Ads Area


HS Bengali Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023 MCQ

HS Bengali Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023 MCQ


HS Bengali Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2023 MCQ

HS Bengali Suggestions 2023 | উচ্চমাধ্যমিক ইংরেজি সাজেশন Free PDF Download- প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Bengali Suggestions 2023 উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2023 Answer গুলি আগামী West Bengal Higher Secondary Bengali Examination 2023 - পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা দ্বাদশ শ্রেণীর বাংলা 2023 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।


HS Bengali Suggestion 2023



গল্প থেকে HS Bengali Suggestion 2023


ভাত:


 1. “যা আর নেই, তা ঝড় জল মাতলার গর্ভে গেছে তা খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল”- ঝড় জল মাতালার গর্ভে কি কি গিয়েছিল এবং উচ্ছব তাতে পাগল হয়েছিল কেন ? ***

আথবা, “মানুষ থাকলেও ঠিকই বুঝত  যে জলে টানে মানুষ ভেসে গেছে”- কার  কথা  বলা  হয়েছে ? সে মানুষ নয় কেন প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করো ?

অথবা, “তারপর অনেকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উচ্ছব পাগল হয়ে যায়”- কোন ঘটনার পর থেকে উচ্ছব পাগল হয়ে থাকে ? পাগল হয়ে থাকা উচ্ছবের মনোজগতের বর্ণনা দাও ?

2. “সেই আশাতেই প্রেত উচ্ছব  মানুষ হয়ে গেল”- কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে ? উচ্ছবের  মানুষ হবার ব্যাপারটি সংক্ষেপে বুঝিয়ে দাও ?

অথবা, “এসব কথা শুনে উচ্ছবের বুকে বল পাই”, কোন কথায় উৎসবের বুকে বল পাই ? বুকে বল পাওয়া বলতে কী বোঝানো হয়েছে ?

অথবা, “মাতায় জল পড়লে পেট মানতে চায়নে মোটে”- বক্তা কে ? বক্তার এমন ভাবনার একান্ত কারন কি ?

3. “এসব কাজে বিগ্নি পড়লে রক্ষে আছে” – কোন কাজের কথা বলা হয়েছে ? কিভাবে তাতে বিঘ্ন পড়েছিল সংক্ষেপে আলোচনা করো ?

4. “এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে”― বড় পিসিমা কে ? গল্পে তার  চরিত্রের কি পরিচয় পাওয়া  যায়  সংক্ষেপে  আলোচনা   করো ? ***

5. “তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়”- কার মনে পড়ে যায়  ? সেই দুর্যোগের রাত্রির বর্ণনা   দাও ?

অথবা, “একদিন তুমুল ঝড় বৃষ্টি”– গল্প অনুযায়ী ঝড় বৃষ্টির দিনের পরিচয় দাও ?

অথবা, “এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমা্নো বোধ করি”- কোন দুর্যোগের কথা বলা হয়েছে ? দুর্যোগের বর্ণনা দাও ?

6. ‘ভাত’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো ? ***

 


ভারতবর্ষ:


1. “তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য” দৃশ্যটি কি ? তা অদ্ভুত কেন ? এবং তারপর কি ঘটলো আলোচনা করো ? ***

2. “আমি কি তা দেখতে পাচ্ছিস নে”- কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছে ? গল্প অনুসরণ করে বক্তার স্বরূপ উদঘাটন করো ? ***

3. “দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে”- প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা টির বিবরণ দাও ?

4. “হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল”- দৃশ্যটি কি ? তা  অদ্ভুত কেন  ? এই দৃশ্যকে কেন্দ্র করে গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে যে প্রতিক্রিয়া তা সংক্ষেপে লেখ ?

অথবা, “কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে  জানে”- সে বলতে কার কথা বলা হয়েছে ? জনতা মারমুখী হয়ে  উঠেছিল কেন ? ***

5. ‘ভারতবর্ষ’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো ?


