Ads Area


ভারতের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | India General Knowledge Questions Answers

ভারতের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | India General Knowledge Questions Answers


ভারতের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | India General Knowledge Questions Answers

ভারতের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | India General Knowledge Questions Answers- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

ভারতের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | India General Knowledge Questions Answers


1. শব্দ দূষণের ফলে কানের যে অংশে সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটির নাম কি?

Ans. অরগান অফ কর্টি

2. বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতের বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তার নাম কি?

Ans. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

3. মাউন্ট কাটমাই কোথায় অবস্থিত?

Ans. আলাস্কা

4. চোখের যে ত্রুটির ফলে দুরের বস্তু অস্পষ্ট হয়, কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখায় তাকে কি বলে?

Ans. মায়োপিয়া

5. কত বছর বয়সে সুপ্রিম কোর্টের  বিচারক অবসর নেন?

Ans. 65 বছর বয়সে

6. মূল সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত ছিল?

Ans. 7 টি

7. The Spring Tiger নামে কে পরিচিত?

Ans. নেতাজী সুভাষচন্দ্র

8. দৈর্ঘ্য পরিমাপের সর্ববৃহৎ এককটির নাম কি?

Ans. পারসেক

9. বীজহীন ফল  উৎপাদনে  সাহায্য  করে কোন হরমোন?

Ans. অক্সিন হরমোন সাহায্য করে

10. পিঁয়াজে কোন অ্যাসিড থাকার ফলে আমাদের চোখ জ্বালা করে?

Ans. সালিসাইক্লিক অ্যাসিড

11. আলেকজান্ডার কত সালে ভারত আক্রমন করে ছিল?

Ans. 326 খ্রিস্ট পূর্ব

12. অর্জুন পুরস্কার কোন বিষয়ের সাথে জড়িত?

Ans. খেলা ধূলার সাথে জড়িত

13. সারদা খাল কোন রাজ‍্যে অবস্থিত?

Ans. উত্তরপ্রদেশে অবস্থিত

14. গ্ৰীষ্মকালে উত্তর ভারতে সমতলে যে স্থানীয় বাতাস প্রবাহিত হয় তার নাম কি?

Ans. লু

15. ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত?

Ans. বেসবলের সাথে যুক্ত

16. শবরিমালা মন্দির ভারতের কোন রাজ‍্যে অবস্থিত?

Ans. করালায় অবস্থিত

17. NCC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Ans. দিল্লি তে অবস্থিত

18. পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ‍্যে অবস্থিত?

Ans. হরিয়ানা তে অবস্থিত

19. ভারতের ইতিহাসে গুপ্তচর সুত্রপাত প্রথম কোন সময়ে?

Ans. মৌর্য যুগে

20. কোন দিনকে মুসলিম লীগ প্রত‍্যক্ষ সংগ্ৰাম দিবস বলে ঘোষনা করেন?

Ans.16 আগষ্ট 1946

21. যে যন্ত্রের মাধ‍্যমে শব্দ প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়?

Ans. ফোনোগ্ৰাফ

22. নিউক্লিয়াসের আকার যে একক দ্বারা প্রকাশ করা হয় তার নাম কি?

Ans. ফার্মি

23. বিউটিপার্লারে চুল বিন‍্যস্ত করার জন্য কি ব‍্যাবহার করা হয়?

Ans. ফসফরাস

24. সোনালী বিপ্লব কোন ফসল উৎপাদনের সঙ্গে জড়িত?

Ans. আপেল

25. কোন গাছকে সূর্যের কন‍্যা বলা হয়?

Ans. তুলো গাছকে বলা হয়

26. ইউগা ভারতের কোন রাজ‍্যের উপজাতি?

Ans. কর্ণাটকে অবস্থিত

27. যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব‍্যাবহার করেন প্রথম?

Ans. বাবর

28. কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়?

Ans. 1 টাকা

29. মহম্মদ বিন তুঘলক এর পূর্ব নাম কি ছিল?

Ans. জুনা খাঁ

30. যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে কোনটি?

Ans. নীতি আয়োগ


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area