ইতিহাসে স্বাক্ষরিত বিভিন্ন সন্ধি ও চুক্তি || Treaties And Agreements Signed In History PDF
ইতিহাসে স্বাক্ষরিত বিভিন্ন সন্ধি ও চুক্তি - Treaties And Agreements Signed In History PDF: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায়
WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের
কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে
প্রতিযোগিতা
মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ইতিহাসে স্বাক্ষরিত বিভিন্ন সন্ধি ও চুক্তি
1. পুরন্দরের সন্ধি: 1665 → শিবাজী ও মুঘলদের মধ্যে
2. আলিনগরের সন্ধি: 1757 → ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ-উদ-দৌল্লার মধ্যে
3. সুরাটের সন্ধি: 1775 → ইংরেজ ও মারাঠা
4. সলবাই চুক্তি: 1782 → ইংরেজ ও মারাঠা
5. ম্যাঙ্গালোরের সন্ধি: 1784 → ইংরেজ ও টিপু সুলতান
6. ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়: 1787 → মারাঠা,নিজাম ও ইংরেজদের মধ্যে
7. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি: 1792 → ইংরেজ ও টিপু সুলতান
8. বেসিনের সন্ধি: 1802 → পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে
9. সগৌলির সন্ধি: 1816 → নেপাল ও ইংরেজ
10. ইয়ান্দাবুরের সন্ধি: 1826 → ইংরেজ ও ব্রহ্মরাজের মধ্যে
11. লাহোর চুক্তি: 1846 → ইংরেজ ও শিখ
12. গন্ডমার্কের সন্ধি: 1879 → লর্ড লিটন ও ইয়াকুব খাঁ এর মধ্যে
13. রাওয়ালপিন্ডির সন্ধি: 1919 → আফগান ও ইংরেজ
14. গান্ধী আরউইন চুক্তি: 1931 → গান্ধীজি ও আরউইন এর মধ্যে
15. পুনা সন্ধি: 1932 → বি. আর. আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে
বিদেশি চুক্তি
1. প্রথম ভার্সাই সন্ধি: 1780 → যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
2. দ্বিতীয় ভার্সাই সন্ধি: 1919 → প্রথম বিশ্বযুদ্ধের মিত্রসক্তি ও জার্মানি
3. আটলান্টিক সন্ধি: 1941 → যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
4. প্যারিস চুক্তি: 1814 → ফ্রান্স ও ব্রিটেন
5. নানকিং চুক্তি: 1842 → ব্রিটেন ও চীন
6. তাসখন্দ চুক্তি: 1966 → ভারত ও পাকিস্থান
7. সিমলা চুক্তি: 1972 → ভারত ও পাকিস্থান
8. প্যারিস শান্তি চুক্তি: 1973 → যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম
9. জেনেভা চুক্তি: 1954 → ভিয়েতনাম ও ফ্রান্স
10. নাফটা চুক্তি: 1993 → যুক্তরাষ্ট্র ও কানাডা
ইতিহাসে স্বাক্ষরিত বিভিন্ন সন্ধি ও চুক্তি তালিকা PDF ডাউনলোড
আরো পড়ুন-
File Details:
File Name- jibikadisari.com-ইতিহাসে স্বাক্ষরিত বিভিন্ন সন্ধি ও চুক্তি
File Format- pdf
Quality- High
File Size- 364 KB
File page- 2
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।