জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার
জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
1. ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয়?
উঃ ১২ অনু।
2. ক্ষুদ্রান্ত্রের ‘c’ আকৃতির অংশকে কি বলে?
উঃ ডিওডিনাম।
3. দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে?
উঃ ইডেমা।
4. Heart of Heart কাকে বলে?
উঃ হিজ -এর বান্ডিল।
5. হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়?
উঃ বাম নিলয়।
6. কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত?
উঃ উট।
7. কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না?
উঃ প্লীহা।
8. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
উঃ ভেগাস।
9. গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয়?
উঃ পাকস্থলী।
10. মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে?
উঃ ডায়াস্টেজ উৎসেচক।
11. শ্বেত রক্ত কনিকা আবিষ্কৃত হয় কবে?
উঃ ১৯২২ সালে।
12. কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধুবলেন?
উঃ ডারউইন।
12 কোন প্রাণী দুটি স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে?
উঃ প্লাটিপাস ও ট্যাকাইগ্লসাস।
13. IVF কী?
উঃ In vitro fertilization.
14. জলরন্ধ্র থাকে কোন উদ্ভিদে?
উঃ কচু টম্যাটো।
15. রেট্রোভাইরাস -এর উদাহরণ কী?
উঃ HIV.
16. কোথায় সোয়ান কোশ লক্ষ্য করা যায়?
উঃ স্নায়ুকোশ বা নিউরোনে।
17. হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়?
উঃ– স্যালিক্স কাঠ।
19. কার কোশ বিভাজন ঘটে না?
উঃ ভাইরাসের।
20. EDTA রক্ততঞ্চন বিরোধী হিসাবে কোথায় ব্যবহৃত হয়?
উঃ ব্লাড ব্যাঙ্কে।
21. শিশুদের প্রোটিন অপুষ্টিজনিত রোগ কী?
উঃ ম্যারাসমাস ও কোয়াসিওকর।
22. ডিহাইড্রেশনের সময় দেহ তরলের পরিমাণের শতকরা কত বিনষ্ট হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে?
উঃ 20 %
23. স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন কী?
উঃ পলিস্যাকারাইডের উদাহরণ।
24. গ্যাস্ট্রিন কী?
উঃ পাকস্থলী মধ্যস্থ G কোশ থেকে ক্ষরিত একপ্রকার পেপটাইড হর্মোন।
25. GnRH টি মস্তিষ্কের কোথা থেকে ক্ষরিত হয়?
উঃ হাইপোথ্যালামাস।
26. দুটি কুঁজ বিশিষ্ট উট কোথায় পাওয়া যায়?
উঃ গোবি মরুভূমিতে।
27. Aseel, Basara, Chittagong ইত্যাদি কী?
উঃ দেশি জাতের মুরগী।
28. লাইসোজোম কোশ অঙ্গাণু কী হিসাবে কাজ করে?
উঃ অটোফ্যাগোজোম ও হেটেরোফ্যাগোজোম হিসাবে।
29. মাইটোকনড্রিয়া কী কারণে?
উঃ স্বপ্রজননশীল DNA থাকার জন্য।
30. সাইন্যাপসিস কী?
উঃ হোমোলোগাস ক্রোমোজোমের জোড়বন্ধন অবস্থা।
31. কোলাজেন তন্তু কী হিসাবে প্রোটিন ধারণ করে?
উঃ রাসায়নিকভাবে।
32. কোন পেশীর নিঃসাড়কাল সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী?
উঃ হৃৎপেশীর।
33. মাম্পস, মোজাইক ও পোলিও ভাইরাসের আকৃতি কেমন?
উঃ মাম্পস ডিম্বাকার, মোজাইক দণ্ডাকার, পোলিও গোলাকার।
34. সাধারণ ঠান্ডা লাগার জন্য কোন ভাইরাস দায়ী?
উঃ Rhino Virus.
35. একটি কবজা সন্ধির উদাহরন হল?
উঃ হাঁটুসন্ধি।
66. অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে ক্ষরিত হরমোনটির নাম?
