Ads Area


জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর MCQ | Life Science Questions Answers MCQ

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর MCQ | Life Science Questions Answers MCQ


জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর MCQ | Life Science Questions Answers MCQ


জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর MCQ | Life Science Questions Answers MCQ- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর MCQ | Life Science Questions Answers MCQ প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর MCQ | Life Science Questions Answers MCQ. নিচে জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর MCQ | Life Science Questions Answers MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।



জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর MCQ | Life Science Questions Answers MCQ



1. স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয়?

উত্তর: পাকস্থলিতে 

2. Ca2+ কিসের ফ্যাক্টর?

উত্তর: রক্তের 

3. রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়?

উত্তর: জন্ডিস 

4. অ্যাক্সন কোথায় থাকে?

উত্তর: গুরুমস্তিস্কে 

5. রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি?

উত্তর: ইনসুলিন 

6. মধুর চিনি বা ফলের চিনিকে বলা হয়?

উত্তর: ফুক্টোজ 

7. ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে?

উত্তর: ফ্ল্যাভি ভাইরাস 

8. আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে?

উত্তর: ১৫ 

9. সালােকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি?

উত্তর: ২২-৩৫ 

10. আবিষ্কৃত অ্যামাইনাে এসিডের সংখ্যা কত?

উত্তর: ২৮ 

11. জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্যে বিদ্যমান কোনটিতে?

উত্তর: ভাইরাস 

12. প্রাণিজ আমিষের উৎস নয় কোনটি?

উত্তর: ডাল। 

13. হেপাটাইটিস B ছড়ায় কিসের মাধ্যমে?

উত্তর: রক্ত 

14. তেল খাদক হিসেবে কি ব্যবহার করা হয়?

উত্তর: ব্যাকটেরিয়া 

15. ভ্রূণ নষ্ট হয় কোন ভিটামিনের অভাবে?

উত্তর: A 

16. টুন্ডু রােগ হয় কিসের?

উত্তর: গম 

17. কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?

উত্তর: সি 

18. বায়ুর মাধ্যমে ছড়ায় কোন রােগটি?

উত্তর: যক্ষ্মা 

19. ভিটামিন-ই পাওয়া যায় কোনটিতে?

উত্তর: ভিটামিন ‘ই’ এর উৎস হল উদ্ভিজ্জ তেলসমূহ। 

20. মানুষের বৈজ্ঞানিক নাম–

উত্তর: Homo sapiens 

21. পাতার শীর্ষ কিনারা হলুদ হয় কিসের অভাবে?

উত্তর: K. 

22. পর্বের পরে কোন ধাপ?

উত্তর: শ্রেণি 

23. দস্তা সারের মূল উপাদান কি?

উত্তর: ZnSO4 

24. গােদ রােগের জীবাণু ছড়ায় কিসের মাধ্যমে?

উত্তর: কিউলেক্স মশা 

25. বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির?

উত্তর: শিম 

26. ফল বীজকে কি করে?

উত্তর: সুরক্ষিত করে 

27. পাতার সাহায্যে প্রজনন হয়–

উত্তর: পাথরকুচি

28. সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে?

উত্তর: সাইটোপ্লাজম 

29. পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায়?

উত্তর: HCl 

30. কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?

উত্তর: নিউক্লিয়াস 

31. পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়?

উত্তর: যকৃতে 

32. উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে?

উত্তর: মূলে ও কাণ্ডের অগ্রেভাগে 

33. শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়?

উত্তর: মুখে 

34. জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী?

উত্তর: হলুদ 

35. চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে?

উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি 

36. সালােকসংশ্লেষণের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে?

উত্তর: ক্লোরােপ্লাস্ট 

37. সালােকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে?

উত্তর: ক্লোরােপ্লাস্ট 

38. জীনতত্ত্বের জনক বলা হয় কাকে?

উত্তর: মেন্ডেল 

39. ভাইরাস অর্থ কী?

উত্তর: বিষ 

40. সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমােজোম পাওয়া যায় কোন উদ্ভিদে?

উত্তর: ফার্ণ

41. অ্যামাইনাে এসিড থাকে কিসের প্রাচীরে? 

উত্তর: ব্যাকটেরিয়া 

42. রাইজয়েড আসে কোন উদ্ভিদের?

উত্তর: মস

43. বংশ গতির ধারক ও বাহক কি? 

উত্তর: ক্রোমােজোম 

44. জলেতে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়?

উত্তর: অভিস্রবন

45. ক্লোন কিভাবে করা হয়? 

উত্তর: অযৌন প্রজনন প্রক্রিয়ায় 

46. মুক্ত শক্তির বাহক কোনটি?

উত্তর: ATP

47. RNA এর নাইট্রোজেন বেস কতটি? 

উত্তর: ৪ 

48. সালােকসংশ্লেষণ হয় পাতার কোথায়?

উত্তর: মেসােফিল টিস্যুতে

49. স্পিরুলিনা কি? 

উত্তর: শৈবাল 

50. মূলহীন উদ্ভিদকে কি বলে?

উত্তর: ঝাঁঝি

51. ছত্রাকের জীবন রহস্য উন্মােচনকারী বিজ্ঞানী কোন দেশের?

উত্তর: বাংলাদেশের 

52. সবচেয়ে বড় মুকুল হল- 

উত্তর: বাঁধাকপি

53. মানুষের করােটিক স্নায়ু কত জোড়া?

উত্তর: ১২ 

54. অ্যামিবা কোন পর্বের প্রাণী? 

উত্তর: প্রােটোজোয়া 

55. লােহিত কনিকার আয়ুকাল কত দিন?

উত্তর: ১২০ 

56. দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন কে?

