HS Political Science Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশন 2023
HS Political Science Suggestion 2023 PDF Free Download | উচ্চ মাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশন 2023- প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Political Science Suggestions 2023 উচ্চমাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান সাজেশন 2023 Answer গুলি আগামী West Bengal Higher Secondary Political Science Examination 2023 - পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা দ্বাদশ শ্রেণীর রাষ্ট্র বিজ্ঞান 2023 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।
HS Political Science Suggestion 2023
আন্তর্জাতিক সম্পর্ক
এই অধ্যায় থেকে তোমাদের মাত্র 2টি প্রশ্ন দেওয়া হবে 2 টি প্রশ্নাই কমন পাবে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে।
1. ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদান গুলি সংক্ষেপে আলোচনা করো ? 2+6
2. জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও ? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায় গুলি আলোচনা করো ? 3+5
অথবা, বৈদেশিক নীতি নির্ধারণের জাতীয় স্বার্থের ভূমিকা কি ? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায় গুলি আলোচনা করো?
কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ
তোমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে কোনরকম বড় প্রশ্ন আসবে না। সুতরাং পঞ্চম অধ্যায়ের HS Political Science Suggestion 2023 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল-
1. উদারনীতিবাদ কাকে বলে ? উদারনীতিবাদের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ? 3+5
2. কাল মার্কস এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো ? 8
সরকারের বিভিন্ন বিভাগ
ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল-
1. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা কর ? 4+4
অথবা, ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝ ? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার কর ?
2. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ? 4+4
3. এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ? 4+4
ভারতের শাসন বিভাগ
HS Political Science Suggestion 2023 এর জন্য সপ্তম অধ্যায় তথা ভারতের শাসন বিভাগ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল-
1. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর ? 4+4
2. ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর ? 5+3
ভারতের আইন বিভাগ
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩ এর জন্য এই অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নগুলি হল-
1. ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর ? 8
2. ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা কর ? 8
তথ্য: WBCHSE
ভারতের বিচার বিভাগ
ভারতের বিচার বিভাগ অধ্যায় থেকে তোমাদের তিনটে প্রশ্ন দেওয়া হল যার মধ্যে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে।
1. ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা কর ? *** 2+6
2. ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা কর ? 8
3. ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টীকা লেখ ? 8
Note: পোস্ট টি অবশ্যই তোমার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।