তাপ ও উষ্ণতা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Heat warmth Important Questions Answers
তাপ ও উষ্ণতা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Heat warmth Important Questions Answers- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তাপ ও উষ্ণতা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Heat warmth Important Questions Answers প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তাপ ও উষ্ণতা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Heat warmth Important Questions Answers. নিচে তাপ ও উষ্ণতা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।
তাপ ও উষ্ণতা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
1. 1 জুল সমান কত ক্যাল?
Ans. 0.24 ক্যাল
2. সূর্যের তাপমাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে নাম কি?
Ans. পাইরোমিটার যন্ত্রের সাহায্যে
3. পাইরোমিটার যন্ত্রের সাহায্যে ন্যূনতম কত ডিগ্রি তাপমাত্রা মাপা যায়?
Ans. 800 ডিগ্রী সেলসিয়াস
4. কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে?
Ans. 160 ডিগ্রি C
5. সবচেয়ে আপেক্ষিক তাপ বেশি লক্ষণীয় কোন পদার্থের?
Ans. জল
6. জলে ডিম সিদ্ধ করার সময় জলের মধ্যে কিছুটা লবণ দিলে তাড়াতাড়ি ডিম সিদ্ধ হওয়ার কারণ কী?
Ans. জলের আপেক্ষিক তাপ কমে যাওয়ার কারণে জল তাড়াতাড়ি ফুটতে শুরু করে
7. SI পদ্ধতিতে উষ্ণতার একক এর নাম কি?
Ans. কেলভিন
8. লীন তাপের একক এর নাম কি?
Ans. ক্যালোরি/গ্রাম
9. সাধারণত কোন ধাতু দিয়ে ক্যালোরিমিটার নির্মাণ করা হয়?
Ans. তামা
10. তাপ প্রবাহের জন্য কোন মাধ্যম প্রয়োজন হয় না কোন পদ্ধতির মাধ্যমে?
Ans. বিকিরণ
11. যদি জলকে 0° C তাপমাত্রা থাকে 10° C তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হয় তাহলে তার আয়তন এর কি পরিবর্তন হয়?
Ans. প্রথমে কমে তারপরে বাড়ে
12. সর্বশেষ নূন্যতম তাপমাত্রা কত?
Ans. 0 কেলভিন
13. জলের স্ফুটনাঙ্ক 95° ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত হবে?
Ans. 35° C
14. কঠিন পদার্থ থেকে বাষ্পে পরিণত হওয়া কে কি বলা হয় সরাসরিভাবে?
Ans. উর্ধ্বপাতন
15. হিমমিশ্র এর উষ্ণতা হয় কত?
Ans. –23° C
16. জল যখন ফুটতে আরম্ভ করে তখন তার উষ্ণতার কি পরিবর্তন লক্ষ্য করা যায়?
Ans. একই থাকে
17. সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলর পাঠ সমান হয় কোন উষ্ণতায়?
Ans. –40°
18. মাটির ঘর গ্রীষ্মকালে ঠান্ডা ও শীতকালে গরম থাকার একান্ত কারণ কি?
Ans. মাটি তাপের কুপরিবাহী হওয়ার কারণে
19. সূর্য থেকে চাঁদের তাপ প্রবাহিত হয় সাধারণত কোন পদ্ধতির মাধ্যমে?
Ans. বিকিরণ
20. 1 ক্যালরি সমান কত জুল?
Ans. 4.2 জুল