রসায়ন বিষয়ক সাধারণ জ্ঞান 100 প্রশ্ন ও উত্তর | রসায়ন বিষয়ক সাধারণ জ্ঞান 100 প্রশ্ন ও উত্তর | Chemistry 100 Gk Question Answer In Bengali
রসায়ন বিষয়ক সাধারণ জ্ঞান 100 প্রশ্ন ও উত্তর | Chemistry 100 Gk Question Answer In Bengali PDF Download- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রসায়ন বিষয়ক সাধারণ জ্ঞান 100 প্রশ্ন ও উত্তর | Chemistry 100 Gk Question Answer In Bengali PDF Download প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রসায়ন বিষয়ক সাধারণ জ্ঞান 100 প্রশ্ন ও উত্তর | Chemistry 100 Gk Question Answer In Bengali. নিচে রসায়ন বিষয়ক সাধারণ জ্ঞান 100 প্রশ্ন ও উত্তর | Chemistry 100 Gk Question Answer In Bengali গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।
রসায়ন বিষয়ক সাধারণ জ্ঞান 100 প্রশ্ন ও উত্তর
1. ইলেকট্রন কে আবিষ্কার করেন?
উত্তর- জে জে থমসন
2. দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণি আছে?
উত্তর- 7 টি পর্যায় ও 18 টি শ্রেণি আছে
3. সাধারণ উষ্ণতায় তরল অধাতুর নাম কি?
উত্তর- ব্রোমিন
4. প্রথম কৃত্রিম তন্তুর নাম কি?
উত্তর- নাইলন
5. LPG এর সম্পূর্ণ নাম কি?
উত্তর- লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস
6. তেতুলে কোন এসিড দেখতে পাওয়া যায়?
উত্তর- টারটারিক অ্যাসিড
7. আকাশ নীল দেখানোর কারণ কি?
উত্তর- বিক্ষেপণ এর কারন
8. ঘড়ির পেন্ডুলাম তৈরিতে কি ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর- ইনভার
9. পিঁপড়ের হুলে কোন এসিড পাওয়া যায়?
উত্তর- ফরমিক অ্যাসিড
10. কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে মিথেন পাওয়া যায়?
উত্তর- মার্শ গ্যাসে
11. ডেসিবেল এককের সাহায্যে কি পরিমাপ করা হয়?
উত্তর- শব্দের প্রাবল্য
12. কত ক্যারেট সোনা কে বিশুদ্ধ সোনা বলা হয়?
উত্তর- 22 ক্যারেট
13. লাফিং গ্যাস কাকে বলে?
উত্তর- নাইট্রাস অক্সাইড কে
14. রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে?
উত্তর- সালফিউরিক অ্যাসিড কে
15. দইয়ে কোন অ্যাসিড উপস্থিত থাকে?
উত্তর- ল্যাকটিক অ্যাসিড
16. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি?
উত্তর- সোডিয়াম কার্বনেট
17. তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে?
উত্তর- বেকারেল
18. টিউমার ও ক্যান্সার সম্পর্কিত বিদ্যা কে কি বলা হয়?
উত্তর- অঙ্কোলজি
19. যান্ত্রিক শক্তি থেকে বৈদিক শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র?
উত্তর- ডায়নামো
20. আদা ও পেঁয়াজের গন্ধ কারণ কি?
উত্তর- পটাশিয়াম থাকার কারণে
21. ছাপার কালি প্রস্তুত করতে কি ব্যবহার করা?
উত্তর- গ্লিসারল
22. ফেরিক ক্লোরাইড কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর- রক্তক্ষরণ বন্ধ করার কাজে
23. বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে?
উত্তর- নাইট্রাস অ্যাসিড
24. কোন কয়লায় সবথেকে কার্বনের পরিমাণ বেশি থাকে?
উত্তর- অ্যানথ্রাসাইট
25. সবচেয়ে হালকা গ্যাসের নাম কি?
উত্তর- হাইড্রোজেন
26. ওয়ার্ল্ড ফেমাস আইফেল টাওয়ার কি কি উপাদানে তৈরি?
উত্তর- স্টিল এবং সিমেন্ট
27. ভাসমান বেলুনে কি গ্যাস থাকে?
উত্তর- হিলিয়াম গ্যাস থাকে
28. স্প্রিং তুলা দ্বারা কি পরিমাপ করা হয়?