উঃ গুকাগন।
67. বহুবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে এমন একটি প্রানী হল?
উঃ অ্যামিবা
68. মানুষের ডিম্বানুতে অটোজোমের সংখ্যা হল?
উঃ 22 টি।
69. পর্নকান্ড হল একটি?
উঃ পরিবর্তিত কান্ড।
70. রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তা হলেন?
উঃ ওপারিন ও হ্যালডেন।
71. মাছের পটকার গ্যাস সৃষ্টিকারী অংশ টি হল?
উঃ রেডগ্রন্থি।
72. আ্যলার্জির কারনে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগ টি হল?
উঃ অ্যাজমা।
73. একটি ডিনাইট্রিফায়িং ব্যাকটেরিয়া হল?
উঃ থিয়োব্যাসিলাস।
74. বীজের অঙ্কুরোদগমের জন্য দায়ি প্রধান উদ্ভিদ হরমোন টি হল?
উঃ জিব্বেরেলিন।
75. পাখির ডানার বড়ো পালক গুলিকে?
উঃ রেমিজেস বলে।
76. DNA- এর গঠনগত একক হল?
উঃ নিউক্লিয়োটাইড।
77. অভয়ারণ্য একধরনের?
উঃ ইনসিটু সংরক্ষন।
78. একটি ক্ষারীয় নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন হল?
উঃ সাইটোকাইনিন।
79. মানুষের একটি প্রকট চারিত্রিক লক্ষন হল?
উঃ রোলার জিভ।
80. প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনক হলেন?
উঃ চালর্স ডারউইন।
81. COPD- এর পুরো নাম হল?
উঃ Choronic Obstructive Pulmonary Disorder.
82. প্রতিবর্ত ক্রিয়ার নামকরন করেন?
উঃ শেরিংটন।
83. কুশিং সিনড্রোম হয়?
উঃ ACTH এর অধিক ক্ষরণে।
84. পিতা হিমোফিলিক ও মাতা বাহক হলে 50 % পুত্র হিমোফিলিক ও 50 % স্বাভাবিক হবে।
85. DNA- এর পিউরিন ক্ষার গুলি হল?
উঃ অ্যাডিনিন ও গুয়ানিন।
86. মাইক্রোস্ফিয়ার প্রকল্পের প্রবক্তা হলেন?
উঃ এস ডবু ফক্স।
87. The Origin Of Life On Earth বইটির লেখক হলেন?
উঃ ওপারিন।
88. JFM- এর প্রথম প্রকল্প টি শুরু হয়?
উঃ পশ্চিম মেদিনীপুরে।
89. Biodiversity শব্দটি সর্বপ্রথম - রোজেন নামক বিজ্ঞানী ব্যাবহার করেন।
90. নিষেকছাড়া বীজবিহীন ফল উৎপাদন কে বলে?
উঃ পার্থেনোকার্পি।
91. ক্যানসার সৃষ্টিকারী পদার্থকে কারসিনোজেন বলে।
92. আইসোবারে সমান থাকে কোনটি?
উঃ ভর সংখ্যা
93. তেঁতুলে কোন এসিড থাকে?
উঃ টারটারিক এসিড।
94. আমলকিতে কোন এসিড থাকে?
উঃ অক্সালিক এসিড।
95. আঙ্গুরে কোন এসিড থাকে?
উঃ টারটারিক, ম্যালিক অ্যাসিড
96. কমলালেবুতে কোন এসিড থাকে?
উঃ এসকরবিক এসিড।
97. টমেটোতে কোন এসিড থাকে?
উঃ সাইট্রিক এসিড।
98. লেবুর রসে কোন এসিড থাকে?
উঃ সাইট্রিক এসিড।
99. আপেলে কোন এসিড থাকে?
উঃ ম্যালিক এসিড ।
100. দুধে কোন এসিড থাকে?
উঃ ল্যাকটিক এসিড।
101. কচু খেলে গলা চুলকায় কেন?
উঃ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে।
102. রেকটিফাইড স্পিরিট কি?
উঃ 95.6 % ইথাইল এলকোহল এবং 4.4 % জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে।
103. ডিডিটির পূর্ণরূপ কি?
