লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক- Here, is the best place for
you to download General Knowledge Bengali Version লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF. Jibikadisari give you All
competitive exam Special free লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post
exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or
any other entrance exam. লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF is very important for
Preparation all examinations. You can also download GK, GI, Math, Question
Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this
www.jibikadisari.com to
Download লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF. The direct link Of this লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF Download has been given below.
লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF-
jibikadisari.com চাকরির
পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়
যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS |
WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway
Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান,
ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে
অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF. নিচে লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF টি যত্নসহকারে
পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।
লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক
1. শিকাগো ধর্ম-মহাসম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর- ১৮৯৩
2. ১৯৯০-৯৯ দশকে ভারতবর্ষের জনসংখ্যার বার্ষিক গড় হার ছিল?
উত্তর- ১.৮%
3. সবুজ বিপ্লবের সফলতম সময় হল?
উত্তর- নব্বই-এর দশক
4. 'শের-ই-পঞ্জাব' বলে পরিচিত ছিলেন?
উত্তর- লালা লাজপত রাই
5. ১৮৫৭ সালের মহাবিদ্রোহতে ভারতের সর্বপ্রথম জাতীয় সংগ্রাম' বলে কে ভিহিত করেন?
উত্তর- সাভারকর
6. কোন অঞ্চলে মুক্তা আহরণের জন্য চাষ করা হয়?
উত্তর- তুতিকোরিন
7. নিম্নলিখিত কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি হয়?
উত্তর- সি ভিটামিন
8. প্রধানমন্ত্রীকে?
উত্তর- লোকসভা নির্বাচন করে এবং রাষ্ট্রপতি নিয়োগ করেন
9. ২০০০ সালে পুলিটজার পুরস্কার যিনি পেয়েছেন তিনি হলেন?
উত্তর- ঝুম্পা লাহিড়ী
10. সেপ্টেম্বর ২০০১ সালে বর্ণ-বৈষম্যবাদ-বিরোধী বিশ্ব সম্মেলন যে শহরে অনুষ্ঠিত হয় তা হল?
উত্তর- ডারবান
11. রেফ্রিজারেশন খাদ্য সংরক্ষণে সাহায্য করে?
উত্তর- খাদ্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার বেগ প্রভূতভাবে হ্রাস করিয়ে
12. কোনও কোনও গাড়িতে একটি অতিরিক্ত হলুদ রং-এর হেডলাইট থাকে, কারণ?
উত্তর- হলুদ রং-এর আলো কুয়াশার মধ্যে প্রবেশ করতে পারে তাই কুয়াশাযুক্ত রাতে রাস্তা ভালোভাবে আলোকিত করতে পারে
13. সাতবাহনের আমলে একটি গুরুত্বপূর্ণ বন্দর হল?
উত্তর- সোপারা
14. ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম প্রবর্তন করেন?
উত্তর- রমেশচন্দ্র দত্ত
15. নিম্নলিখিত কোন ধাতুটি সর্বোৎকৃষ্ট তাপ ও বিদ্যুৎ পরিবাহী?
উত্তর- তামা
16. ২০০১ সালের ২৪শে এপ্রিল প্যারিসে যে ব্যক্তিকে "দি নাইট অব দি লিজিয়ন অব অনার" সম্মানে ভূষিত করা হয় তিনি হলেন?
উত্তর- জুবিন মেহতা
17. সম্প্রতি 'নন্দনকানন' সংবাদ শিরোনামে আসার কারণ হল?
উত্তর- সাদা বাঘের মৃত্যু
18. আবদুর রজ্জাক কোন শাসকের রাজ্যে পর্যটন করেন?
উত্তর- দ্বিতীয় দেবরায়
19. কৃষ্ণদেব রায় তাঁর বিখ্যাত গ্রন্থ 'অমুক্তমাল্যদা' রচনা করেন?
উত্তর- তেলেগু
20. শিবাজী ১৬৬৫ খ্রীষ্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে?
উত্তর- জয়সিংহ
21. নিম্নলিখিত সংক্রামক রোগের কোনটি জীবাণু দ্বারা সংক্রামিত হয়?
উত্তর- হাম
22. ১৯০৭ সালে জামার্নীতে ভারতের ত্রিবর্ণ-রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন?
