Basic Gk Questions In Bengali Mock Test
Basic Gk Questions In Bengali Mock Test
1. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?
উত্তর- শশাঙ্ক
2. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন?
উত্তর- চন্দ্রগুপ্ত মৌর্য
3. বুদ্ধদেব কত খ্রীঃ পূঃ জম্নগ্ৰহন করেন?
উত্তর- 563 খ্রীঃ পূঃ
4. প্রাচীন ভারতে মোট তীর্থঙ্কর সংখ্যা কটি?
উত্তর- 24
5. নাটনা কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর- বিহার
6. ভারতের জনগণনা কবে শুরু হয় আনুষ্ঠানিক ভাবে?
উত্তর- 1881 সালে
7. কত সালে মানুষ প্রথম চাঁদে পাঁ রাখেন?
উত্তর- 1969 সালে
8. রাইডার কাপ কোন খেলায় দেওয়া হয়?
উত্তর- গলফ
9. মাছের হৃৎপিণ্ডের প্রকষ্ট সংখ্যা কটি?
উত্তর- 2
10. জল দুষন প্রতিরোধ আইন কবে চালু হয়?
উত্তর- 1974 সালে
11. ভূপাল গ্যাস দূর্ঘটনা কোন গ্যাসের জন্য হয়েছিল?
উত্তর- মিথাইল আইসোসায়ানেট
12. ব্রেকিং সোডার Ph মান কত?
উত্তর- 8.3
13. সমুদ্রের জলের Ph মান কত?
উত্তর- 7.5 – 8.5
14. সফট ড্রিংক এ কোন অ্যাসিড থাকে?
উত্তর- কার্বনিক অ্যাসিড
15. সেরিকালচার কোন চাষের সাথে যুক্ত?
উত্তর- রেশম পোকার চাষ
16. ক্ষেএফল হিসাবে ভারতের স্থান কত?
উত্তর- 7 th
17. সবুজ বিপ্লব শব্দটি নামকরণ করেন কে?
উত্তর- উইলিয়াম গ্যান্ডে
18. কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়?
উত্তর- রাজা রামমোহন রায়
19. ভারতের প্রথম এভারেস্ট বিজয়নী কে?
উত্তর- বাচেন্দ্রী পাল
20. ইন্ডিয়ান হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর- অ্যানি বেসান্ত
21. কত সালে মাদার টেরেসা নোবেল পুরস্কার পান?
উত্তর- 1779 সালে
22. চুক্কার শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর- ক্যারাটে
23. কোন যুগে অজান্তা গুহামন্দির নির্মিত হয়েছিল?
উত্তর- গুপ্ত যুগে
24. কত সালে ভগৎ সিং শহীদ হন?
উত্তর- 1931 সালে
25. কালকুট নামে কে পরিচিত?
উত্তর- সমরেশ বসু
26. জীবনস্মৃতি কোন লেখকের আত্মজীবনী?
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর
27. BCG টিকা কোন রোগের জন্য দেওয়া হয়?
উত্তর- যক্ষা
28. টাইফয়েড ও কলেরা কি বাহিত রোগ?
উত্তর- জল বাহিত
29. মাস্টার গ্ল্যাণ্ড কাকে বলে?
উত্তর- পিটুইটারি গ্ৰন্থিকে
30. Biology কথাটি কে প্রর্বতন করেন?
উত্তর- ল্যামার্ক
31. মানব দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে?
উত্তর- মস্তিষ্ক
32. সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর- ক্রিকেট এর সঙ্গে
33. দুধের পাস্তুরাইজ উদ্দেশ্য কি?
উত্তর- ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবকে ধ্বংস করা
34. পারদ ছারা আর একটি তরল ধাতু কোনটি?
উত্তর- গ্যালিয়াম
আরো পড়ুন-