ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর || Prime Minister Of India Answers Question PDF
ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর - Prime Minister Of India Answers Question PDF
1. প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হয়?
উত্তর: লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন।
2. ভারতের শাসন বিভাগের কে হলেন প্রকৃত প্রধান?
উত্তর: প্রধানমন্ত্রী হলেন ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান।
3. প্রধানমন্ত্রীকে কে শপথবাক্য পাঠ করান?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
4. কোন কোন পদাধিকারী ব্যক্তিদের নিয়োগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন?
উত্তর: ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন, অর্থ কমিশন ও UPSC- এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন।
5. প্রধানমন্ত্রী কোথায় দায়বদ্ধ থাকেন?
উত্তর: প্রধানমন্ত্রী লোকসভার কাছে দায়বদ্ধ থাকে।
6. প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: মোরারজী দেসাই ছিলেন প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী।
7. প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স হল 25 বছর।
8. প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত?
উত্তর: প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ সাধারণত 5 বছর হলেও উনার কার্যকাল ততদিন যতদিন তিনি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা ভোগ করেন।
9. প্রধানমন্ত্রী সংসদের কোন কক্ষের (রাজ্যসভা/ লোকসভা) সদস্য হন?
উত্তর: প্রধানমন্ত্রী সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে পারেন।
10. সংসদ সদস্য না হয়েও কি প্রধানমন্ত্রী হওয়া যায়?
উত্তর: কোন কক্ষের সদস্য নয় এমন ব্যক্তি ও প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারেন তবে তাকে নিযুক্তির 6 মাসের মধ্যে যে কোন কক্ষে সদস্য পদ গ্রহণ করতে হয়।
11. ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে কে দপ্তর বন্টন করেন?
উত্তর: প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন।
12. ক্যাবিনেটেকে সভাপতিত্ব করেন?
উত্তর: প্রধানমন্ত্রী ক্যাবিনেটে সভাপতিত্ব করেন।
13. প্রধানমন্ত্রী সংসদ কে কিভাবে নিয়ন্ত্রণ করেন?
উত্তর: প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন গুলিকে আহব্বান বা স্থগিত করেন।
14. প্রধানমন্ত্রী কোন কোন সংস্থার সভাপতি?
উত্তর: পদাধিকারবলে প্রধানমন্ত্রী হলেন নীতি আয়োগ, জাতীয় উন্নয়ন পর্ষদ, জাতীয় সংহতি পর্ষদ ও আন্তঃরাজ্য পর্ষদ প্রভৃতি সংস্থার সভাপতি।
15. প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন?
উত্তর: মোরারজী দেসাই ছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন।
16. দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: রাজীব গান্ধী ছিলেন দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী।
17. কোন কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার আগে অর্থমন্ত্রী ছিলেন?
উত্তর: মনমোহন সিং ও বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হওয়ার আগে অর্থমন্ত্রী ছিলেন।
18. প্রথম কোন দক্ষিণ ভারতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: নরসিমা রাও ছিলেন প্রথম দক্ষিণ ভারতের প্রধানমন্ত্রী।
19. প্রথম কোন প্রধানমন্ত্রী কে অনাস্থার প্রস্তাবে বহিস্কৃত করা হয়?
উত্তর: প্রধানমন্ত্রী ভি. পি. সিং কে প্রথম অনাস্থার প্রস্তাবে বহিস্কৃত করা হয়।
20. কোন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন?
উত্তর: ইন্দ্র কুমার গুজরাল প্রধানমন্ত্রী হওয়ার আগে বিদেশ মন্ত্রী ছিলেন।
21. 1975 সালের জরুরি অবস্থা কালীন দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ইন্দিরা গান্ধী ছিলেন 1975 সালের জরুরি অবস্থা কালীন দেশের প্রধানমন্ত্রী।
22. সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: অটল বিহারী বাজপেয়ী ছিলেন সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রী (মাত্র 13 দিন)।
23. প্রধানমন্ত্রী তার পদে কতদিন বাহাল থাকেন?
উত্তর: যতদিন তিনি সংসদের আস্থা ভোগ করেন ততদিন তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকেন।
24. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: পন্ডিত জহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
25. সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: জহরলাল নেহেরু ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী।
26. কে ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন?
উত্তর: গুলজারিলাল নন্দ ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন।
27. ভারতের কোন প্রধানমন্ত্রী বিদেশ সফরে মারা যান?
উত্তর: প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বিদেশ সফরে মারা যান।
28. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী।
29. প্রথম কোন অকংগ্রেসী প্রধানমন্ত্রী তাঁর মেয়াদ পূর্ণ করেন?
উত্তর: প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী তাঁর মেয়াদ পূর্ণ করেন।
30. বর্তমান ভারতের প্রধানমন্ত্রী কে হন?
উত্তর: নরেন্দ্র মোদি হলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী (2014 থেকে)।
31. কোন প্রধানমন্ত্রী লোকসভায় অংশগ্রহণ করেননি?
উত্তর: প্রধানমন্ত্রী চরণ সিং লোক সভায় অংশগ্রহণ করেনি।
32. প্রথম কোন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়?
উত্তর: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রথম হত্যা করা হয়।
33. রাজ্যসভার সদস্য থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন কোন কোন প্রধানমন্ত্রী?
উত্তর: ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং রাজ্যসভার সদস্য থেকে প্রধানমন্ত্রী ছিলেন।
34. দেশের প্রবীণতম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: মোরারজী দেসাই ছিলেন দেশের প্রবীণতম প্রধানমন্ত্রী।
35. নরেন্দ্র মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী?
উত্তর: নরেন্দ্র মোদির হলেন ভারতের 14 তম প্রধানমন্ত্রী।