নার্সিং জীবন বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর | Nursing Life Science Questions and Answers
নার্সিং জীবন বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর | Nursing Life Science Questions and Answers- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নার্সিং জীবন বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর | Nursing Life Science Questions and Answers PDF প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নার্সিং জীবন বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর | Nursing Life Science Questions and Answers. নিচে নার্সিং জীবন বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর | Nursing Life Science Questions and Answers গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।
নার্সিং জীবন বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর | Nursing Life Science Questions and Answers
1. লাইকোপিনের রঙ-
উত্তর: লাল।
2. বায়ােগ্যাসে জলের পরিমাণ কত ভাগ?
উত্তর: ০.০১%
3. কোষের জীবন বলা হয় কাকে?
উত্তর: প্লাস্টিডকে
4. মেণ্ডেলের দ্বিতীয় সুত্রের অনুপাত কত?
উত্তর: ৩ : ১:১ : ১/৩
5. দেহের কোষ বিভাজন কত প্রকার?
উত্তর: ৩
6. DNA কি পরিমাণ অতিবেগুনী রশ্মি শােষণ করতে পারে?
উত্তর: অত্যন্ত বেশি
7. হ্রাসমূলক বিভাজন কোনটিকে বলে?
উত্তর: মিয়ােসিস
8. পাতা ঝরে পড়ার কারণ কি?
উত্তর: এসিড
9. স্থায়ী টিস্যু কত প্রকার?
উত্তর: ৩
10. পাতাকে সবুজ রাখে কোনটি?
উত্তর: পটাশিয়াম
11. পরিবহন টিস্যু তৈরি হয় কোন টিস্যু হতে?
উত্তর: জটিল
12. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়?
উত্তর: ATP
13. বংশগতির রাসায়নিক ভিত্তি কি?
উত্তর: DNA
14. সালােকসংশ্লেষণ কি প্রক্রিয়া?
উত্তর: জারণ বিজারণ
15. নিউক্লিওনকে নিউক্লিক এসিড বলা হয় কবে থেকে?
উত্তর: ১৮৯৯ সাল
16. প্রস্বেদন ঘটে কোথায়?
উত্তর: পাতায়
17. মানবদেহে DNA এর দৈর্ঘ্য কত?
উত্তর: ১৭৪ সে. মি.
18. চায়ের উপাক্ষারের নাম কি?
উত্তর: ক্যাফেইন
19. RNA কত প্রকার?
উত্তর: ৪
20. প্রস্বেদন কত প্রকার?
উত্তর: ৩
21. Biotechnology first used in__
উত্তর: ১৯১৯
22. মাটি থেকে গাছে খাদ্যরস পৌছায় কোন প্রক্রিয়ায়?
উত্তর: ব্যাপন
23. জৈবপ্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার হল-
উত্তর: প্লাস্টিড
24. জনন মুকুল কোনটির?
উত্তর: ফুলকপি
25. টিস্যু কালচার প্রধান উপাদান হল-
উত্তর: সপুষ্পক উদ্ভিদ
26. মরফিন ওষুধ যে গাছ থেকে তৈরি করা হয়-
উত্তর: পপি
27. একুশ শতকের বিজ্ঞান বলা হয় কোন বিজ্ঞান কে?
উত্তর: জীব।
28. উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যকে কি বলে?
উত্তর: শ্বেতসার
29. মিউসর বলা হয় কিসের ছত্রাক কে?
উত্তর: রুটি
30. দেহকোষ নয়-
উত্তর: শুক্রানু
31. উচ্ছায়ী তেল পাওয়া যায় না কোনটি হতে?
উত্তর: গাদা।
32. লােহিত ও শ্বেতরক্ত কনিকার অনুপাত কত?
উত্তর: ৮০০:১
33. পেঁকিশাক বাংলায় কি?
উত্তর: ফার্ন।
34. রক্তের গ্রুপ আবিষ্কার করেন-
উত্তর: কার্ল ল্যান্ডস্তেইনার
35. পত্ররপন্ধীয় প্রস্বেদনের হাঁর শতকরা কত ভাগ?
উত্তর: ৯০-৯৫%
36. মানুষের দুধ দাঁত কতগুলাে?
