Ads Area


HS Education Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023

HS Education Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023


HS Education Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023

HS Education Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023- প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Education Suggestions 2023 উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023 Answer গুলি আগামী West Bengal Higher Secondary Education Examination 2023 - পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান 2023 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।


HS Education Suggestion 2023


Group – A 


গ্রুপ A মোট তোমাদের 3টি অধ্যায় রয়েছে যেখান থেকে 2 টি প্রশ্ন কমন পেয়ে যাবে।


শিখন


1. ক্ষমতা কাকে বলে ? থাস্টোনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা কর ?

2. পরিনমন কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা কর ?

3. আগ্রহ কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা কর?

4. মনোযোগ কাকে বলে ? শিক্ষা ক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা কর?

5. প্রেষণা কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা কর ?


শিখন কৌশল


1. থর্নাডাইকের শিখনের মূল সূত্র গুলি কি কি ? শিক্ষা ক্ষেত্রে যে কোনো দুটি সূত্রের আলোচনা কর ?

2. শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো ? অপানুবর্তন কাকে বলে ?

3. সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য গুলি লেখো ? শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা আলোচনা কর ?


শিক্ষায় রাশিবিজ্ঞান


1. মিন(গড়),  মিডিয়ান(মধ‍্যমান) ও কেন্দ্রীয় প্রবনতা পরিমাপের সংজ্ঞা ?

2. মিন, মিডিয়ান, মোড নির্ণয়ের অংক বই থেকে প্র্যাকটিস করো ?



Group -B


গ্রুপ B এর অধ্যায়গুলিথেকে মোট 3টি প্রশ্ন আসবে  2টি প্রশ্নের উত্তর দিতে হবে।


ভারতের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ


1. সমসুযোগ কাকে বলে ? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা কর ?



বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন


1. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ গুলি আলোচনা করো ?

2. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্য গুলি লেখ ?



মাধ্যমিক শিক্ষা কমিশন


1. মুদালিয়া শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য গুলি কি কি ? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা কর ?

2. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তার বর্ণনা কর ?


কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা


1. কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য গুলি আলোচনা করো ?

2. মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ গুলি সংক্ষেপে আলোচনা কর ?



জাতীয় শিক্ষানীতি


1. জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ সালের মূল সুপারিশ গুলি আলোচনা কর ?

2. ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি তে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে আলোচনা কর ?



Group -C


HS Education Suggestion 2023 গ্রুপ C এর অধ্যায়গুলি থেকে 2 টি 4 নাম্বারের প্রশ্ন আসবে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে।


ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা


1. ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা কর ?

2. মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা কর ?

3. দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য গুলি আলোচনা করো ?


প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ


1. সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা  কর ?

2. সর্ব শিক্ষা কমিশন কি ? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের দুটি পদক্ষেপ উল্লেখ কর ?

3. সর্বশিক্ষা অভিযানের যেকোনো চারটি উদ্দেশ্য আলোচনা কর ?


Group – D


গ্রুপ D এর অধ্যায় গুলি থেকে মোট 2টি প্রশ্ন থাকবে 4 নাম্বরের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এখান থেকে যেকোনো একটি অধ্যায়ের প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবে।




Note: পোস্ট টি অবশ্যই তোমার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area