উত্তর- মাদাম ভিখার্জী রুস্তম কামা
23. ভারত সরকার রাউলাট আইন প্রবর্তন করেন খ্রীষ্টাব্দে?
উত্তর- ১৯১৯
24. যে রাজ্যের একটি অংশ আলাদা করে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয় সেটি?
উত্তর- মধ্যপ্রদেশ
25. সিন্ধু কোন নদীগোষ্ঠীর অন্তর্গত?
উত্তর- পূর্ববর্তী নদী
26. কোনটি খাড়ীয় বদ্বীপ?
উত্তর- মিসিসিপির বদ্বীপ
27. শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রীষ্টাব্দে?
উত্তর- 1893 সালে 11 সেপ্টেম্বর
28. নীল-দর্পণ' গ্রন্থের লেখক কে?
উত্তর- দীনবন্ধু মিত্র
29. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ন্টি সবচাইতে দুর্বল?
উত্তর- ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স
30. তত্ত্ববোধিনী পত্রিকা শুরু করেন কে?
উত্তর- দেবেন্দ্রনাথ ঠাকুর
31. সৌরশক্তির কারণ হইল?
উত্তর- নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া
32. হিন্দু মহিলাদের বিদ্যালয় প্রথম স্থাপন করেন?
উত্তর- বেথুন বালিকা বিদ্যালয়, 1849 সালে প্রতিষ্ঠিত হয়েছিল
33. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?
উত্তর- ডব্লিউ সি ব্যানার্জী 1885
34. অক্টোবর, 2002 সালের কম্যুনিস্ট পার্টি কংগ্রেসে জিয়াং জেমিনের স্থলেচীনের রাষ্ট্রপতি হিসাবে কে কার্যভার গ্রহণ করেন?
উত্তর- হু জিনতাও
35. "স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তাহা চাই"- বলিয়াছিলেন?
উত্তর- বালগঙ্গাধর তিলক
36. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়?
উত্তর- 1919 সালে
37. "AIDS" হইল?
উত্তর- ভাইরাস ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগগুলি হলো এডস, গুটিবসন্ত, সাধারণ ঠাণ্ডা লাগা, পোলিও মাইলেটিস, জলাতঙ্ক, রুবেলা, প্রসার্স, সিনগেলস, জলবসন্ত, পীতজ্বর, এনকেফেলাইটিস, হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, হাম, মাম্পস, মেনিনজাইটিস ইত্যাদি
38. কলসপত্রী উদ্ভিদ হইল?
উত্তর- পতঙ্গভুক
39. 1989 সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইডঘোষিত পশ্চিমবঙ্গের স্থানটি হইল?
উত্তর- বাঁকুড়ার পোড়ামাটির মন্দির
40. সুভাষচন্দ্র বসু ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা কোথায় করেন?
উত্তর- সিঙ্গাপুর
41. নিম্নের কোন প্রাণীটিকে চাষীর বন্ধু বলে?
উত্তর- কেঁচো
42. কুলীর ফ্র্যাকচার যাহার সহিত জড়িত তাহা হইল?
উত্তর- রেডিয়াস
43. ইউরোপিয়ান ইউনিয়নেব প্রধান কার্যালয় কোন্ শহরে অবস্থিত?
উত্তর- ব্রাসেলস
44. ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয়?
উত্তর- 1921 সালে
45. 27শে ফেব্রুয়ারী, 2002 কোল্ড ট্রেনটি গোধরার ঘটনার সঙ্গে জড়িত ছিল?
উত্তর- সবরমতী এক্সপ্রেস
46. মানুষের শরীরে কোনটি সবচাইতে কঠিন বস্তু?
উত্তর- এনামেল
47. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন?
উত্তর- সূর্য সেন
48. 'পরিব্রাজক ও বর্তমান ভারত' কার রচনা?
উত্তর- বিবেকানন্দ
49. ক্ষুদ্রচাষী উন্নয়ন সংস্থার (SFDA) কাজ কি?
উত্তর- (A) প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করা (B) কৃষি ও
অন্যান্য সংযুক্ত কাজের উন্নতি ঘটানো (C) গ্রামীণ হস্তশিল্প ও অন্যান্য গ্রামীণ শিল্পের উন্নতি ঘটানো।
উত্তর- সবগুলো সঠিক
50. 1498 খৃঃ ভাস্কো-ডা-গামা কোন বন্দরে অবতরণ করেন?
উত্তর- কালিকট
51. হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন?