উত্তর: ক্যারােলাস লিনিয়াস।

57. নাড়ীর স্বাভাবিক স্পন্দন?

উত্তর: 72/m 

58. পেশি কলা কয় ধরণের? 

উত্তর: ৫ 

59. লিপিড কোথায় দ্রবণীয়?

উত্তর: জলেতে 

60. সর্বজনীন রক্ত গ্রহিতা কোন গ্রুপ?

উত্তর: AB 

61. মানব দেহের সবচেয়ে প্রয়ােজনীয় খনিজ পদার্থ কোনটি?

উত্তর: সােডিয়াম 

62. খারাপ কোলেস্টেরল বলা হয় কোনটিকে?

উত্তর: HDL 

63. দাঁতের ক্ষয় রােধ করে-

উত্তর: ক্লোরাইড 

64. স্নায়ুতন্ত্র প্রধাণত কয় প্রকার?

উত্তর: ২ 

65. কত সালে পােলিও টিকা আবিষ্কার করা হয়?

উত্তর: ১৯১৩ 

66. শ্বেত রক্তকণিতাকে কী বলা হয়?

উত্তর: রক্তের প্রহরী 

67. নগ্নবীজ উদ্ভিদকে বলা হয়-

উত্তর: আদি উদ্ভিদ 

68. পাতার যে কোষে সালােকসংশ্লেষণ ঘটে?

উত্তর: প্যারেনকাইমা 

69. জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি?

উত্তর: ল্যাটিন। 

70. অক্সিজেনর অনুপস্থিতি থাকে কোন শ্বসনে?

উত্তর: অবাত 

71. লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? 

উত্তর: গুল্ম 

72. শস্যের ১ম কোষটি কি?

উত্তর: ত্ৰিপ্লয়েড 

73. ব্যাকটেরিয়া জনিত রােগ-

উত্তর: বসন্ত 

74. অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল?

উত্তর: গাঁদাফুল 

75. তােষাপাটের জীবন রহস্য উদঘাটন হয় কত সালে?

উত্তর: ২০১০ 

76. দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?

উত্তর: Copyehus Soularis 

77. পীতজ্বর হয় কিসের জন্য?

উত্তর: ইবােলা ভাইরাস 

78. কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে?

উত্তর: Fc 

79. হরমােন কিসের তৈরি?

উত্তর: প্রােটিন 

80. প্রাণীদেহে টিস্যু কত প্রকার?

উত্তর: ৪ 

81. কোষ্ঠকাঠিণ্য দূর করে কোনটি?

উত্তর: কার্বোহাইড্রেট 

82. রক্তে রক্তকণিকা কতভাগ?

উত্তর: ৪৫% 

83. কোলেস্টেরল কি জাতীয় পদার্থ?

উত্তর: স্নেহ

84. Taxonomy অর্থ কি?

উত্তর: শ্রেনিবিন্যাসতত্ত্ব 

85. সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়?

উত্তর: হাড়ে। 

86. গুল্ম নয়-

উত্তর: কালকাসুন্দা 

87. কোন ফলে বেশি লৌহ পাওয়া যায়?

উত্তর: কলা 

88. লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?

উত্তর: গুল্ম। 

89. সবচেয়ে বেশি আয়ােডিন কোথায় পাওয়া যায়?

উত্তর: সামুদ্রিক শৈবালে 

90. Penicillium কোন ধরণের ছত্রাক?

উত্তর: সবুজ ছত্রাক। 

91. বিবর্তন বা অভিব্যাক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলে?

উত্তর: ইভােলিউশন 

92. ভূ গর্ভস্থ কাণ্ড-

উত্তর: আদা 

93. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?

উত্তর: লাইপােপ্রােটিন 

94. প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে?

উত্তর: ১৭৬০ 

95. Biology শব্দের প্রবর্তক কে?

উত্তর: লেমার্ক। 

96. ভাইরাস মােজাইক রােম উৎপন্ন করে কোন গাছ?

উত্তর: তামাক 

97. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন?

উত্তর: ডঃ আব্দুলাহ আল মুতী। 

98. রাইজেইয়াম কিসের নাম?

উত্তর: ভাইরাস 

99. Bengal Planto বইটি লেখেছিল-

উত্তর: ডেভিড প্লেইন 

100. দুধ টক হওয়ার জন্য দায়ী কোনটি? 

উত্তর: ব্যাকটেরিয়া। 

101. মৌমাছি পালন বিদ্যাকে কি বলে?

উত্তর: এপিকালচার 

102. মাকসুদুল আলম জন্ম গ্রহণ করেন কোথায়?

উত্তর: ফরিদপুর 

103. উদ্ভিদ কয় প্রক্রিয়ায় শােষণ সম্পন্ন করে?

উত্তর: ৩ 

104. হেপাটাইসিস ‘ই’ কিসের মাধ্যমে ছড়ায়?

উত্তর: জল 

105. এনাটমির জনক-

উত্তর: আদ্রেভেসলিয়াস 

106. কোষঝিল্লি থাকে না কোন কোষে?

উত্তর: উদ্ভিদ 

107. কোষ শব্দটি প্রথম কোন গ্রন্থে সন্থান পায়?

উত্তর: Micrographia 

108. প্রাণীদেহের সঞ্চিত খাদ্যের নাম-

উত্তর: গ্লাইকোজেন 

109. ইবনে সিনা কে ছিলেন?

উত্তর: চিকিৎসক 

110. মাইটোকষ্ক্রিয়ায় কোন ধাতু পাওয়া যায়?

উত্তর: ক্যালসিয়াম 

111. The theory of natural selection কে প্রবর্তক করেন?

উত্তর: Charles Rosert Banwin 

112. বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলে?

উত্তর: সিনােসাইট 


(যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)

সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন


আরও পড়ুন-


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area