উঃ ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন।
104. টিএনটির পূর্ণরুপ কি?
উঃ ট্রাই নাইট্রো টলুইন।
105. সাবানের রাসায়নিক নাম কি?
উঃ সোডিয়াম স্টিয়ারেট।
106. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
উঃ সোডিয়াম মনোগ্লুটামেট।
107. পেট্রোলের অপর নাম কি?
উঃ গ্যাসোলিন।
108. মানবদেহে জিনের সংখ্যা কত?
উঃ 80000।
109. RNA তে কি থাকে না?
উঃ থায়ামিন থাকে না।
110. RNA এর প্রধান কাজ কি?
উঃ প্রোটিন তৈরী।
111. লাফিং গ্যাস কি?
উঃ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক।
112. দার্শনিকের উল কি?
উঃ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত।
113. সাপের বিষে কোন ধাতুর অনু থাকে?
উঃ জিংক।
114. কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
উঃ এন্টিমনি।
115. বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি?
উঃ কার্বন।
116. নির্বোধের সোনা কি?
উঃ আয়রণ ডি সালফাইড।
117. সবচেয়ে হালকা মৌল কোনটি?
উঃ হাইড্রোজেন
118. সবচেয়ে ভারী মৌল?
উঃ ইউরেনিয়াম
119. ইউরেনিয়ামের আনবিক ভর কত?
উঃ ২৩৮
120. বায়ু একটি?
উঃ মিশ্র পদার্থ
121. যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উঃ হিমাঙ্ক
122. সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ?
উঃ আনান সেপটিয়াম
123. যৌগিক পদার্থ নয় কোনটি?
উঃ বায়ু
124. নিষ্ক্রিয় মৌল কোনটি?
উঃ জেনন
125. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
উঃ জিপসাম
126. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়?
উঃ শূন্য ডিগ্রী
127. জল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?
উঃ ১০০ ডিগ্রী
128. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না?
উঃ অনু
129. পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি?
উঃ ইলেকট্রন
130. পরমানুতে কি সমান থাকে?
উঃ ইলেকট্রন প্রোটনের সংখ্যা
131. নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?
উঃ ১
132. পরমানুর প্রোটনের সংখ্যাকে কি বলে?
উঃ পারমানবিক সংখ্যা
133. সংকর ধাতু পিতলের উপাদান?
উঃ তামা ও দস্তা
134. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
উঃ সূর্যরশ্মি
135. প্রথম পারমানবিক ভরের ধারনা দেন?
উঃ জন ডাল্টন
136. ১ মোল বস্তুতে অনুর সংখ্যাকে বলে?
উঃ অ্যাভোগেড্রো সংখ্যা
137. অ্যাভোগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়?
উঃ N
138. আইসোটোপে কি ভিন্ন থাকে?
উঃ ভর সংখ্যা
139. আইসোটনে কি সমান থাকে?
উঃ নিউট্রন
140. আইসোবারে কি ভিন্ন থাকে?
উঃ প্রোটন সংখ্যা
141. ফ্যাটি অ্যাসিড কোষের মাইটোকন্ড্রিয়াতে বিটা কার্বনে জারিত হয়ে যে প্রক্রিয়ায় অ্যাসিটাইল কো এ অনু উৎপন্ন করে, তাকে বিটা জারন বলে।
142. ফ্যাটি অ্যাসিড মিথাইল গ্রুপে জারিত হয়ে যে প্রক্রিয়ায় ডাই কার্বক্সিলিক ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে, তাকে ওমেগা জারণ বলে।
143. রক্তে আমাইনো অ্যাসিডের ভান্ডার কে বলা হয় আমাইনো আসি পুল।
144. রক্তে যে সমস্ত স্নেহ দ্রব্যগুলি দেখা যায় সেগুলি হল?