উত্তর- সুভাষচন্দ্র বসু
52. 2010 সালের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়িয়া তোলার জন্য কোন দেশ সম্প্রতি ASEAN-এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করিয়াছে?
উত্তর- চীন
53. নর্মদা নদীর ওপর বাঁধ নির্মাণে প্রতিবাদ জানাতে গঠিত 'নর্মদা বাঁচাও আন্দোলন'-এর নেতা কে?
উত্তর- মেধা পাটকার
54. ভারতের স্বাধীনতার বিল পাশ হয়?
উত্তর- 22 জুলাই, 1947
55. সেপ্টিসিমিয়া হইল?
উত্তর- রক্ত বিষক্রিয়া
56. রক্ত প্রদানে সার্বজনীন দাতা হইল?
উত্তর- রক্তশ্রেণী “O”
57. তাজমহল ছাড়া ভারতের কোন পর্যটক আকর্ষণকারী স্থানটি সম্প্রতি পৃথিবীর ৫০টি অবশ্য দ্রষ্টব্য স্থানের তালিকাভুক্ত হইয়াছে?
উত্তর- অজন্তা গুহাসমূহ
58. দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংঘ প্রতিষ্ঠিত হয়?
উত্তর- 1985 সালে
59. স্কার্ভি যাহার স্বল্পতায় হয় তাহা হইল?
উত্তর- ভিটামিন C
60. শিখ গুরু তেগবাহাদুর-এর সমসাময়িক ছিলেন?
উত্তর- আওরঙ্গজেব
61. বাংলাদেশে দ্বৈত শাসন প্রবর্তন করেন?
উত্তর- লর্ড ক্লাইভ
62. ম্যালেরিয়া যাহার কারণে হয় তাহা হইল?
উত্তর- অ্যানোফিলিস মশা
63. স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হইলেন?
উত্তর- ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ
64. জলকে 7°C হইতে 1°C ঠান্ডা করিলে কি ঘটে?
উত্তর- ইহা প্রথমে সংকুচিত হয় কিন্তু পরে ইহার প্রসার ঘটে
65. আদালতের নির্দেশ অনুসারে কোন ভারতীয় শহরে সরকার পরিচালিত বাসগুলি ডিজেলের পরিবর্তে CNG ব্যবহারোপযোগী করিয়া তোলা হইতেছে?
উত্তর- নয়াদিল্লী
66. ভারতে কোন ব্যাধির ওপর গবেষণা ও নিয়ন্ত্রণের জন্য মাইক্রোসফ্ট চেয়ারম্যান বিল গেটস্ 10 কোটি ডলার দান করিয়াছেন?
উত্তর- এইডস্
67. মৌলানা মাসুদ আজহার পাকিস্তানে অবস্থিত কোন সন্ত্রাসবাদী দলের নেতা?
উত্তর- জৈশ-এ-মহম্মদ
68. যদি বায়ুর ঘনত্ব 1.30 গ্রাম প্রতি লিটার হয়, তাহা হইলে 7.8 গ্রাম বায়ুর আয়তন হইবে?
উত্তর- 6 লিঃ
69. রয়্যাল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উত্তর- 1791 সালে
70. 2002 সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপক হইলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি?
উত্তর- জিমি কার্টার
71. স্টেপডাউন ট্রান্সফরমারে কি বাড়িয়া যায়?
উত্তর- ভোল্টেজ
72. একটি তরলের সান্দ্রতা?
উত্তর- তাপমাত্রা বৃদ্ধিতে বাড়িয়া যায়
73. কাবেরী নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধের সহিত যুক্ত রাজ্যগুলি হইল?
উত্তর- তামিলনাডু ও কর্ণাটক
74. রঘুনাথ মন্দির যার উপর সন্ত্রাসবাদীরা 24শে নভেম্বর, 2002 হমলা চালায়, নিম্নলিখিত স্থানে অবস্থিত?
উত্তর- জম্মু
75. পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হইয়াছিল?
উত্তর- 1994 সালে
76. একজন মানুষের ওজন অধিকতর হয়?
উত্তর- মেরুতে
77. সম্প্রতি কোন ভারতীয় অঙ্গরাজ্য অর্ডিন্যান্স জারী করিয়া ধনস্তিরণ নিষিদ্ধ ঘোষণা করিয়াছে?
