100+ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF | Life Science Questions and Answers PDF Download
100+ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF | Life Science Questions and Answers PDF Download- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 100+ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF | Life Science Questions and Answers PDF Download প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 100+ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF | Life Science Questions and Answers PDF Download. নিচে 100+ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF | Life Science Questions and Answers PDF Download গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।
100+ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF | Life Science Questions and Answers PDF Download
1. একটি মিশ্র স্নায়ুর নাম লেখ।
উত্তর: ভেগাস
2. মানুষের দীর্ঘ স্নায়ুর নাম কি?
উত্তর: সায়াটিক নার্ভ
3. দুটি নিউরনের সংযােগস্থলকে কি বলে?
উত্তর: সাইন্যাপস
4. কোষ কথাটির স্রষ্টা কে?
উত্তর: রবার্ট হুক
5. কোন জীবকে কেলাসিত করা যায়?
উত্তর: ভাইরাস নামক জীবকে।
6. হেপাটাইসিস-বি ভাইরাস কোন রােগের কারণ?
উত্তর: জন্ডিস
7. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ?
উত্তর: আরশােলা
8. ইনসুলিনের অভাবে কি রােগ হয়?
উত্তর: ডায়াবেটিস
9. মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি?
উত্তর: লিভার
10. দেহ কোষের বিভাজন কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়?
উত্তর: মাইটোসিস
11. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-
উত্তর: গ্লাইকোজেন।
12. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে–
উত্তর: জেনেটিক্স
13. কোন খাদ্যে প্রােটিন বেশি?
উত্তর: মসুর ডাল।
14. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রােগের সম্পর্ক আছে?
উত্তর: খেসারী
15. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর: জল সেচ
16. জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
উত্তর: শুশুক
17. যে সব অণুজীব রােগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর: প্যাথজেনিক
18. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের
19. ভাইরাস জনিত রােগ নয় কোনটি?
উত্তর: নিওমােনিয়া
20. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে?
উত্তর: ইভােলিওশন
21. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর: ট্রিপসিন
22. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬ টি
23. মানুষের রক্তে লােহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর: প্লিহাতে
24. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর: অগ্ন্যাশয় হতে
25. কোনটি এ্যান্টিবায়ােটিক?
উত্তর: পেনিসিলিন
26. হাড় ও দাঁতকে মজবুত করে?
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
27. জন্ডিসে আক্রান্ত হয়–
উত্তর: যকৃত
28. সবচেয়ে বড় ভাইরাস হল-
উত্তর: গাে-বসন্তের ভাইরাস
29. সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
উত্তর: রবার্ট হুক
29. কোনাে পরিবহন তন্ত্র নেই-
উত্তর: ছত্রাকের
30. টিস্যুর গঠনগত একক কি?
উত্তর: কোষ।
31. ঝিনুকের রক্তে কি নেই?
উত্তর: হিমােগ্লোবিন।
32. মানুষের ক্রোমােজোম সংখ্যা কতটি?
উত্তর: ৪৬
33. গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?
উত্তর: আথ্রোপােডা
34. কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?
উত্তর: ১৯৭২
35. মুক্তায় কত ভাগ CaC03 থাকে?
উত্তর: ৮৮-৯০ ভাগ।
36. প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?
উত্তর: প্রানীবৈচিত্র্য
37. চিংড়ির চাষকে কি বলে?
উত্তর: Prawn culture
38. Fauna বলতে কি বুঝায়?
উত্তর: প্রাণীকূল
39. ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?
উত্তর: গ্রীষ্মকাল
40. ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?
উত্তর: কাইটিন
41. “আমা” শব্দের অর্থ কি?
উত্তর: সাগর কন্যা
42. DNA কোথায় থাকে?
উত্তর: নিউক্লিয়াসে
43. কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়?
উত্তর: ১৯৫০
44. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়-
উত্তর: ছােলা
45. মাছ চাষের জন্য উপকারী জল হল-
উত্তর: ক্ষার ধর্মী জল
46. সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?
উত্তর: সুইফট বার্ড
47. মাছের প্রাকৃতিক খাবার হল-
উত্তর: প্লাংকটন।
48.বানরের হাত আছে কয়টি?
উত্তর: হাত নেই।
49. ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-
উত্তর: জুয়ােপ্ল্যাংকটন।
50. কলকাসুন্দা কি?
উত্তর: উপগুল্ম।
51. ব্ল্যাক টাইগার বলা হয়-
উত্তর: বাগদা চিংড়ি
52. রক্তকোষের উপাদান নয় কোনটি?
উত্তর: হিমােগ্লোবিন।
53. প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?
উত্তর: ২১
54. হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?
উত্তর: SARS
55. জীবদেহের কাজের একক কি?
উত্তর: কোষ
56. টয়ালিন কি পরিপাক করে?
উত্তর: শর্করা
57. ভাইরাস জনিত রােগ নয় কোনটি?
উত্তর: জ্বর
58. বিলিরুবিন কোথায় থাকে?
উত্তর: প্লীহায়
59. মানব দেহে জ্বীনের সংখ্যা কত?
উত্তর: ৪০০০০
60. মানব দেহের মােট কশেরুকার সংখ্যা কতটি?
উত্তর: ৩৩
61. সরল টিস্যু কত প্রকার?