উঃ প্রশমিত।
145. স্নেহদ্রব্য, মুক্ত কোলেস্টেরল, লেসিথিন ইত্যাদি।
146. দুধ, ডিম, মাছ মাংস এগুলি প্রথম শ্রেণির প্রোটিনের উদাহরণ। এদের জৈব মূল্য সবচেয়ে বেশি।
147. যে পদ্ধতির সাহায্যে বিভিন্ন প্রকার খাদ্য থেকে উৎপন্ন তাপকে বা দেহ থেকে উৎপন্ন তাপকে ক্যালরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, তাকে কালরিমিতি বলে। প্রতি গ্রাম কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের স্থিতিশক্তি ও ক্যালরিশক্তি যথাক্রমে 4.1, 2, 3, 4, Kcal
উঃ রিকেট, টিট্যানি হাড় ও দাঁতের ক্ষতি। এর শারীরবৃত্তীয় কাজ হল দাঁত ও হাড়ের গঠন, রক্ততঞ্চন ইত্যাদি।
149. পটাশিয়ামের শারীরবৃত্তীয় কাজগুলি হল কোশীয় বিক্রিয়া নিয়ন্ত্রণ করা, কার্বন ডাই-অক্সাইড, পরিবহণ করা, স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করা।
150. অগ্ন্যাশয় নিঃসৃত উৎসেচকগুলি হল অ্যামাইলেজ, মলটেজ, ট্রিপসিন, কাইমেট্রিপসিন, লাইপেজ।
151. যকৃৎ নিঃসৃত উৎসেচকগুলি হল?
উঃ মলটেজ, ল্যাকটোজ, অ্যামাইলেজ।
152. আন্ত্রিক গ্রন্থি নিঃসৃত উৎসেচকগুলি হল?
উঃ সুক্রোজ, ইরিপসিন, নিউক্লিয়েড, লাইপেজ।
153. যেসব স্বভভাজী উদ্ভিদ অজৈব মৌল দ্বারা খাদ্য তৈরি করে সেইসব উদ্ভিদকে বলে অশ্বভোজী বা লিথোট্রপ।
154. অজৈব যৌগ বিশ্লিষ্ট করে শক্তির দ্বারা খাদ্য সংশ্লেষ করে যে স্বভোজী জীব, তাদের বলা হয় রাসায়নিক অশ্বভোজী বা কেমোলিথোট্ট।
155. সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অজৈব মৌলের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে যে সকল স্বভোজী উদ্ভিদ, তাদের বলা হয় আলোক অশ্বভোজী বা ফোটোঅটোট্রফ।
156. মানুষের মোট ওজনের শতকরা 60-70 ভাগ জল। প্রোটোপ্লাজমের 60-90 % জল। মানুষের রক্তরস ও পেশিতে যথাক্ৰমে 90-92 % এবং 50 % জল বর্তমান। প্রতিদিন আমাদের প্রায় তিন লিটার জল প্রয়োজন হয়।
157. ইউগ্লিনায়-মৃতজীবীয় এবং হলোফাইটিক উভয়প্রকার পুষ্টি পদ্ধতি দেখা যায়।
158. ভিনিগারের অপর নাম কী?
উঃ অ্যাসেটিক অ্যাসিড।
159. মিউরিয়াটিক অ্যাসিডের সংকেত কী?
উঃ HCI
160. বিশুদ্ধ জলের pH এর মান কত?
উঃ 7
161. মিল্ক অব ম্যাগনেশিয়া কী?
উঃ ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড।
162. তাপ ও তড়িতের কু-পরিবাহী এমন একটি পদার্থের নাম লেখো।
উঃ অভ্র।
163. তামার প্রধান আকরিকটির নাম লেখো।
উঃ জিংকব্লেন্ড।
164. ডিনামাইট প্রস্তুত করতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়?
উঃ গ্লিসারল।
165. তড়িতের সর্বোত্তম পরিবাহী ধাতু কোনটি?
উঃ রুপা।
166. তড়িৎ বিয়োজন তত্ত্বটির প্রবক্তা কে?
উঃ আরহেনিয়াস।
167. অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য ব্যবহৃত পদার্থটির নাম লেখো।
উঃ পোড়াচুন।
168. অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটির নাম লেখো।
উঃ বক্সাইট।
169. চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে কালো রং -এর পদার্থ উত্পন্ন হয় তার নাম কী?