উত্তর- তামিলনাড়ু
78. ভারতের শেষ গভর্নর জেনারেল হইলেন?
উত্তর- রাজাগোপালাচারি
79. যে প্রাণীর আমাদের মতো দৃষ্টি আছে তাহা হইল?
উত্তর- ঘোড়া
80. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন?
উত্তর- পাল
81. ইস্ট ইন্ডিয়া কোম্পানী কাহার নিকট হইতে সনদ লাভ করেন?
উত্তর- রানী এলিজাবেথ
82. কোন অপরাধের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এল. কে. আদবানী সম্প্রতি মৃত্যুদণ্ডের প্রস্তাব করিয়াছেন?
উত্তর- ধর্ষণ
83. আগস্ট 2002 সালে 'ওয়ারল্ড সামিট অন সাস্টেইন্যাবল ডেভেলপমেন্ট' অনুষ্ঠিত হয়?
উত্তর- জোহানেসবার্গ-এ
84. ভারতবর্ষে ইংরাজী ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারীভাবে ঘোষিত হয়?
উত্তর- 1835 খ্রীষ্টাব্দে
85. কোন টেলিভিশন সংবাদ যাহা ওসামা বিন লাদেন মাধ্যম সম্প্রতি একটি ভিডিও টেপ প্রকাশ করিয়াছে রেকর্ড করা বলিয়া দাবি করা হইয়াছে?
উত্তর- অল্ জাজীরা
86. যাহার দ্বারা জীনগত সংকেত বাহিত হয় তাহা হইল?
উত্তর- নিউক্লিক অ্যাসিড
87. হাইড্রোজেন বোমা নীতির উপর নির্ভর করিয়া তৈয়ারী হয় তাহা হইল?
উত্তর- নিউক্লিয়ার ফিসন
88. ইরাকে রাষ্ট্রসংঘের অস্ত্র পর্যবেক্ষক দলের প্রধান কে?
উত্তর- হান্স ব্রিকস্
89. শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর- রনিল বিক্রমসিংহ
90. আকাশ নীল রঙের হয়, কারণ?
উত্তর- বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়
91. রাষ্ট্রপতি কোন একটি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারী করিতে পারেন?
উত্তর- 356 ধারায়
92. সুগ্রীম কোর্টের বিচারপতিরা কত বয়স পর্যন্ত কর্মে নিযুক্ত থাকেন?
উত্তর- 65 বৎসর
93. পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া অনুমোদন করেন কে?
উত্তর- জাতীয় উন্নয়ন পর্ষদ
94. ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন?
উত্তর- 18 ধারায়
95. ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উত্তর- লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
96. কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার পর পরিকল্পনা বিরতি ঘোষিত হইয়াছিল?
উত্তর- তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা
97. 'মনসব' কথাটির অর্থ কি?
উত্তর- পদমর্যাদা
98. গঙ্গানদীর মোহনায় যে নূতন দ্বীপের সৃষ্টি হইতেছে তাহার নাম কি?
উত্তর- লোথিয়ান দ্বীপ
99. পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠা প্রথমে হয়?
উত্তর- রাজস্থান
100. ভারতের সুপ্রীম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং কতজন সহ বিচারপতি থাকেন?
উত্তর- 25 জন বিচারপতি
101. আন্তার্জাতিক অর্থভান্ডার দ্বারা ভারতকে ঋণদানের প্রধান উদ্দেশ্য?
উত্তর- বৈদেশিক লেনদেন মেটানো
102. আফগানিস্তানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ কে সমালোচনা করিয়া কোন লেখক "The Algebra of Infinite Justice' লিখিয়াছেন?
উত্তর- ভি. এস, নইপল
103. ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল নামক শিল্পপতিদের সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর- 2001 সালে হলদিয়ায়
104. তিতুমীর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
উত্তর- ওয়াহবি
105. শিমবঙ্গের প্রধানতম ফসল ধান, মোট কৃষিজ জমির কতখানি অধিকার করিয়া আছে?
উত্তর- 60%
106. প্রথম বাংলা সংবাদপত্র?
উত্তর- সমাচার দর্পণ
107. একটি উন্নত অর্থীনতিতে সর্বাধিক কর্মসংস্থান হয়?
উত্তর- তৃতীয় ক্ষেত্রে
108. আকবরের আমলে 'জাবতী' ভূমি রাজস্ব প্রথা প্রবর্তন করেন?
