India Soil Question Answers PDF | ভারতের মৃত্তিকা প্রশ্ন উত্তর PDF- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। India Soil Question Answers PDF | ভারতের মৃত্তিকা প্রশ্ন উত্তর PDF যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
India Soil Question Answers PDF | ভারতের মৃত্তিকা প্রশ্ন উত্তর PDF
1. তুলা চাষের উপযোগী মৃত্তিকা কোনটি?
উত্তর- কৃষ্ণ মৃত্তিকা
2. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি?
উত্তর- ভাবর
3. ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত?
উত্তর- দেরাদুন
4. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত?
উত্তর- রেগুর
5. মাটির রং লাল বর্ণ হয় কোন কারণে?
উত্তর- মাটিতে লোহার পরিমাণ বেশি থাকলে
6. সবচেয়ে উর্বর মৃত্তিকা কোনটি?
উত্তর- নদীবাহিত পলিমাটি
7. ভারতের সর্বাধিক ইক্ষু উৎপন্ন হয় কোন মৃত্তিকায়?
উত্তর- ভাবর
8. পুরাতন পলির অপর নাম কি?
উত্তর- ভাঙর
9. সিরজেম কি?
উত্তর- মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম
10. জৈব পদার্থ বা হিউমাস মিশ্রিত সরলবর্গীয় অঞ্চলের মৃত্তিকাকে কি বলে?
উত্তর- পডসল
11. ভারতে কোন মাটির পরিমাণ সর্বাধিক বেশি?
উত্তর- পলি মাটি
12. ব্যাসল্ট শিলা যুক্ত মাটির রং কেমন হয়?
উত্তর- কালো
13. নবীন পলিমাটি কি নামে পরিচিত?
উত্তর- খাদার নামে পরিচিত
14. ভারতে সবচেয়ে ভালো কার্পাস চাষ হয় কোন মাটিতে?
উত্তর- কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা
15. মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়?
উত্তর- পেডোলজি
16. যে মৃত্তিকায় বালি ও কাদের ভাগ সমান সমান তাকে কি বলে?
উত্তর- দোআঁশ মাটি
17. নীলগিরি পর্বতের অরণ্যময় পার্বত্য অঞ্চলে কোন ধরনের মাটি থেকে দেখা যায়?
উত্তর- পডসল
18. পডসল কথার অর্থ কি?
উত্তর- ধূসর
19. ড্রেকান ট্র্যাপ অঞ্চলে অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়?
উত্তর- কৃষ্ণ মৃত্তিকা
20. ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায়?
উত্তর- লোহিত মৃত্তিকা
21. উচ্চ গাঙ্গেয় সমভূমির নিমাংশে প্রান্ত বালিমিশ্রিত মাটির নাম কি?
উত্তর- ভুর
22. ক্ষারকীয় মৃত্তিকার ক্ষারকত্ত্ব দূরীকরণে কি ব্যবহার করা হয়?
উত্তর- জিপসাম
23. সব থেকে বেশি জীবাশ্ম দেখা যায় কোন মৃত্তিকায়?
উত্তর- পাললিক মৃত্তিকা বা পাললিক শিলায়
24. আমার চাস সব থেকে ভালো হয় কোন মৃত্তিকায়?
উত্তর- তরাই অঞ্চলের মৃত্তিকায়
25. পশ্চিমবঙ্গের সুন্দরবনে কোন প্রকার মৃত্তিকা দেখা যায়?
উত্তর- লবণাক্ত মাটি
26. ভাঙ্গর অঞ্চলের দানাযুক্ত মৃত্তিকা কি নামে পরিচিত?
উত্তর- কঙ্কর
সুতরাং, দেরি না করে এখনই ভারতের মৃত্তিকা প্রশ্ন উত্তর PDF টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
আরও পড়ুন-
File Details:
File Name- West Bengal Geography MCQ PDF In Bengali
File Format- pdf
Quality- High
File Size- 338 KB
File page- 4
File Location- Google Drive