উঃ চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2504) যোগ করলে সালফিউরিক অ্যাসিড চিনির সব জলীয় উপাদান শোষণ করে চিনিকে কালো কার্বনে পরিণত করে।
170. স্বর্ণকারের কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়ে বায়ুমণ্ডলকে দুষিত করে?
উঃ নাইট্রোজেন ডাই-অক্সাইড (Noz) গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে।
171. ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম কী?
উঃ ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম হল সালফার ট্রাই-অক্সাইড|
172. অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কী?
উঃ তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) এবং এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের (HNO3) মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে।
173. অয়েল অফ ভিট্রিয়ল -এর রাসায়নিক নাম ও সংকেত লেখো।
উঃ সালফিউরিক অ্যাসিড এবং এর সংকেত হল H2504।
174. একটি বায়ু দূষক গ্যাসের নাম লেখো?
উঃ সালফার ডাই-অক্সাইড (so2)।
175. একটি বরধাতুর নাম লেখো।
উঃ প্লাটিনাম।
176. একটি জারক অ্যাসিডের নাম লেখো।
উঃ নাইট্রিক অ্যাসিড।
177. একটি অজারক অ্যাসিডের নাম লেখো।
উঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড।
178. অম্ল বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো।
উঃ সালফার ডাই অক্সাইড।
179. তীব্র জল শোষক অ্যাসিডটির নাম লেখো।
উঃ গাঢ় সালফিউরিক অ্যাসিড।
180. বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
উঃ মিউরিয়াটিক অ্যাসিড।
181. একটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো।
উঃ ক্রিপটন।
182. একটি জৈব সারের নাম লেখো।
উঃ ইউরিয়া।
183. একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও।
উঃ NaOH
184. একটি তড়িৎবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
উঃ খাদ্যলবণ।
185. একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
উঃ চিনির দ্রবণ, গ্লিসারিন, পেট্রোল, কেরোসিন, ইথার, বেঞ্জিন, অ্যালকোহল
186. মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড উৎপন্ন হয়?
উঃ HCl
187. জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
উঃ ৫৩৭ ক্যালোরি/গ্রাম
188. চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক হ্রাস পায় না বৃদ্ধি পায়?
উঃ বৃদ্ধি পায়।
189. কোন তাপকে থার্মোমিটারে ধরা হয় না?
উঃ লীনতাপকে।
190. সি জি এস পদ্ধতিতে লীনতাপের একক কী?
উঃ সি জি এস পদ্ধতিতে লীনতাপের একক ক্যালোরি/গ্রাম।
191. জলের স্ফুটনাঙ্ক কত?
উঃ ১০০ ডিগ্রী সেলসিয়াস।
192. বরফের গলনাঙ্ক কত?
উঃ ০ ডিগ্রী সেলসিয়াস।
193. বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি?
উঃ লবণ জলের।
194. নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই এমন দুটি পদার্থের নাম লেখো।
উঃ মোম এবং কাঁচ।
195. তাপ প্রয়োগে গলে না এমন দুটি পদার্থের নাম লেখো।
উঃ ম্যাগনেশিয়াম অক্সাইড এবং ক্যালশিয়াম অক্সাইড।
196. প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কী?
উঃ প্রেসার কুকার যন্ত্রে আবদ্ধ পাত্রে জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে ১০০ ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় ফোটানো হয় বলে রান্না খুব তাড়াতাড়ি হয়।
197. রকেটে ও জেটপ্লেনে নিউটনের কোন নীতিটি কার্যকর করা হয়েছে?
উঃ নিউটনের তৃতীয় গতিসূত্রটি কার্যকর করা হয়েছে।
198. ডানামোতে কোন শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়?
উঃ যান্ত্রিক শক্তি তড়িত শক্তিতে রুপান্তরিত হয়।
199. চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের কত অংশ?
উঃ ১/৬ অংশ।
200. বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে?
উঃ স্থিতিশক্তি।
201. নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
উঃ দ্বিতীয় সূত্র থেকে।
☺ (যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)
সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন এবং পিডিএফ টি পেতে টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করুন।
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।