উত্তর- রাজা টোডরমল
109. শ্রীচৈতন্যদেবের আবির্ভাব কোন আমলে?
উত্তর- নসরৎ শাহ্ (হোসেন শাহ ছিলেন চৈতন্যদেবের সমসাময়িক)
110. লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ হইল?
উত্তর- প্রবাল দ্বীপ
111. মারাঠা ও কেশরী পত্রিকা সম্পাদনা করেন?
উত্তর- বালগঙ্গাধর তিলক
112. কংগ্রেস 26শে জানুয়ারীতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নোক্ত কোন স্থানে গ্রহণ করিয়াছিল?
উত্তর- লাহোর
113. নেপানগরে উৎপাদন হয়?
উত্তর- নিউজপ্রিন্ট
114. কোন অঞ্চলটি মুক্তা আহরণের জন্য বিখ্যাত?
উত্তর- তুতিকোরিন
115. রাসবিহারী বোস প্রথমে কেরানী ছিলেন কোথায়?
উত্তর- দেরাদুন
116. রাজ্যসভার সদস্য সর্বাধিক কত বৎসরের জন্য সদস্য থাকিতে পারেন?
উত্তর- ছয় বৎসর
117. ভারতীয় সংবিধানে কয়টি তালিকা আছে?
উত্তর- বারোটি
118. অশোকের ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার প্রথম করেন?
উত্তর- জেমস প্রিন্সেপ
119. মুখ্য নির্বাচন আধিকারিককে অপসারণ করিতে পারেন?
উত্তর- পার্লামেন্ট (সংসদ)
120. সবুজ বিপ্লবের ফলে প্রভূত বৃদ্ধি পাইয়াছে?
উত্তর- গমের উৎপাদন
121. A.I.T.U.C.-এর প্রথম সভাপতি ছিলেন?
উত্তর- লালা লাজপৎ রাই
122. অনুশীলন সমিতির প্রথম সংগঠক ছিলেন?
উত্তর- প্রমথনাথ মিত্র
123. 'দুন' শব্দের অর্থ
উত্তর- অনুপ্রস্থ উপত্যকা
124. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত?
উত্তর- আবদুল গফ্ফর খান
125. গুরুকুল প্রতিষ্ঠিত হইয়াছিল?
উত্তর- হরিদ্বার-এ
126. ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে জনসংখ্যার ঘনত্ব সবচাইতে বেশী। তাহা হইল? (2001)
উত্তর- 767 প্রতি বর্গকিমি
127. 'অল ইন্ডিয়া হোম রুল' শুরু করেন?
উত্তর- অ্যানি বেসান্ত
128. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেকে পৃথক করিয়াছে?
উত্তর- 10 ডিগ্রী চ্যানেল
129. শিল্পনগরীর মাঝে ভারতের রূঢ় নামে পরিচিত কোন স্থান?
উত্তর- দুর্গাপুর
130. নিম্নে উল্লিখিত কোন অঞ্চলকে 'মরুস্থলী' বলা হয়?
উত্তর- ডেকান ট্র্যাপ
131. নিম্নবর্ণিত কোন্ ধারণাটি দেশের মোট জাতীয় আয় হিসাব করতে ব্যবহৃত হয় না?
উত্তর- নীট বৈদেশিক বিনিয়োগ
132. উৎপাদন বৃদ্ধির সঙ্গে নিম্নবর্ণিত কোনটি বৃদ্ধি পায়?
উত্তর- পরিবর্তনশীল ব্যয়
133. 'ভয়েস অফ ইন্ডিয়া' প্রকাশিত হইত?
উত্তর- মাদ্রাজ হইতে
134. ভারতে দারিদ্র সীমা নির্ধারিত হয়?
উত্তর- জনগণের জীবনযাত্রার মান দ্বারা
135. গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে বলা হয়?
উত্তর- ভাবর
136. পশ্চিম রাজস্থানের শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ?
উত্তর- 60 সেমি এর কম
137. বৌদ্ধ ধর্মগ্রন্থ 'ত্রিপিটক' কোন ভাষায় রচিত?
উত্তর- পালি
138. ভারতের সব্বোচ্চ Gravity বাঁধ হইল?
উত্তর- ভাকরা নাঙ্গাল
139. নিম্নলিখিত শক্তিগুলির মধ্যে, কোনটির উৎপাদনে জয়শলমীর ও যোধপুর উপযুক্ত স্থান?