উত্তর: ২০টি
37. ছােট দিনের উদ্ভিদ নয় কোনটি?
উত্তর: মূল
38. দুগ্ধ জমাট বাধায় কোনটি?
উত্তর: রেজিন।
39. ফলের প্রধান অংশ কয়টি?
উত্তর: ৩
40. লালারসে কি পরিপাককারী এনজাইম থাকে না?
উত্তর: শর্করা
41. প্রাণীজগতের প্রধান পর্ব কয়টি?
উত্তর: ১০
42. ইনসুলিন কিসের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রন করে?
উত্তর: চিনি
43. কেঁচো, জোক কোন পর্বের প্রাণী?
উত্তর: আর্থোপােডা
44. একাধিক নিউক্লিয়াস থাকে কোন কোষে?
উত্তর: পেশি কোষে
45. Copsychus Saularis কোনটির বৈজ্ঞানিক নাম?
উত্তর: দোয়েল
46. ক্যারােটিন কোন বর্ণের জন্য দায়ী?
উত্তর: কমলা
47. তরল কানেকটিভ টিস্যু কত প্রকার?
উত্তর: ২
48. কোষের অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী?
উত্তর: ক্যান্সার
49. অস্থিমজ্জায় কি উৎপন্ন হয়?
উত্তর: রক্ত।
50. জাইগােট থেকে কি উৎপন্ন হয়?
উত্তর: ফল ও বীজ
51. উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি?
উত্তর: অ্যাড্রিনালিন গ্রন্থি।
52. রাইবােজোমে কি সংশ্লেষিত হয়?
উত্তর: প্রােটিন
53. হৃদপিণ্ডে প্রথম অস্ত্রোপচার করে কোন দেশে?
উত্তর: জার্মানি।
54. টিস্যুর কার্যকরী একক কী?
উত্তর: কোষ।
55. হৃদপিন্ডের প্রাচীরে কোন পেশী থাকে?
উত্তর: হৃদপেশী
56. পাতায় তৈরিকৃত খাদ্য পরিবহন করে কোনটি?
উত্তর: ফ্লোয়েম
57. ঘামগ্রন্থি কোন তন্ত্রের অংশ?
উত্তর: ত্বক তন্ত্রের
58. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নামকে কী বলে?
উত্তর: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি
59. ব্যাকটেরিয়া জনিত রােগ নয়-
উত্তর: হাম
60. প্লাজমিড কিসের মৌলিক হাতিয়ার?
উত্তর: জৈব প্রযুক্তির
61. বহুকোষী নয়-
উত্তর: ম্যালেরিয়া জীবাণু
62. সাইট্রিক এসিড পাওয়া যায়?
উত্তর: লেবু
63. প্রাণীজগতকে কয়টি দলে ভাগ করা যায়?
উত্তর: ৪০
64. মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তর: ৪
65. সরীসৃপ নয়-
উত্তর: ব্যাঙ
66. শৈবাল কী?
উত্তর: বর্ণময়।
67. উড়তে পারে না কিন্তু দৌড়াতে পারে-
উত্তর: উটপাখি
68. ক্লোরেলা কি?
উত্তর: শৈবাল
69. কোনটি সম্পূর্ন ফুল নয়?
উত্তর: লাউ
70. ধান বাদামী হওয়ার জন্য দায়ী কোনটি?
উত্তর: ছত্রাক
71. ব্রাক্ট কি?
উত্তর: পাতা।
72. চোখ মেলে ঘুমায় কোন প্রাণী?
উত্তর: মাছ
73. রক্ত কিসের মধ্যদিয়ে প্রবাহিত হয়?
উত্তর: রক্তবাহিকা
74. ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: মাছ।
75. মােট ওজনের কতভাগ রক্ত থাকে?
উত্তর: ৮
76. ICBN কিসের নামকরণ করে?
উত্তর: উদ্ভিদ
77. উচ্চ রক্ত বিশিষ্ট প্রাণী নয় কোনটি?
উত্তর: ব্যাঙ
78. প্রজাতির আগের ধাপ কি?
উত্তর: গণ।
79. হিমােগ্লোবিন কি রুপে অক্সিজেন পরিবহন করে?
