FCI Recruitment 2022 Apply Online: ফুড ইন্সপেক্টর ফুড অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদ এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। FCI Recruitment 2022 Apply Online এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
FCI Recruitment 2022 Apply Online - চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যের খাদ্য দপ্তরে 5800 শূন্যপদে কর্মী নিয়োগ
FCI Recruitment 2021 FCI Vacancies 2021 Jibikadisari.com চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
|
|
আবেদন ফি
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি
প্রদান করুন]
|
|
বয়স সীমা (01-01-2021 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] |
|
যোগ্যতা যেকোন শাখা থেকে মাধ্যমিক ওউচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
ফুড ইন্সপেক্টর, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট |
5800 |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
আবেদনের লিঙ্ক |
|
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
FCI পরীক্ষার বয়স সীমা (01/01/2022 অনুযায়ী)
- সাধারণ (General) প্রার্থী: 21 থেকে 40 বছর
- ওবিসি (OBC) প্রার্থী: 21 থেকে 45 বছর
- এসসি/এসটি (SC/ST ) প্রার্থী: 21 থেকে 43 বছর
FCI পরীক্ষার আবেদন ফি
- সাধারণ (আন-রিজার্ভ): 100/-
- এসসি/এসটি: 50/
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন]
FCI বেতন (প্রতি মাসে)
- মূল বেতন: 32,100/-
- HRA: 3852/-
- ডিএ: 963/-
- মেডিকেল: 500/-
FCI নির্বাচন প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা
- ব্যক্তিত্ব পরীক্ষা
- ডকুমেন্ট ভেরিফিকেশন
FCI পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শুরুর তারিখ: শীঘ্রই শুরু হবে
- পরীক্ষার তারিখ: পরে আপডেট
- প্রবেশপত্র ডাউনলোডের তারিখ: পরীক্ষার তারিখের 10 দিন আগে।
FCI চাকরির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইট FCI পোর্টাল দেখুন।
- নিয়োগ বিভাগে যান এবং FCI Recruitment লিঙ্কে ক্লিক করুন।
- আপনার ইমেইল এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন।
- এখন সাবধানে আবেদন ফর্ম পূরণ করুন।
- প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন [জন্ম তারিখ/পরিচয়/যোগ্যতা/জাতিগত প্রমাণ/ছবি/মোবাইল নং ইত্যাদি]।
- আবেদনের শেষ তারিখের আগে অনলাইনে/অফলাইনে আবেদন ফি জমা করুন।
- অবশেষে আপনি এই অ্যাপ্লিকেশনটির একটি হার্ড কপি ডাউনলোড এবং প্রিন্টআউট নিতে সক্ষম হবেন।
FCI পরীক্ষার এডমিট প্রকাশের তারিখ
- FCI পরীক্ষার এডমিট পরীক্ষার 10-15 দিন আগে পাওয়া যাবে।
- প্রার্থীরা FCI পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের এডমিট ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের ঠিকানায় কোনো এডমিট পাঠানো হবে না।
- অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রার্থীদের জন্ম তারিখ এবং সঠিক নিবন্ধন আইডি ব্যবহার করতে হবে।
- পরীক্ষার হলে অবশ্যই এডমিট নিয়ে প্রবেশ করতে হবে
[বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]