Ads Area


দাদাসাহেব ফালকে পুরস্কার PDF | Dada Saheb Phalke Award List

দাদাসাহেব ফালকে পুরস্কার PDF - Dada Saheb Phalke Award List

দাদাসাহেব ফালকে পুরস্কার PDF - Dada Saheb Phalke Award List: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

দাদাসাহেব ফালকে পুরস্কার PDF - Dada Saheb Phalke Award List

দাদাসাহেব ফালকে পুরস্কার
সাল পুরস্কার প্রাপক
১৯৬৯ দেবিকা রাণী
১৯৭০ বীরেন্দ্রনাথ সরকার
১৯৭১ পৃথ্বীরাজ কাপুর
১৯৭২ পঙ্কজ কুমার মল্লিক
১৯৭৩ রুবি মায়ের্স
১৯৭৪ বি. এন. রেড্ডি
১৯৭৫ ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি
১৯৭৬ কানন দেবী
১৯৭৭ নীতিন বোস
১৯৭৮ রাইচাঁদ বোড়াল
১৯৭৯ সোহরাব মোদী
১৯৮০ পাইদি জয়রাজ
১৯৮১ নৌসাদ
১৯৮২ এল. ভি. প্রসাদ
১৯৮৩ দূর্গা খোটে
১৯৮৪ সত্যজিৎ রায়
১৯৮৫ ভি. শান্তারাম
১৯৮৬ বি. নাগি রেড্ডি
১৯৮৭ রাজ কাপুর
১৯৮৮ অশোক কুমার
১৯৮৯ লতা মঙ্গেশকর
১৯৯০ আক্কিনেনি নাগেশ্বর রাও
১৯৯১ ভালজি পেনধারকর
১৯৯২ ভূপেন হাজারিকা
১৯৯৩ মাজরূহ সুলতানপুরী
১৯৯৪ দিলীপ কুমার
১৯৯৫ রাজকুমার
১৯৯৬ শিবাজী গণেশান
১৯৯৭ কবি প্রদীপ
১৯৯৮ বি. আর চোপড়া
১৯৯৯ হৃষিকেশ মূখার্জি
২০০০ আশা ভোসলে
২০০১ যশ চোপড়া
২০০২ দেব আনন্দ
২০০৩ মৃনাল সেন
২০০৪ অদূর গোপালকৃষ্ণণ
২০০৫ শ্যাম বেনেগাল
২০০৬ তপন সিনহা
২০০৭ মান্না দে
২০০৮ ভি. কে. মূর্তি
২০০৯ ডি. রামানাইডু
২০১০ কে. বালাচানদের
২০১১ সৌমিত্র চ্যাটার্জি
২০১২ প্রাণ
২০১৩ গুলজার
২০১৪ শশী কাপুর
২০১৫ মনোজ কুমার
২০১৬ কে. বিশ্বনাথ
২০১৭ বিনোদ খান্না
২০১৮ অমিতাভ বচ্চন
২০১৯ রজনীকান্ত

দাদাসাহেব ফালকে পুরস্কার তালিকা প্রশ্ন ও উত্তর নমুনা


উত্তর- দেবিকা রাণী।

2. দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় ?
উত্তর- চলচ্চিত্র।

3. দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করেন -
উত্তর- দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসব অধিদপ্তর নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে।

4. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?
উত্তর- দাদাসাহেব ফালকে।

5. দাদাসাহেব ফালকে পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয় ? 
উত্তর- 1969 সাল থেকে।

6. 51তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কে ?
উত্তর- দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত।

7. দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় ?
উত্তর- চলচ্চিত্র।

দাদাসাহেব ফালকে পুরস্কার তালিকা PDF ডাউনলোড


File Details:
File Name- jibikadisari.com- দাদাসাহেব ফালকে পুরস্কার
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 5
File Location- Google Drive


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area