উত্তর: অক্সিহিমােগ্লোবিন
80. Tenualosa ilisha কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: ইলিশ
81. দুধের শর্করাকে কি বলে?
উত্তর: ল্যাকটোজ
82. Chromatofour কিসে সাহায্য করে?
উত্তর: সালােকসংশ্লেষণ।
83. দুধের প্রােটিনের নাম কি?
উত্তর: কেসিন
84. T. T. টিকা কিসের প্রতিশেধক?
উত্তর: ধনুস্তংকার।
85. মানব দেহে সাধারনভাবে ক্রোমােজোম থাকে?
উত্তর: ২৩ জোড়া
86. পাট থেকে আঁশ ছড়াতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাকটেরিয়া
87. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়–
উত্তর: মাটির অম্লতা হাসের জন্য
88. কোলেস্টেরল এক ধরনের-
উত্তর: অসম্পৃক্ত এলকোহল
89. ক্যান্সার রােগের কারণ কি?
উত্তর: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
90. এপিকালচার বলতে বুঝায়-
উত্তর: মৌমাছির চাষ
91. মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: চারটি
92. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
উত্তর: সালফার
93. বিলিরুবিন তৈরি হয়-
উত্তর: প্লীহায়
94. ফল পাকানাের জন্য দায়ী কী?
উত্তর: ইথিলিন
95. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তর: মেলানিন
96. ডায়াবেটিস রােগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলাে-
উত্তর: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রােগ হয়
97. গাছের খাদ্য তালিকায় আছে-
উত্তর: N, P, K, S ও Zn
98. এনজিওপ্লাস্টি হচ্ছে-
উত্তর: হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানাে
99. DNA এর নাইট্রোজেন বেস-
উত্তর: গােয়ানিন
100. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তর: এডিস।
101. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন কে
102. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর: জলসেচ
103. Anatomy শব্দের অর্থ-
উত্তর: শারীরবিদ্যা
104. সালােকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-
উত্তর: লাল আলােতে
105. স্যালিক এসিড-
উত্তর: টমেটোতে পাওয়া যায়।
106. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
উত্তর: রেনিন।
107. নিউমােনিয়া রােগে আক্রান্ত হয় মানব দেহের-
উত্তর: ফুসফুস
108. কোন বিজ্ঞানী রােগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
উত্তর: লুইপাস্তুর
109. গ্রীন হাউজে গাছ লাগানাে হয় কেন?
উত্তর: অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
110. Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
উত্তর: ডলি।
111. চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন-বি কমপ্লেক্স
112. মানুষের ক্রোমােজোমের সংখ্যা কত?
উত্তর: ২৩ জোড়া
113. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: নাইট্রোজেনের
114. নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
উত্তর: নিউরন।
115. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৮ ইঞ্চি(প্রায়)
116. রক্তে হিমােগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা
117. মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-
উত্তর: এক–চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে।
118. হিমােগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ।
119. মূল নেই কোন উদ্ভিদে?
উত্তর: মিউকর
120. কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উট
121. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমােন কোনটি?
উত্তর: ইনসুলিন
122. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তর: ৩
123. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
উত্তর: বৃষ্টি
124. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক
125. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে–
উত্তর: পাশাপাশি দুটো দাঁতের দাগ
126. রক্তে হিমােগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা
127. ‘পিসিকালচার’ বলতে কি বােঝায়?
উত্তর: মৎস্য চাষ
128. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-
উত্তর: শ্বসন
129. মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
উত্তর: স্ফিগমােম্যানােমিটার
130. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
উত্তর: ক্রোমােজোম
131. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
উত্তর: নাইট্রোজেন
132. ডেঙ্গু জ্বরের বাহক–
উত্তর: এডিস।
133. ডায়াবেটিস রােগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রােগ হয়।
134. পেনিসিলিয়াম আবিস্কার করেন-
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং
135. কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?
উত্তর: শুশুক
136. এনজিও প্লাস্টি হচ্ছে-
উত্তর: হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানাে
137. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
উত্তর: কার্বন মনােক্সাইড
138. ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামাের জনক কে?
উত্তর: ওয়াটসন ও ক্রিক
(যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)
সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।