উত্তর- সৌরশক্তি
140. সবচাইতে বেশী আনারসের চাষ কোন্ অঞ্চল হয়?
উত্তর- শিলং মালভূমি
141. ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য হইল?
উত্তর- 6000 কিমি
142. 1192 খ্রীঃ দ্বিতীয় তরাইনের যুদ্ধে মহম্মদ ঘুরীর হাতে কোন রাজা পরাজিত হইয়াছিলেন?
উত্তর- পৃথ্বীরাজ চৌহান
143. আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান?
উত্তর- সপ্তম
144. দিব্য কোন বিদ্রোহের নায়ক ছিলেন?
উত্তর- কৈবর্ত
145. নর্মদা নদী অমরকণ্টক মালভূমির যে পর্বত হইতে উৎপন্ন তাহা হইল?
উত্তর- মহাকাল
146. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন?
উত্তর- গুরুদাস বন্দ্যোপাধ্যায়
147. ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোকস্তম্ভের আবিষ্কার কোথা হইতে আসিয়াছে?
উত্তর- সারনাথ
148. ভারতের বৃহত্তম নদী গোদাবরীর দৈর্ঘ্য হইল?
উত্তর- 1465 কিমি
149. দার্জিলিং-এর নিকট অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম-এর উচ্চতা হইল?
উত্তর- 2247 মি:
150. গান্ধার শিল্প-কোন যুগে বিকশিত হয়?
উত্তর- কুষাণ
151. ভারতীয় সংবিধানের জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি আছে?
উত্তর- রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে
152. প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী বিস্তৃত?
উত্তর- উদয়পুর হইতে জয়পুর
153. আবহমণ্ডলের সর্বনিম্ন স্তর হল?
উত্তর- ট্রোপোস্ফিয়ার
154. কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক দেখিবার জন্য আছে?
উত্তর- অর্থ কমিশন
155. লবণ আন্দোলন (1930) শুরু হয় কোথা হইতে?
উত্তর- আমেদাবাদ
156. কোন অঞ্চলের মহিলাগণ 'জহর ব্রত' পালন করিতেন?
উত্তর- রাজপুতানা
157. ফরাক্কা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য হইল?
উত্তর- কলকাতা বন্দরকে রক্ষা করা
158. কোনটি অন্তর্বাহিনী নদী?
উত্তর- লুনি
159. ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তরটি?
উত্তর- গ্রাম পঞ্চায়েত
160. লিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে ক্রী দান ছিলেন?
উত্তর- গিয়াসুদ্দিন বলবন
161. গণপতি উৎসব উদ্বোধন করিয়াছিলেন?
উত্তর- বালগঙ্গাধর তিলক
162. ভারতীয় সংবিধানের সর্বোচ্চ পর্যায়ের ব্যাখ্যা ও বিশ্লেষণের জন্য আছেন?
উত্তর- সুপ্রীম কোর্ট
163. উপদ্বীপিয় ভারতের সর্ব্বোচ্চ পর্বতশৃঙ্গ?
উত্তর- আনাইমুদী
164. কোন সালে গান্ধী রাজদ্রোহের অভিযোগে ছয় বৎসরের জন্য বন্দী হন?
উত্তর- 1922
165. ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়?
উত্তর- 368 ধারার
166. এম. এন. রায়ের আসল নাম?
উত্তর- নরেন্দ্রনাথ ভট্টাচার্য
167. ভারতের ভারী ও মৌলিক শিল্পায়নের সঙ্গে যুক্ত?
উত্তর- দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা
168. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর- লর্ড ক্যানিং
169. 'শ্রীকৃষ্ণ বিজয়' কাব্য রচনা কে করেন?
উত্তর- মালাধর বসু
170. মায়োপিয়া সারাইবার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তর- উপযুক্ত ফোকাল লেংথসম্পন্ন কনভেক্স চশমার লেন্স
171. লৌহের সবচাইতে খাঁটি রূপ হইল?
উত্তর- রট আয়রন
Download লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF
এই লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
Also Read-
File Details:
File Name- লুসেন্ট জেনারেল নলেজ বেঙ্গলি ভার্সন বুক
Quality- High
File Size- 45 MB
File page- 450
File Location- Google Drive
Click Here To Download
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক,
হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।