WB DM Office Group-C Recruitment: পশ্চিমবঙ্গের জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিস অর্থাৎ ডিএম অফিসের Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। ইতিমধ্যেই এই কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের ওয়ানস্টপ সেন্টারে। এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
WB DM Office Group-C Recruitment - ডিএম অফিস কর্মী নিয়োগ
WB DM Office Group-C Recruitment 2022 WB DM Vacancies 2022 Jibikadisari.com চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
|
|
আবেদন ফি
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি
প্রদান করুন]
|
|
বয়স সীমা (01-01-2022 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] |
|
যোগ্যতা এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোন বিষয়ে শুধু মাত্র গ্রাজুয়েশন পাস হতে হবে। পোস্ট গ্রাজুয়েশন পাশ করলেন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়াও চাকরিপ্রার্থীদের এখানে কম্পিউটার যোগ্যতা থাকতে হবে।
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
WB DM Office Group-C Recruitment |
অফিশিয়াল নোটিফিকেশন দেখুন |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
আবেদনের লিঙ্ক |
|
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
WB DM Office Group-C পরীক্ষার বয়স সীমা (01/01/2022 অনুযায়ী)
- কেস ওয়ার্কার পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 35 বছরের কম এবং সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 45 বছরের কম।
WB DM Office Group-C বেতন (প্রতি মাসে)
- সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর পদে চাকরি করলে প্রতি মাসে 30 হাজার টাকা করে বেতন দেওয়া হবে। কেস ওয়ার্কার পদে চাকরি করলে প্রতি মাসে 15000 টাকা করে বেতন দেওয়া হবে।
WB DM Office Group-C নির্বাচন প্রক্রিয়া
- এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এর উপর 30 নম্বর দেওয়া হবে। কম্পিউটার টেস্ট এর উপর দেওয়া হবে 15 নাম্বার ও ইন্টারভিউ এর উপর দেওয়া হবে 5 নাম্বার।
WB DM Office Group-C পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
- এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এর উপর 30 নম্বর দেওয়া হবে। কম্পিউটার টেস্ট এর উপর দেওয়া হবে 15 নাম্বার ও ইন্টারভিউ এর উপর দেওয়া হবে 5 নাম্বার।
WB DM Office Group-C চাকরির জন্য অনলাইনে ইমেইলে কিভাবে আবেদন করবেন?
[বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]