Ads Area


Lucent Bengali Version GK | লুসেন্ট জেনারেল নলেজ বাংলা PDF

Lucent Bengali Version GK | লুসেন্ট জেনারেল নলেজ বাংলা PDF

Lucent Bengali Version GK - লুসেন্ট জেনারেল নলেজ বাংলা PDF

Lucent Bengali Version GK - লুসেন্ট জেনারেল নলেজ বাংলা PDF- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

lucent general knowledge bengali version book pdf download

Lucent Bengali Version GK - লুসেন্ট জেনারেল নলেজ বাংলা PDF


1. পৃথিবীর সবথেকে বড় নাগরিক সভা কোনটি ?

উত্তর- সাধারণ সভা/জেনারেল অ্যাসেম্বলি

2. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার টি হয়েছে ?

উত্তর- 14-18

3. বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?

উত্তর- আরাবল্লী

4. ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার আইন কত নম্বর ধারায় রয়েছে ?

উত্তর- 21 A

5. উন্নত মানের সমতল দর্পণ কোন ধরনের হওয়া উচিত ?

উত্তর- অত্যন্ত পাতলা এবং মসৃণ

6. স্নায়ুসন্ধি থেকে উৎপন্ন হরমোন কে কি বলা হয় ?

উত্তর- নিউরো হরমোন

7. প্রাচীন পলি দ্বারা গঠিত মাটি কে কি বলা হয় ?

উত্তর- ভাঙর

8. কোন ধরনের চলন এর জন্য লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতা নুইয়ে যায় ?

উত্তর- সিসমোন্যাস্টি

9. কোন পর্বতের অপর নাম মলায়াদ্রি ?

উত্তর- পূর্বঘাট

10. কোন নদীতে পিনেট জলনির্গমন পদ্ধতি পরিলক্ষিত হয় ?

উত্তর- নর্মদা

11. আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?

উত্তর- অ্যারিস্টোটল

12. কোন ব্যক্তি আলমগীর উপাধি ধারণ করেছিল ?

উত্তর- ওরঙ্গজেব

13 .কোন ব্যক্তি আল-হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন ?

উত্তর- মৌলানা আজাদ

14. কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর- 1600

15. উদ্ভিদের দেহে প্রথম প্রাণের অস্তিত্ব খুঁজে পান কে ?

উত্তর- জগদীশচন্দ্র বসু

16. ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত কোন হরমোন ?

উত্তর- থাইরক্সিন

17. মাত্রা নেই কিন্তু একক আছে এমন একটি রাশির উদাহরণ কি ?

উত্তর- কোন

18. United Nation’s কোন ব্যক্তি চয়ন করেছিলেন ?

উত্তর- রুশভেল্ট

19. ক্যালসিয়াম বিপাক বৃদ্ধি হয় কোন হরমোন থেকে ?

উত্তর- সোমাটোট্রফিক হরমোন

20. কোন ফুলের কারণে নীলগিরি নীল রঙে আবৃত দেখায় ?

উত্তর- নীলচে বেগুনী জাতীয় গুল্ম উদ্ভিদ

21. কানাড়ি শব্দের আক্ষরিক অর্থ কি ?

উত্তর- পাহাড়ি দেশ

22. হাত পা ভাঁজ করার কাজে কোন পেশি কাজ করে ?

উত্তর- ফ্লেক্সর

23. মাছের শরীরের দুপাশে V আকৃতি যুক্ত পেশি কি নামে পরিচিত ?

উত্তর- মায়াটোম পেশি

24. পায়রার লেজের পালক সংখ্যা কয়টি থাকে ?

উত্তর- 12 টি

25. বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন দেখা যেত ?

উত্তর- কমে যেত

26. কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত পদার্থটির নাম কি ?

উত্তর- নিশাদল

27. পর্নোকান্ড যুক্ত একটি উদ্ভিদের নাম কি ?

উত্তর- সুন্দরী / ক্যাকটাস

28. তড়িৎ চুম্বক প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়ে থাকে ?

উত্তর- কাঁচা লোহা

29. একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কি রকম হয় ?

উত্তর- অসীম

30. শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি হলে ওই শব্দের তীব্রতার কি পরিবর্তন হয় ?

উত্তর- কমে যায়

31. চাঁদে কোন বিস্ফোরণের প্রতিধ্বনির আওয়াজ আমরা কেন শুনতে পাইনা ?

উত্তর- চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই বলে

32. বায়ুশূন্য স্থানে শব্দের তরঙ্গের বেগ কত হয় ?

উত্তর- শূন‍্য

33. ভারতে ব্যবহৃত আর্থিং তারের প্লাস্টিক অন্তরকের রং কি থাকে ?

উত্তর- সবুজ

44. প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ?

উত্তর- 1914-18

35. কত ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান ?

উত্তর-  -40 ডিগ্রী

36. ভারতবর্ষের সংবিধান কবে গৃহীত হয়েছিল ?

উত্তর- 1949 সালের 26 শে নভেম্বর

37. কোন বড়লাটের শাসনকালে বঙ্গভঙ্গ রদ হয় ?

উত্তর- লর্ড হার্ডিঞ্জ

38. নবম শিখগুরু তেগবাহাদুরকে হত্যা করেছিলেন কে ?

উত্তর- ওরঙ্গজেব

39. সর্ব প্রথম মহাকাশে যায় কোন প্রাণী ?

উত্তর- লাইকা নামের একটি কুকুর

40. সুব্রত কাপটি কোন খেলার সাথে সংযুক্ত রয়েছে ?

উত্তর- ফুটবল

41. SMS এর আবিষ্কারক কে ?

উত্তর- Matti Makhoner

42. বায়ুমন্ডলের সবথেকে বেশি ঘনত্ব যুক্ত স্তর কোনটি ?

উত্তর- ট্রপোস্ফিয়ার

43. গোবর গ্যাসে মুখ্য উপাদান হিসাবে কোনটি থাকে ?

উত্তর- মিথেন

44. গান্ধীজিকে প্রথম কোন ব্যাক্তি মহাত্মা  বলেছিলেন ?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর

45. রাওলাট আইনটি অপর কোন নামে পরিচিত ?

উত্তর- Black Act

46. কত সালে জাতীয় গ্রন্থাগার এর সূচনা হয়েছিল ?

উত্তর- 1835 সালে

47. কোন ব্যক্তি ফতেপুর সিক্রির  নির্মাতা ?

উত্তর- আকবর

48. রবার কোন যৌগের পলিমার রূপে ব্যবহৃত হয় ?

উত্তর- ইথিলিন

49. জলসমের একক কোনটি SI তে ?

উত্তর- kg

50. ভারতের আত্মা বইটির রচয়িতা কোন ব্যক্তি ?

উত্তর- বিপিনচন্দ্র পাল

Lucent Bengali Version GK - লুসেন্ট জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড লিংক


আরও পড়ুন-


File Details:
File Name- jibikadisari.com- লুসেন্ট জেনারেল নলেজ বাংলা
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 4
File Location- Google Drive

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area