত্তর আমেরিকা।
hello
ReplyDelete