Ads Area


ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - Some Important Questions Of Geography

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - Some Important Questions Of Geography


ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - Some Important Questions Of Geography


ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - Some Important Questions Of Geography- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।



ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - Some Important Questions Of Geography



1. কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে?
উঃ- ওয়ারেন হেস্টিংস।

2. শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত?
উঃ- দুধে উৎপাদন

3. ‘ সবুজ বিপ্লব ‘ কথাটি সর্বপ্রথম ব্যবহার কে করেন?
উঃ- William S.Gaud (1968)।

4. সবথেকে গরম গ্রহ হল-
উঃ- শুক্র

5. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উঃ- প্রশান্ত মহাসাগর।

6. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কি?
উঃ-  বুধ।

7. সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত?
উঃ-  মঙ্গল।

8. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উঃ- গোদাবরী

9. পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে আছে ?
উঃ- ৬৬.৫ ডিগ্রি (সাড়ে ৬৬°)

10. কোন শিল্পকে ' শিল্প দানব' বলা হয় ?
উঃ- পেট্রো – রসায়ন শিল্পকে।

11. 'রেগুর' কাকে বলা হয় ?
উঃ- কৃষ্ণ মৃত্তিকাকে

12. সুন্দরবন হল _______ অরণ্য.
উঃ- ম্যানগ্রোভ।

13. হিমালয় কোন প্রকারের পর্বত?
উঃ- ভঙ্গিল পর্বত।

14. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন?
উঃ-  রাকেশ শর্মা।

15.  বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
উঃ-  নাইট্রোজেন।

16. অস্ট্রিয়ার রাজধানীর নাম কি
উঃ- ভিয়েনা।

17. গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য?
উঃ- পাঞ্জাব।

18. কুচিপুড়ি নৃত্যনাট্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
উঃ-  অন্ধ্রপ্রদেশ।

19. পরিবেশ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?
উঃ-  5 জুন।

20. ভারতের কোন শহরকে গোলাপি নগর বলা হয়?
উঃ-  জয়পুর।

21. ভারতের দীর্ঘতম হিমবাহ কি?
উঃ-  সিয়াচেন।

22. উৎপত্তি অনুসারে শিলা কে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ- ৩ ভাগে

23. "প্রশান্ত মহাসাগর দ্বার" কাকে বলা হয় ?
উঃ- পানামা খাল

24. পৃথিবীর সবথেকে বড় জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
উঃ- ভেনেজুয়েলাতে

25. ভারতের কোন কোন রাজ্য পেট্রোলিয়াম এর মূল কেন্দ্র ?
উঃ- গুজরাট এবং মহারাষ্ট্র

26. খনিজ তেল ভারতের কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল ?
উঃ- ডিগবয়

27. অজন্তা গুহা কোথায় অবস্থিত ?
উঃ- মহারাষ্ট্র।

28. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায়?
উঃ- ক্রান্তীয় মৌসুমী।

29. ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী?
উঃ- ক্লোরোফ্লোরো কার্বন (CFC)।

30. চা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?
উঃ-  প্রথম।

31. গম উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে ?
উঃ-  দ্বিতীয় তম

32. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?
উঃ- ৭৬ বছর।

33. আখ উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ?
উঃ- ব্রাজিল

34. কোন শস্য চাষে প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন হয় ?
উঃ- পাট

35. সাহারা মরুভূমি কোথায় অবস্থিত ?
উঃ- উত্তর আফ্রিকা

36. ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ?
উঃ- সিয়াচেন

37. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ?
উঃ- গডউইন অস্টিন

38. সান্দাকাফু শৃঙ্গের উচ্চতা কত ? 
উঃ- ৩,৬৩৬

39. ভারতের একটি রবি ফসলের নাম হল-
উঃ- গম

40. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উঃ- সপ্তম


ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন PDF ডাউনলোড





File Details:
File Name- ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
File Format- pdf
Quality- High
File Size- 338 KB
File page- 4
File Location- Google Drive


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area