উত্তর- বস্তুর ওজন
29. চাপের একক এর নাম কি?
উত্তর- পাস্কাল
30. জলের গভীরতা পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে?
উত্তর- ফ্যাদম
31. হোয়াইট গোল্ড নামে পরিচিত কোন ধাতু ?
উত্তর- প্লাটিনাম
32. তরল সোনা বলা হয় কাকে?
উত্তর- পেট্রোল কে
33. মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কি?
উত্তর- অক্সিজেন (O2)
34. বিমানের টায়ারে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর- হিলিয়াম গ্যাস
35. সুগন্ধি লবণ কাকে বলা হয়?
উত্তর- অ্যামোনিয়াম কার্বনেট কে
36. পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার?
উত্তর- তৃতীয় শ্রেণীর লিভার
37. আতশবাজিতে সবুজ রং হওয়ার কারণ কি?
উত্তর- বেরিয়াম এর উপস্থিতির কারণে
38. রকেটের বাইরের জানলা কোন ধাতু দিয়ে প্রস্তুত করা হয়?
উত্তর- কৃত্রিম হীরা
39. হিলিয়াম সাধারণত কোন বর্ণের হয়?
উত্তর- হলুদ
40. জলের চেয়ে হালকা ধাতুর নাম কি?
উত্তর- সোডিয়াম
41. ফল এবং ফলের চাষ বিষয়ক বিজ্ঞান কে কি বলা হয়?
উত্তর- পমোলজি
42. জার্মান সিলভার কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর- বাসনপত্র তৈরিতে
43. বন্দুক তৈরীর জন্য কোন সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর- গান মেটাল
44. কাটা আপেল কিছুক্ষণ পরে লাল হওয়ার কারণ কি?
উত্তর- আয়রন অক্সাইড এর কারণে
45. লোহার উপর মরচে পড়লে লোহার ওজন কি হয়?
উত্তর- ওজন বেড়ে যায়
46. দেশলাই বক্সের দুইপাশ কি দ্বারা তৈরি থাকে?
উত্তর- রেড ফসফরাস এবং পাউডার গ্লাস দিয়ে
47. গ্রীন হাউস এফেক্ট এর জন্য কোন গ্যাস সবচেয়ে বেশি দায়ী?
উত্তর- কার্বন ডাই অক্সাইড
48. লেবুতে কোন এসিড থাকে?
উত্তর- সাইট্রিক এসিড
49. বিমানের উচ্চতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর- অল্টোমিটার
50. পিতল কোন কোন সংকর ধাতু দিয়ে তৈরি?
উত্তর- তামা ও দস্তা
51. মানুষের পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডটির নাম কি?
উত্তর- হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL)
52. ফিলামেন্ট বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর- আর্গন গ্যাস
53. বিভব পার্থক্য মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর- ভোল্ট মিটার
54. কোন ধাতুর রোধাঙ্ক সব থেকে কম?
উত্তর- রূপো
55. অয়েল অব ভিট্রিয়ল নামে কে পরিচিত?
উত্তর- সালফিউরিক অ্যাসিড
56. লাল লিটমাস ক্ষার দ্রবণে কোন বর্ণ ধারণ করে?
উত্তর- নীল
57. পেনসিল লেড কাকে বলা হয়?
উত্তর- গ্ৰাফাইটকে
58. জিঙ্কে প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়?
উত্তর- জিঙ্ক ক্লোরাইড
59. পোড়া কাঠ থেকে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর- কার্বন ডাই অক্সাইড
60. ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন গ্যাসটি?
উত্তর- অ্যাসিটিলিন
61. কোন দুটি উত্তেজক পানীয় দ্রব্য থেকে ক্যাফেইন পাওয়া যায়?
উত্তর- চা ও কফি
62. 10% অ্যাসিটিক অ্যাসিড কে কি বলা হয়?
উত্তর- ভিনিগার
63. বিশুদ্ধ সেলুলোজ কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর- পেপার তৈরীর কাজে
64. জলের ক্ষরতা দূরীকরণের জন্য কি ব্যবহার করা হয়?
উত্তর- জিওলাইট
65. সাধারণ টেম্পারেচারে তরল ধাতুর নাম কি?
উত্তর- পারদ
66. স্টোভের কেরোসিন শিখা জলার কারণ হলো?
