বিভিন্ন ফলের ভোজ্য অংশ পিডিএফ ডাউনলোড তালিকা | List Of Fruits And Their Edible Parts
বিভিন্ন ফলের ভোজ্য অংশ পিডিএফ ডাউনলোড তালিকা | List Of Fruits And Their Edible Parts:
এই টপিকটি থেকে প্রায়
সমস্ত রকম প্রতিযোগিতা
মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC
প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক
পরীক্ষায় আপনাদের
অনেক সুবিধা হবে।
বিভিন্ন ফলের ভোজ্য অংশ পিডিএফ ডাউনলোড তালিকা | List Of Fruits And Their Edible Parts
বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ |
---|
ফল | ফলের ধরণ | ভোজ্য অংশ |
---|---|---|
আম | ড্রুপ | মেসোকার্প |
আনারস | সোরোসিস | বৃত্তি |
তরমুজ | পেপো | মেসোকার্প, এন্ডোকার্প |
শসা | পেপো | মেসোকার্প, এন্ডোকার্প, বীজ |
পেঁপে | বেরি | মেসোকার্প |
আপেল | পোম | থ্যালামাস |
খেজুর | বেরি | পেরিকার্প |
কলা | বেরি | মেসোকার্প |
পেয়ারা | বেরি | থ্যালামাস, পেরিকার্প, প্ল্যাকোন্টা |
আঙুর | বেরি | পেরিকার্প ও অমরা |
নারকেল | ড্রুপ | এন্ডোস্পার্ম |
কয়েতবেল | অ্যাম্পিসারিয়া | শাঁসালো এন্ডোকার্প ও অমরা |
কাজু | নাট | কোটাইলেডন এবং পেডানকল |
বাদাম | লোমেন্টাম | বীজ/কোটাইলেন্ডস |
কাঁঠাল | সোরোসিস | বৃত্তি, বীজ ও পেরিয়ান্থ |
কমলালেবু | হেসপেরিডিয়াম | রসালো অমরা |
স্ট্রবেরি | এটারিও অ্যাকিন | মাংসল থ্যালামাস |
লিচু | নাট | আরিল |
ন্যাসপাতি | পোম | মাংসল থ্যালামাস |
ডুমুর | সাইকোনাস | মাংসল থ্যালামাস |
ধান | শ্বেতসার যুক্ত | ক্যারিওপমিস এন্ডোস্পার্ম |
গম | শ্বেতসার যুক্ত | এমব্রায়ো ও এন্ডোস্পার্ম |
ভুট্টা | শ্বেতসার যুক্ত | ক্যারিওপমিস এন্ডোস্পার্ম |
ছোলা | লেগিউম | বীজপত্র |
মটর | লেগিউম | বীজপত্র |
টমেটো | বেরি | পেরিকার্প, মেসোকার্প ও এন্ডোকার্প |
সরিষা | সিলিকূয়া | বীজ |
আতা | এটারিও অব বেরিস | পেরিকার্প |
বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ প্রশ্ন ও উত্তর নমুনা
1. বেদানার ভোজ্য অংশ কোনটি?
উত্তর- রসালো বীচত্বক
2. ছোলার ভোজ্য অংশ কোনটি?
উত্তর- বীজপত্র
3. আমের ভোজ্য অংশ কোনটি?
উত্তর- মেসোকার্প
4. নারকেলর ভোজ্য অংশ কোনটি?
উত্তর- এন্ডোস্পার্ম
বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ তালিকা PDF ডাউনলোড
আরও পড়ুন-
File Details:
File Name- jibikadisari.com- বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 3
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।