Ads Area


প্রাণী হরমোন প্রশ্ন উত্তর PDF - Animal Hormone Question Answers PDF

প্রাণী হরমোন প্রশ্ন উত্তর PDF - Animal Hormone Question Answers PDF



প্রাণী হরমোন প্রশ্ন উত্তর PDF - Animal Hormone Question Answers PDF


প্রাণী হরমোন প্রশ্ন উত্তর PDF - Animal Hormone Question Answers PDF: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

প্রাণী হরমোন প্রশ্ন উত্তর PDF - Animal Hormone Question Answers PDF




1. GH-এর পুরো কথা কী?
উ: গ্রোথ হরমোন

2. অগ্ন্যাশয়ের মধ্যে কোন অনাল গ্রন্থি অবস্থিত?
উ: আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স

3. মানবদেহের একটি মিশ্র গ্রন্থির নাম কী?
উ: অগ্ন্যাশয়

4. কী রকম কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত?
উ: গ্রন্থীময় আবরণী কলা

5. গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত?
উ: থাইরয়েড

6. টিট্যানি রোগ কেন হয়?
উ: রক্তে প্যারাথ হরমোনের পরিমান কমে গেলে

7. HRF-এর পুরো কথা কী?
উ: হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর

8. আয়োডিন কোন হরমোনের উপাদান?
উ: থাইরক্সিন

9. কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয়?
উ: ADH বা অ্যান্টি ডাই-ইউরেটিক হরমোন

10. কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?
উ: ইনসুলিন

11. কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়?
উ: থাইরক্সিন

12. কোন হরমোনের অভাবে  বামনত্ব রোগ হয়?
উ: STH বা সোমাটোট্রফিক হরমোন

13. কোন হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয়?
উ: STH

14. কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে?
উ: TSH

15. একটি পুং-যৌন হরমোনের নাম কী?
উ: টেস্টোস্টেরন

16. ICSH-এর পুরো কথা কী?
উ: ইন্টারস্টিসিয়াল সেল স্টিম্যুলেটিং হরমোন

17. FSH-এর পুরো কথা কী?
উ: ফলিকল স্টিম্যুলেটিং হরমোন

18. LH-এর পুরো কথা কী?
উ: লিউটিনাইজিং হরমোন

19. LTH-এর পুরো নাম কী?
উ: লিউটোট্রফিক হরমোন

20. কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমান বেড়ে যায়?
উ: ইনসুলিন

21. কোন হরমোন হৃদ্গতি বাড়িয়ে দেয়?
উ: অ্যাড্রিনালিন

22. কোন হরমোন BMR বাড়িয়ে দেয়?
উ: থাইরক্সিন

23. ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি?
উ: গ্লুকাগন

24. কোন হরমোনের অধিক ক্ষরণে গয়টার বা গলগন্ডরোগ হয়?
উ: থাইরক্সিন

25. একটি হরমোনের নাম করো যা অ্যাডরিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে?
উ: ACTH

26. অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন কোনটি?
উ: নর-অ্যাড্রিনালিন

27. পিটুইটারি গ্রন্থির ওজন কত?
উ: ০.৫ গ্রাম

28. দুগ্ধক্ষরণে কোন হরমোন সাহায্য করে?
উ: প্রোল্যাকটিন

29. দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম কী?
উ: ইস্ট্রোজেন ও প্রজেস্টেরোন

30. দেহের সর্বত্র পাওয়া যায় এমন একটি হরমোনের নাম কী?
উ: প্রোস্টাগ্ল্যানডিন

31. পৌষ্টিকনালি থেকে নিঃসৃত হয় এরূপ কয়েকটি হরমোনের নাম কী?
উ: গ্যাসট্রিন ,সিক্রিটিন,প্যানক্রিওজাইমিন ও কোলেসিস্টোকাইনিন

32. অগ্ন্যাশয় ছাড়া অপর মিশ্র গ্রন্থীটির নাম কী?
উ: শুক্রাশয়

33. পিটুইটারির ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অনাল গ্রথির নাম কী?
উ: প্যারাথাইরয়েড,অগ্ন্যাশয়,অ্যাড্রিনাল মেডালা

34. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় ও শুক্রাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে?
উ: গোনাডোট্রফিক হরমোন

35. লক্ষ্য অঙ্গ(Target Organ) কী?
উ: হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গ বলে

36. পিটুইটারির কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে?
উ: STH এবং GH

37. কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে?
উ: ইনসুলিনকে

38. কোন হরমোন গ্লাইকোজেনেসিসে সহায়তা করে?
উ: ইনসুলিন

39. কোন হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সহায়তা করে?
উ: গ্লুকাগন

40. ইস্ট্রোজেন ক্ষরণের উত্স কী?
উ: ডিম্বাশয়ের পরিনত ডিম্বথলি

41. পিটুইটারির অপর নাম কী?
উ: হাইপোফাইসিস

42. বৃক্ক থেকে নিঃসৃত হয় এমন দুটি হরমোনের নাম কী?
উ: রেনিন ও এরিথ্রোপয়োটিন

43. প্রজেস্টেরোন হরমোন ক্ষরণের উৎস কী?
উ: করোপাস লুটিয়াম

44. ট্রফিক হরমোন কাকে বলে?
উ: যে হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন নিঃসরণে সাহায্য করে

45. লোকাল বা স্থানীয় হরমোন কাকে বলে?
উ: যে হরমোন উত্সস্থলে ক্রিয়া করে

46. অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত?
উ: বৃক্কের উপর

47. পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মুখ্য গ্রন্থি বলা হয় কেন?
উ: পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন গুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে

48. অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?
উ: অগ্ন্যাশয় সনাল ও অনাল উভয় রকম গ্রন্থির সমন্বয়ে গঠিত বলে

49. MSH-এর পুরো কথা কী?
উ: মেলানোসাইট স্টিম্যুলেটিং হরমোন

50. গোনাড কী?
উ: পুরুষের শুক্রাশয় ও স্ত্রীর ডিম্বাশয়কে একত্রে গোনাড বলা হয়

51. পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত?
উ: মানুষের মস্তিস্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্টে

52. প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়কারী কে?
উ: হরমোন

53. মানবদেহের একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও,যেটি মস্তিষ্কে অবস্থিত?
উ: পিটুইটারি



প্রাণী হরমোন প্রশ্নোত্তর PDF ডাউনলোড


File Details:
File Name- jibikadisari.com-প্রাণী হরমোন প্রশ্ন উত্তর PDF
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 6
File Location- Google Drive



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area