ভারতের রাষ্ট্রপতি প্রশ্ন উত্তর || President Of India Answers Question PDF
ভারতের রাষ্ট্রপতি প্রশ্ন উত্তর - President Of India Answers Question PDF
1. ভারতের রাষ্ট্রপতি হবার জন্য যোগ্যতা?
উত্তর: সংবিধানের 58 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি হবার জন্য নিচের যোগ্যতা গুলি প্রয়োজন-
- ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে।
- কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে।
- লোকসভার সদস্য হবার যোগ্যতা থাকতে হবে।
- কেন্দ্র ও রাজ্য আইনসভার কোন সদস্যপদে থাকতে পারবেন না।
- তিনি কোনরকম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান লাভজনক পদে আসীন থাকতে পারবেন না।
- রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীর নামটি 50 জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং অন্যান্য 50 জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে।
- প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় 15000 টাকা RBI তে জমা করতে হয় সুরক্ষা অর্থ হিসেবে।
2. রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন।
3. ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে অপসারিত হন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারিত হন।
4. ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?
উত্তর: সংবিধানের 61 নং ধারায় রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতি উল্লেখ করা হয়েছে।
5. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে রাজ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়?
উত্তর: রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।
6. কোন কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হয়?
উত্তর: রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা মৃত্যু হলে এবং অপসারিত হলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়
7. রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স 35 বছর।
8. রাষ্ট্রপতি নির্বাচনে কোন অসংগতি দেখা দিলে চূড়ান্ত মতামত কে দেন?
উত্তর: রাষ্ট্রপতি নির্বাচনে অসঙ্গতি দেখা দিলে সুপ্রিম কোর্টের মতামত চূড়ান্ত বলে বিবেচিত হয়।
9. রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র জমা দেন?
উত্তর: রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন।
10. রাষ্ট্রপতি অনুপস্থিতিতে তাঁর হয়ে কে দায়িত্ব পালন করেন?
উত্তর: রাস্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালন করেন।
11. সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে?
উত্তর: সংবিধানের 54 নং ও 55 নং ধারায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে।
12. বর্তমানের রাষ্ট্রপতির মাসিক বেতন কত?
উত্তর: বর্তমানের রাষ্ট্রপতির মূল বেতন 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে।
13. রাষ্ট্রপতি ভারতের কিরূপ শাসক?
উত্তর: রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক।
14. কোন বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন?
উত্তর: বিচারপতি এম. হিদুয়াতুল্লা কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন।
15. সর্বপ্রথম কোন উপরাষ্ট্রপতিরাষ্ট্রপতি হন?
উত্তর: ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ পরবর্তীকালে রাষ্ট্রপতি হন।
16. রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে?
উত্তর: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান বা তাঁর অনুপস্থিতিতে সুপ্রিমকোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি শপথ বাক্য পাঠ করান।
17. রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে হন?
উত্তর: রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী।
18. রাষ্ট্রপতি কার পরামর্শ মেনে চলতে বাধ্য থাকেন?
উত্তর: রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য থাকেন।
19. কারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করলেও অপসারণে অংশগ্রহণ করেন না?
উত্তর: বিধানসভার সদস্য রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেও রাষ্ট্রপতির ইমপিচমেন্টে অংশগ্রহণ করেন না।
20. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি।
21. কোন রাষ্ট্রপতি তাঁর মেয়াদকালীন সময় মারা যান?
উত্তর: ড: জাকির হোসেন ও ফাকরুদ্দিন আলি আহমেদ তাঁদের মেয়াদকালীন সময় মারা যান।
22. ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: এম. হিদুয়াতুল্লা ছিলেন ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
23. প্রবীণতম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: কে. আর. নারায়ন ছিলেন প্রবীণতম রাষ্ট্রপতি।
24. কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: এন. সঞ্জিবা রেড্ডি ছিলেন কনিষ্ঠতম রাষ্ট্রপতি।
25. কোন রাষ্ট্রপতি পরপর দুইবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি পরপর দুইবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন।
26. ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ড: জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি।
27. রাষ্ট্রপতি ঘোষিত জরুরি অবস্থা গুলি কি কি?
উত্তর: রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা হল-
- জাতীয় জরুরি অবস্থা।
- রাজ্য সমূহের সাংবিধানিক অচলাবস্থা জনিত জরুরি অবস্থা।
- আর্থিক জরুরি অবস্থা।
28. ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত?
উত্তর: রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর।
29. কে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হয়েছিলেন?
উত্তর: এন. সঞ্জিবা রেড্ডি সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হয়েছিলেন।
30. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
উত্তর: প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি।
31. প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: প্রণব মুখার্জি হলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি।
32. বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে হন?
উত্তর: বর্তমান ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু (2022 থেকে)।
33. ভারতের কোন রাষ্ট্রপতি দ্বিতীয় পছন্দের ভোটে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন?
উত্তর: 1969 সালে রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় পছন্দের ভোটে ভি ভি গিরি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন।
34. ভারতের সাংবিধানিক প্রধান কে?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক প্রধান।
35. ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়?
উত্তর: রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয়।
36. জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি হলেন জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান।
37. রাষ্ট্রপতি লোকসভায় কতজন প্রতিনিধি মনোনয়ন করতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি লোকসভায় 2 জন ইঙ্গ-ভারতীয় প্রতিনিধি মনোনয়ন করতে পারেন।
38. পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন কে অর্ডিন্যান্স জারি করতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স জারি করতে পারেন।
39. কোন কোন বিল সংসদে উত্থাপিত হওয়ার পূর্বের রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন?
উত্তর: অর্থবিল ও অঙ্গরাজ্যের নাম/ সীমানা/ আয়তন পরিবর্তন সংক্রান্ত বিলগুলি সংসদে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।
40. রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
41. অর্থ কমিশন কে গঠন করেন?
উত্তর: রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে রাজস্ব বন্টনের জন্য।
42. রাষ্ট্রপতি কোন কোন বিলে সম্মতি দিতে বাধ্য?
উত্তর: রাষ্ট্রপতি অর্থবিল এবং সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন।
43. কিভাবে রাস্ট্রপতির মেয়াদ বৃদ্ধি করা যায়?
উত্তর: পার্লামেন্টের অনুমোদন ও নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির মেয়াদ বৃদ্ধি করা যায়।
44. পার্লামেন্টের অনুমোদনে রাষ্ট্রপতির মেয়াদ কতটা বৃদ্ধি করা যায়?
উত্তর: পার্লামেন্টের অনুমোদনে রাষ্ট্রপতির মেয়াদ 1 বছর বৃদ্ধি করা যায়।
45. পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে ভাষণ দিতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন।
46. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন প্রতিনিধি মনোনয়ন করেন?
উত্তর: রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনয়ন করতে পারেন।
47. নির্বাচন কমিশনের সুপারিশের রাষ্ট্রপতির মেয়াদ কতটা বৃদ্ধি করা যায়?
উত্তর: নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির মেয়াদ 3 বছর বৃদ্ধি করা যায়।
48. কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসক কে?
উত্তর: রাষ্ট্রপতি হলেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসক।
49. রাস্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কতদিন?
উত্তর: রাস্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ 6 সপ্তাহ।
50. অর্ডিন্যান্স কথার অর্থ কি?
উত্তর: অর্ডিন্যান্সের অর্থ হল বিশেষ আদেশ।