Ads Area


HS History Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

HS History Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023


HS History Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023



HS History Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023- প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS History Suggestions 2023 উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 Answer গুলি আগামী West Bengal Higher Secondary History Examination 2023 - পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ইতিহাস 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা দ্বাদশ শ্রেণীর ইতিহাস 2023 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।


HS History Suggestion 2023


প্রথম অধ‍্যায়


প্রথম অধ্যায় থেকে History Suggestion 2023 HS এর জন‍্য দুটি প্রশ্ন পড়তে হবে একটি আসবে ।


1. পেশাদারি ইতিহাস বললে কি বোঝ ? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের তুলনামূলক পার্থক্যগুলি আলোচনা কর ?

2. মিথ( উপকথা) ও লিজেন্ড( পুরাকাহিনী) বলতে কি বোঝ ? অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে ?



দ্বিতীয় অধ‍্যায়


Class Xii History Suggestion 2023 এর জন‍্য দ্বিতীয় অধ‍্যায় থেকে এই তিনটি প্রশ্নের মধ্যে একটা অসবে।


1. উপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ব আলোচনা করো?

2. সাম্রাজ্যবাদ কাকে বলে ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা কর ?

3. ওপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো ?


তৃতীয় অধ‍্যায়


তৃতীয় অধ‍্যায় থেকে HS Suggestion 2023 History থেকে তোমাদের যে প্রশ্ন গুলি পড়তে হবে।


1. ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা কর ?

2. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও ?

3. পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা কর ?

4. ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল ? ভারতীর অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা কর ?


চতুর্থ অধ‍্যায়


চতুর্থ অধ‍্যায় অবলম্বনে HS 2023 History Suggestion এর প্রশ্ন গুলি হল-


1. চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ কর ? এই আন্দোলনের প্রভাব বিস্তার কর ?

2. চীনের ওপর আরোপিত অসম চুক্তি  বলতে কী বোঝোয় ? এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ?

অথবা, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও ?

3. সমাজ ও শিক্ষা সংস্কারের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর?

4. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা কর। এর সীমাবদ্ধতা কি ছিল?

5. ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ?



পঞ্চম অধ‍্যায়


1. লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ কর। এই শুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তৃত আলোচনা কর ?

2. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল। এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো ?

3. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা কর। এই আইনের গুরুত্ব কি ছিল ?

4. পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা কর ?


ষষ্ট অধ‍্যায়


ষষ্ঠ অধ্যায় থেকে HS History Suggestion 2023 এর সম্ভাব্য প্রশ্নগুলি নিম্নরূপ।

1. ১৯৪২ সালের ভারত ছাড়ো আইনের উপর একটি নিবন্ধ লেখ ?

অথবা, ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টীকা লেখ ?

2. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা কর ?


সপ্তম অধ‍্যায় 


সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩ এর প্রশ্ন গুলি হল।


1.  সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা কর। এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা কর ?

2. ঠান্ডা লড়াই কি ? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা কর ?

3. ট্রুম‍্যান নীতি কি ? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য গুলি কি ছিল ?

4. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও ?


অষ্টম অধ‍্যায়


1. অপ- উপনিবেশিকরণ বলতে কী বোঝ ?  রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তাৎপর্য আলোচনা কর ?

2. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর ?

3. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা কর?

4. সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা কর। সার্কের উদ্দেশ্য গুলি আলোচনা করো ?


** পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই চারটি অধ্যায়ের মধ্যে তোমাদের যে কোন দুটি অধ্যায়ের প্রশ্ন পড়লেই হবে।





Note: পোস্ট টি অবশ্যই তোমার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area