উত্তর: ৩
62. পেশিগুলাে হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?
উত্তর: লিগামেন্ট
63. DNA আবিষ্কার হয় কত সালে?
উত্তর: ১৮৬৮
64. নাইট্রোজেন বেস কয় ধরনের?
উত্তর: ২
65. এইডস কোন ভাইরাসের জন্য হয়?
উত্তর: HIV
66. পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয়?
উত্তর: রেডিও আইসােটোপ
67. জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে?
উত্তর: প্লাজমিড
68. দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?
উত্তর: কচু
69. উদ্ভিদের গৌন উপাদান কয়টি?
উত্তর: ৮
70. মাশরুম নামে পরিচিত কোনটি?
উত্তর: এগারিকাস।
71. কোনটি গৌন উপাদান না?
উত্তর: Mg
72. Pteris কে বলা হয়-
উত্তর: সানফার্ন
73. ম্যালেরিয়া রােগ হয় কিসের অভাবে?
উত্তর: অ্যানােফিলিস মশা।
74. দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে?
উত্তর: ২
75. কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়?
উত্তর: ১৯২৭
76. পেনিলিসিলিন আবিষ্কার করেন কে?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং
77. যক্ষ্মার প্রতিষেধক কোনটি?
উত্তর: B.C.G
78. Father of Bacteriology বলা হয় কাকে?
উত্তর: লুই পাস্তুর
79. E.Coli মানবদেহের কোথায় থাকে?
উত্তর: অন্ত্রে
80. প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে?
উত্তর: জলজ
81. পচা রােগ হয় কোন সবজির?
উত্তর: আলু
82. জীবন্ত জীবাশ্ম কোনটি?
উত্তর: cycas
83. প্রাণী ও উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ICBN
84. biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: ল্যামার্ক।
85. শ্রেণী বিন্যাস ধাপ কয়টি?
উত্তর: ৭টি
86. ইবােলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয়?
উত্তর: নদী
87. Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: মৌমাছি
88. এক কোষী নয় কোনটি?
উত্তর: মেটাজোয়া
89. যকৃতের রােগ কোনটি?
উত্তর: জন্ডিস
90. বহুকোষী প্রাণী নয় কোনটি?
উত্তর: প্রােটোজোয়া
91. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
উত্তর: ক্রেসকোগ্রাফ
92.ফলের কয়টি অংশ থাকে?
উত্তর: ২টি
93. কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তর: সি
94. এপিগাইনাস ফুল-
উত্তর: লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি।
95. পাতা বেগুনী হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: ফসফরাস।
96. রক্তে PH এর মান কত?
উত্তর: ৭.২-৭.৪
97. মিউরেট অব পটাশ এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর: এমপি
98. রক্তজমাট বাধতে সাহায্যে করে কোন ধাতু?
উত্তর: ক্যালসিয়াম
99. কোনটি উপকারী পােকা?
উত্তর: নেকড়ে মাকড়সা
100. নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসে?
উত্তর: ধমনীতে
101. কৃষকের লাঙল বলা হয় কাকে?
উত্তর: কেঁচো।
102. ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তর: ৩
103. সাকারের সাহায্যে প্রজনন হয় না কোনটি?
উত্তর: পাথর কুচি
104. মেডুলা কিসের অংশ?
উত্তর: মস্তিষ্কের
105. মানব দেহের সবচেয়ে ছােট কোষ-
উত্তর: শ্বেত রক্তকণিকা।
106. দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িত-
উত্তর: মধ্য মস্তিষ্ক
107. জীবনের ভিত্তি বলা হয় কাকে?
উত্তর: প্রােটোপ্লাজম
108. খনিজ লবণ কি করে?
উত্তর: জৈবিক কাজে অংশগ্রহণ করে
109. কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়?
উত্তর: ১৮৩১
110. গ্লাইকোজেন কোথায় জমা থাকে?
উত্তর: Liver
111. মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রােটিন থাকে?
উত্তর: ৭৩%
112. মৌমাছির চাষ হলাে-
উত্তর: এপিকালচার।
113. DNA এর নাইট্রোজেন বেস কতগুলাে?
উত্তর: ৪টি
114. দুধে থাকে-
উত্তর: ল্যাকটিক এসিড
115. বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্টটিউব বেবীর জন্ম হয়?
উত্তর: ২০০১
106. এন্টিবায়ােটিকের কাজ-
উত্তর: জীবানু ধ্বংস করা
117. কোন প্রাণী শব্দ করতে পারে না?
উত্তর: চিতাবাঘ।
118. মাশরুম এক ধরণের-
উত্তর: ফাঙ্গাস
118. সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কি বলে?
উত্তর: বৃক্ষ
119. ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: পূর্ণাঙ্গ ব্যাঙ
120. হাইপােগাইনাস ফুল নয় কোনটি?
উত্তর: লাউ
121. মস্তিষ্কের আবরণীর নাম-
উত্তর: মেনিনমেস
122. হিমােগ্লোবিন কোথায় থাকে?
উত্তর: রক্তরসে
☺ (যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)
সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন
আরও পড়ুন-
File Details:
File Name- jibikadisari.com- 100+ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর
File Format- pdf
Quality- High
File Size- 1 MB
File page- 12
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।