 

কবিতা থেকে HS Bengali Suggestion 2023



রূপনারানের কূলে:


1. “জানিলাম এ জগৎ স্বপ্ন নয়”- কবি কিভাবে এরকম ভাবনায় উপনীত  হলেন  আলোচনা করো ? ***

অথবা, “রূপনারানের কূলে জেগে উঠিলাম”- রূপনারানের কূলে বলতে কবি কী বুঝিয়েছেন ? জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো ?

2. “আমৃত‍্যুর দুঃখের তপস্যা এ জীবন” – কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো ? ***

3. “সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম”- সত্য বলতে কবি কী বুঝিয়েছেন ? তা কঠিন  কেন ? কবি কেন কঠিন সত্যকে ভালোবেসেছেন তাৎপর্য আলোচনা করো ? ***

4. “চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনা বেদনাই”― আঘাত এবং বেদনার মধ্যে দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তাৎপর্য আলোচনা করো ? ***

5. “সে কখনো করে না বঞ্চনা”- কবি কার কথা বলেছেন ? এবং সে কিভাবে বঞ্চনা করে না আলোচনা করো ? ***



ক্রন্দনরতা জননীর পাশে:


1. “ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবি জননী কে কেন ক্রন্দনরতা বলেছেন ? কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন আলোচনা করো ? ***

2. “আমি তা পারি না”― কবি কি পারেন না ? যা পারি  কেবল”- কবি  কি  পারেন   আলোচনা  করো ? **

3. “কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ” কোন ঘটনার প্রেক্ষিতে কবি এ কথা বলেছেন ? মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো ?***

4. “কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে” কোন প্রসঙ্গে এই মন্তব্য ? এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো ? ***

5.  “আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে” মন্তব্যটির তাৎপর্য  আলোচনা  করো ? ***


 আমি দেখি:


1. “আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার” কোন সবুজের কথা কবি  বলেছেন ? তা দরকার কেন আলোচনা করো ? ***

2. “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়”- শহরের অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন ? তা কিভাবে সবুজ খায় আলোচনা করো ?

অথবা, “সবুজের অনটন ঘটে”- কোথায়, কিভাবে সবুজের অনটন ঘটে ?

3. “দেহ চাই  সবুজ বাগান”/ “বহুদিন জঙ্গলে কাটেনি দিন”/ “চোখ তো সবুজ চায়”-  উক্ত প্রসঙ্গগুলি ধরে  কবীর অরণ্য প্রীতির  পরিচয় দাও ? ***

4. “গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি”- কবির গাছ দেখার তাৎপর্য আলোচনা করো ?


নাটক থেকে HS Bengali Suggestion 2023


নানা রঙের দিন:


1. “নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র আলোচনা করো” ?

2. “নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো” ?

3. ” শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক‍্য নেই কালিনাথ”- বক্তার এমন বলার কারণ কি আলোচনা করো ?

4. “আমাদের দিন ফুরিয়েছে”- কে কোন প্রসঙ্গে এ উক্তি করেছেন ? উক্তির মধ্য দিয়ে বক্তার জীবনের যন্ত্রনা তুলে ধরো ? ***


বিভাব:


1. “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে”- সমগ্র নাটকের প্রেক্ষিতে এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো ? ***

2. “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক”- অভাবর চিত্র বিভাব নাটকে  কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো ? ***

3. “এই দেখো আবার মিছিল আসছে”- কিসের মিছিল ? সেই মিছিলটা ঘিরে কি ঘটেছিল আলোচনা করো ? ***



ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে HS Bengali Suggestion 2023

 

অলৌকিক:


1. “গল্পটা বারকয়েক গুরুদ্বাতেও শুনেছি”- কোন গল্প ? গল্পটি সংক্ষেপে লেখ ?

অথবা, “গল্পটা আমাদের ইস্কুলে শোনানো হল”- বক্তা কে ? গল্পটি কি ?

