Swasthya Sathi Card Status Check Online West Bengal - স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন 2022 - স্বাস্থ্য সাথী কার্ডের URN কিভাবে চেক করবেন?
Swasthya Sathi Card Status Check Online West Bengal - স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন 2022 - স্বাস্থ্য সাথী কার্ডের URN কিভাবে চেক করবেন?: 2016 সালের 30 শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন স্বাস্থ্য সাথী প্রকল্পের। রাজ্যের সকল সাধারণ মানুষের চিকিৎসার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিজস্ব মেডিক্লেম পলিসি স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা খাতে ন্যূনতম পরিবার প্রতি 5 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা দেওয়া।
Swasthya Sathi Card Status Check Online West Bengal - স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন 2022 - স্বাস্থ্য সাথী কার্ডের URN কিভাবে চেক করবেন?
Swasthya Sathi Card- স্বাস্থ্য সাথী কার্ড |
---|
প্রদানকারী কর্তৃপক্ষ | পশ্চিমবঙ্গ সরকার |
প্রকল্পের নাম | স্বাস্থ্য সাথী প্রকল্প |
ঘোষণার তারিখ | 17 ই ফেব্রুয়ারী 2016 |
প্রকল্প চালুর তারিখ | 30 শে ডিসেম্বর 2016 |
প্রকল্প চালু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রকল্পের সুবিধা ভোগ করতে হলে | থাকতে হবে স্বাস্থ্য সাথী কার্ড |
সুবিধা পাবেন | পশ্চিমবঙ্গের নাগরিকরা |
সুরক্ষা পাবেন | 5 লক্ষ টাকা/ পরিবার প্রতি |
অফিসিয়াল ওয়েবসাইট | www.swasthyasathi.gov.in |
এই প্রকল্পের সুবিধা লাভ করতে হলে রাজ্যের সাধারণ মানুষের কাছে থাকতেই হবে স্বাস্থ্য সাথী কার্ড। এরপর এই কার্ডের দ্বারা নিজের চিকিৎসা করাতে হলে আপনাকে ভর্তি হতে হবে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় থাকা হাসপাতাল বা নার্সিংহোমে।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে সঠিক নিয়মাবলী অবলম্বনের মাধ্যমে সরকারের কাছে আবেদন করলেই পাওয়া যাবে স্বাস্থ্য সাথী কার্ড। অনেকেই সরকারের নিয়মাবলী অবলম্বন করে ইতিমধ্যেই এই কার্ডের জন্য আবেদন করেছেন। তবে অনেকেই তাদের স্বাস্থ্য সাথী কার্ডে নাম উঠেছে কিনা তা নিয়ে জানতে চান। সুতারাং, আসুন দেখে নেওয়া যাক কিভাবে অতি সহজেই আমরা স্বাস্থ্য সাথী কার্ড এ নাম চেক করতে পারবো-