উত্তর- ক্যাপিলারি অ্যাক্সনের জন্য
67. পানীয় দ্রব্য চা এর PH মান কত?
উত্তর- 7.4
68. চোখ পরিষ্কার করার জন্য কোন এসিড ব্যবহার করা হয়?
উত্তর- বোরিক অ্যাসিড
69. আলোর বর্ণ বিশ্লেষণ এর জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর- স্পেকট্রোমিটার
70. লেন্সের ক্ষমতার একক কি?
উত্তর- ডায়োপ্টার
71. প্রোটিনে কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তর- অ্যামিনো এসিড
72. মানুষের মূত্র কোন এসিড ধর্মী?
উত্তর- ইউরিয়া
73. জলের চেয়ে হালকা ধাতুর নাম কি?
উত্তর- সোডিয়াম
74. হাসপাতালে বদ্ধ বায়ুকে শুদ্ধ করার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তর- সোডিয়াম পার অক্সাইড
75. কোন ব্যক্তি টেলিফোন আবিষ্কার করেন?
উত্তর- গ্ৰাহাম বেল
76. অ্যারোমেটিক যৌগের উৎস হল?
উত্তর- আলকাতরা
77. সাবান সহজে ফেনা উৎপন্ন করে কোন জলে?
উত্তর- মৃদু জলে
78. রসায়নে প্রথম নোবেল প্রাপক কোন বিজ্ঞানী ?
উত্তর- ভ্যাল্ট হক
79. 95% ইথাইল অ্যালকোহল 5% জলের মিশ্রণ কে কি বলা হয়?
উত্তর- রেকটিফাইড স্পিরিট
80. জলের থেকে সোনা কত গুণ ভারী?
উত্তর- 19 গুন
81. অ্যাটম শব্দের আক্ষরিক অর্থ কি গ্ৰিক ভাষায়?
উত্তর- অবিভাজ্য
82. কোন দুটি প্রধান উপাদান দ্বারা সিমেন্ট প্রস্তুত করা হয়?
উত্তর- চুন ও সিলিকা
83. সবচেয়ে ভালো বিদ্যুৎ সংযোগ ঘটে কোন ধাতু?
উত্তর- রুপো
84. সমুদ্রের জলে কত শতাংশ সোডিয়াম ক্লোরাইড রয়েছে?
উত্তর- 3.9%
85. ইটাই ইটাই রোগের সৃষ্টির জন্য দায়ী কে?
উত্তর- ক্যাডমিয়াম
86. সিলিকোসিস রোগটি কোন কারণে হয়ে থাকে?
উত্তর- বায়ুতে সিমেন্ট কণা দূষণের ফলে
87. আলোক কী ধরনের ধোয়াশার উদাহরণ?
উত্তর- জারক ধোয়াশা
88. ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায় মূলত কোন মৌলের ?
উত্তর- কার্বন
89.মাটির রং লাল হওয়ার কারণ কি ?
উত্তর- মাটিতে অধিক আইরনের উপস্থিতি
90.সবচেয়ে কম গলনাঙ্ক ধাতু কোনটি ?
উত্তর- সীসা
91.সাপের বিষে কি থাকে?
উত্তর- জিঙ্ক থাকে
92.কাঁচ তৈরির মূখ্য উপাদান হল?
উত্তর- বালি
93. প্রকৃতি থেকে বেশি কোন ধাতু প্রাপ্ত?
উত্তর- অ্যালুমিনিয়াম
94.হাইড্রোজেন এর আবিষ্কারক হলেন?
উত্তর- ক্যাভেণ্ডিস
95.লাফিং গ্যাস এর সংকেত কি?
উত্তর- N2O
96. প্রকৃতি থেকে পাওয়া কঠিন মূল্যবান পদার্থ কোনটি?
উত্তর- হীরে
97. হিটারের কয়েল বানাতে কোন তার প্রয়োজন হয়?
উত্তর- নাইক্রোম
98.জলের ঘনত্ব সর্বাধিক হয় কত ডিগ্রী টেম্পারেচারে?
উত্তর- 4 ডিগ্ৰী
99. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি শ্রেণি ও কয়টি পর্যায় রয়েছে?
উত্তর- 9 টি শ্রেনী ও 7 টি পর্যায়
100. ইদুর মারার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তর- জিঙ্ক ফসফাইড
☺ (যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)
সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।