অথবা, “গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে “- কোথায় লেগে রয়েছে ? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনার বিবরণ দাও ?

অথবা, “উনি রীতিমত হতভম্ব”- উনি কে ? তার হতভম্ব হওয়ার কারণ আলোচনা কর ?


2. “অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো” ?

3. চোখের জলটা তাদের জন্য বক্তা কে সে কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছে এবং কেন সেই চোখের জল উৎসর্গ করেছেন


সহায়ক গ্ৰন্থ থেকে HS Bengali Suggestion 2023


আমার বাংলা:


1. “চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে”- চেংমান কে ?  কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল ?

অথবা, “নতুন ছাতি মাথায় দিয়ে মহাফূর্তিতে বাড়ির দিকে চলল” -কার কথা বলা হয়েছে ? সে নতুন ছাতি কিভাবে পেয়েছিল ? এই ছাতি পাওয়ার পরিণাম কি হয়েছিল ?

2. “সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে”- কোন দিনের কথা বলা হয়েছে ? চোখ ফোটে বলতে কী বোঝানো হয়েছে ?

3. “সে একদিন ছিল বটে”- কোন দিনের কথা বলা হয়েছে ? সেই দিনে কি কি ঘটতো আলোচনা  করো ?

4. “এদিকে আরেক রকমের প্রথা আছে”- প্রথাটি কি  ? এই প্রথায় জমিদার কিভাবে হার মেনেছিল আলোচনা করো ? ***



হাত বাড়াও:

 

1. সামাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম”- বক্তার স্তম্ভিত হওয়ার কারণ আলোচনা করো ?

অথবা, “আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে”- কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে ? কিভাবে তা বক্তাকে পাগল করেছে আলোচনা করো ? ***

2. “সরু লিকলিকে আঙ্গুল দিয়ে সেইসব খুনিদের সে শনাক্ত করেছে”- কে শনাক্ত করেছে ? কাদের শনাক্ত করেছে  এবং কেন তাদের খুনি বলা হয়েছে ?


গারো পাহাড়ের নিচে:


1. “তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল”- প্রজারা বিদ্রোহী হয়েছিল কেন  ?কিভাবে প্রজারা বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল আলোচনা করো ?

2. “হাতি বেগার আর চলল না”-  হাতি বেগার আইন কি ? তা চলল না কেন ?

3. “যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই”- রাবণের চিতা বলতে কী বোঝানো হয়েছে ? এতে কাদের কি উপকার হয় ?



শিল্প সাহিত‍্য সংস্কৃতির ইতিহাস থেকে HS Bengali Suggestion 2023

 

1. ঋত্বিক ঘটকের অবদান

2.  মৃণাল সেনের অবদান

3. বাংলা চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়ের অবদান



বাংলার চিত্রকলা


1. অবনীন্দ্রনাথ ঠাকুর

2. নন্দলাল বসু

3. যামিনী রায়


বাঙালি কিয়া সংস্কৃতির ধারা থেকে HS Bengali Suggestion 2023


1. ভারতীয়  পুরান মতে দাবা খেলার স্রষ্টা কে ? এই খেলায়  বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

2. বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান

3. বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান


ভাষা (বাক্যতত্ত্ব) থেকে HS Bengali Suggestion 2023


1. বাক্য কাকে বলে ? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ? প্রত্যেক প্রকার বাক্যের সংক্ষিপ্ত বিবরণ দাও ?

2. বাক্যে অবহিত উপাদান বলতে কী বোঝো ? বাক্যের অব্যবহিত উপাদান বিজ্ঞানের নীতি গুলি সংক্ষেপে লেখ ?


ভাষাবিজ্ঞানের শাখা ও তার পরিচয় থেকে HS Bengali Suggestion 2023


1. শৈলীবিজ্ঞান কি ? শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো ?

2. ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে ? ফলিত বিজ্ঞান এর যেকোনো একটি শাখা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ?





Note: পোস্ট টি অবশ্যই তোমার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area