Bureau of Indian Standards Recruitment 2022 - ভারত সরকার অনুমোদিত ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) র কনজিউমার অ্যাফেয়ার্স দফতরে কর্মী নিয়োগ
Bureau of Indian Standards Recruitment 2022 - ভারত সরকার অনুমোদিত ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) র কনজিউমার অ্যাফেয়ার্স দফতরে কর্মী নিয়োগ: ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) -এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) পদে নিয়োগ এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Bureau of Indian Standards Recruitment 2022
পদের নাম:
গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য আবেদন কারীকে স্নাতকোত্তর ডিগ্রি বা EEC/ FCT/MCM তে B.E, B.Tech পাশ যোগ্যতা লাগবে। সঙ্গে ম্যানেজমেন্টে দুই বছরের পিজি ডিপ্লমো পাশ করতে হবে। পাশাপাশি যারা M.Phil, M.Tech, M.S, Ph.D পাশ করেছেন তারাও অগ্রাধিকার পেয়ে যাবেন।
শূন্যপদ সংখ্যা:
বিজ্ঞপ্তি সবমিলিয়ে মোট ১০০টি শূনপদে কর্মী নিয়োগের কথা উল্লেখ্য করেছে। প্রয়োজন প্রত্যেক কাস্ট অনুযায়ী শূনপদ অফিসিয়াল নোটিশ থেকে জেনে নিতে পারেন।
প্রার্থী বাছাই পদ্ধতি:
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
আবেদন করা যাবে অনলাইনে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করুন ও পরবর্তী ধাপ বুঝে নিয়ে Stef By Stef আবেদন করে জমা করে দিন।
আবেদন শেষ: ২৬ আগস্ট ২০২২।
আবেদন ফি: দিতে হবে না।
বয়সসীমা:
আবেদন কারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হলে আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে।
বেতন:
প্রতি মাসে শুরুতেই ৫০ হাজার টাকা দেওয়া হবে।
অফিসিয়াল নোটিশ- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
সমস্ত চাকরির খবরা খবর পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন- এখানে ক্লিক করুন