পশ্চিমবঙ্গের সেতুর তালিকা | List Of Bridges in West Bengal PDF
পশ্চিমবঙ্গের সেতুর তালিকা - List Of Bridges in West Bengal PDF Download: এই টপিকটি থেকে প্রায়
সমস্ত রকম
প্রতিযোগিতা
মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই
প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি
ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে
প্রতিযোগিতা
মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
পশ্চিমবঙ্গের সেতুর তালিকা - List Of Bridges in West Bengal PDF
পশ্চিমবঙ্গের সেতুর তালিকা |
---|
সেতুর নাম | দৈর্ঘ্য | নদীর উপর | অবস্থান |
---|---|---|---|
জয়ী সেতু | 2709 মি. | তিস্তা | মেখলিগঞ্জ-হলদিবাড়ি |
ফারাক্কা সেতু | 2304 মি. | গঙ্গা | ফারাক্কা |
রবীন্দ্র সেতু | 705 মি. | হুগলী | হাওড়া-কলকাতা |
বিদ্যাসাগর সেতু | 823 মি. | হুগলী | হাওড়া-কলকাতা |
বিবেকানন্দ সেতু | 902 মি. | হুগলী | বালি-দক্ষিণেশ্বর |
নিবেদিতা ব্রিজ | 880 মি. | হুগলী | হাওড়া-কলকাতা |
ঈশ্বরগুপ্ত সেতু | 1056 মি. | হুগলী | বাঁশবেড়িয়া-কল্যাণী |
জঙ্গলকন্যা সেতু | 1472 মি. | সুবর্ণরেখা | নয়াগ্রাম |
সম্প্রীতি ব্রিজ | 417 মি. | হুগলী | গরিফা-হুগলীঘাট |
করোনেশন সেতু | --- | তিস্তা | দার্জিলিং-কালিম্পং |
জুবিলি ব্রিজ | --- | হুগলী | নৈহাটি-ব্যান্ডেল |
মাতলা ব্রিজ | 644 মি. | মাতলা | ক্যানিং-বাসন্তী |
মাতঙ্গিনী সেতু | --- | হলদি | নরঘাট |
দুর্গাপুর ব্যারেজ | 692 মি. | দামোদর | দুর্গাপুর |
পশ্চিমবঙ্গের সেতুর প্রশ্ন ও উত্তর নমুনা
1. পশ্চিমবঙ্গের দৈর্ঘ্যতম সেতু কোনটি?
উত্তর- জয়ী সেতু।
2. বিদ্যাসাগর সেতু কোথায় অবস্থান?
উত্তর- হাওড়া-কলকাতা।
3. পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি?
উত্তর- রবীন্দ্র সেতু।
পশ্চিমবঙ্গের সেতুর তালিকা PDF
ডাউনলোড
আরো পড়ুন-
File Details:
File Name- পশ্চিমবঙ্গের সেতুর তালিকা
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 3
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।