রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাসের চরিত্র - Characters Novels Of Rabindranath Tagore: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায়
WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের
কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে
প্রতিযোগিতা
মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাসের চরিত্র - Characters Novels Of Rabindranath Tagore
উপন্যাসের নাম - চরিত্র
1. বউঠাকুরাণীর হাট - প্রতাপাদিত্য, রাজা বসন্তরায়, উদয়াদিত্য, সুরমা, রামচন্দ্র রায়, রমাই, সীতারাম, ভাগবত
2. রাজর্ষি - গোবিন্দমাণিক্য, নক্ষত্র রায়, রঘুপতি, জয়সিংহ, বিল্বন, ধ্রুব, হাসি
3. চোখের বালি - মহেন্দ্র, আশা, বিনোদিনী, বিহারী, রাজলক্ষ্মী
4. নৌকাডুবি - রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ, অন্নদাবাবু, সুশীলা, ক্ষেমঙ্করী
5. গোরা - গোরা, সুচরিতা, বিনয়, ললিতা, আনন্দময়ী, পরেশচন্দ্র, হারানবাবু, কৃষ্ণদয়াল, বরদাসুন্দরী, হরিমোহিনী, সতীশ, মহিম, লক্ষ্মীমণি, অবিনাশ
6. চতুরঙ্গ - জগমোহন, শচীশ, দামিনী, শ্রীবিলাস, লীলানন্দ স্বামী, ননীবালা
7. ঘরে-বাইরে - নিখিলেশ, বিমলা, সন্দীপ, চন্দ্রনাথ, মেজরাণী
8. যোগাযোগ - মধুসূদন, কুমুদিনী, বিপ্রদাস, নবীন, মোতির মা, শ্যামা
9. শেষের কবিতা - অমিত, লাবণ্য, শোভনলাল, কেতকী, যোগমায়া, যতীন, নরেন মিত্র, বিমি বোস, লিলি গাঙ্গুলি, কুমার মুখুজ্জে
10. দুইবোন - শর্মিলা, উর্মিমালা, শশাঙ্ক
11. মালঞ্চ - আদিত্য, নীরজা, সরলা
12. চার অধ্যায় - অতীন্দ্র, এলা, ইন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাসের চরিত্র তালিকা PDF ডাউনলোড
আরো পড়ুন-
File Details:
File Name- রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাসের চরিত্র
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 4
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।