Parts of Speech বাংলায় বিস্তারিত PDF | পার্টস অফ স্পিচ PDF- Here, is the best place for you to Download Parts of Speech বাংলায় বিস্তারিত Pdf | পার্টস অফ স্পিচ PDF. Jibikadisari give you All competitive exam Special free Common general Knowledge in Bengali Pdf like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. Parts of Speech বাংলায় বিস্তারিত pdf | পার্টস অফ স্পিচ PDF is very important for Preparation all examinations.
Parts of Speech বাংলায় বিস্তারিত PDF | পার্টস অফ স্পিচ PDF
You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this www.jibikadisari.com to Download Parts of Speech বাংলায় বিস্তারিত pdf | পার্টস অফ স্পিচ PDF. The direct link Of this Parts of Speech বাংলায় বিস্তারিত pdf | পার্টস অফ স্পিচ PDF has been given below.
The Parts of Speech (দি পার্টস অফ স্পীচ)
বাক্যে যে শব শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ যে সব শব্দ দ্বারা বাক্য গঠিত হয় সেই সব শব্দগুলিকে বাংলা ভাষায় পদ বলা হয়। ইংরেজিতে এই সব পদ বা word- গুলিকে Parts of speech (পার্টস অফ স্পীচ) বলা হয়।
বাংলা ভাষায় মোট পাঁচ প্রকার পদ আছে। এই পদগুলি হল বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়।
ইংরেজি ভাষায় আট প্রকার পদ আছে।
যথা-
1. Noun (নাউন) বিশেষ্য পদ
2. Pronoun (প্রোনাউন) সর্বনাম পদ
3. Adjective (এ্যাডজেকটিভ) বিশেষণ পদ
4. Verb (ভার্ব) ক্রিয়াপদ
5. Adverb (এ্যাডভার্ব) বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ ও ক্রিয়া বিশেষণের বিশেষণ।
6. Preposition (প্রিপোজিশান) পদান্বয়ী অব্যয়
7. Conjunction (কনজ্যাংকশান) সংযোজক অব্যয়
8. Interjection (ইন্টারজেকশান) অনন্বয়ী অব্যয় বা বিস্ময়াদি সূচক অব্যয়। এবার Part of speech বা বিভিন্ন পদগুলির প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে।
1. Noun (নাউন): যে সব word দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, জাতি, শ্রেণি, স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ ইত্যাদির নাম বোঝায় তাদের Noun বলে।
যেমন– Ram (রাম), Book (বই), Cow (গোরু) Indian (ভারতীয়) Kolkata (কলকাতা), Morning (সকাল), Monday (সোমবার), Kindness (দয়া), Cruelty (নিষ্ঠুরতা) প্রভৃতি Noun- গুলিকে দুটি উপায়ে চেনা যায়। যেমন-
(১) আমরা যে সব বস্তু বা প্রাণীকে চোখে দেখি, কানে শুনি, শরীর দিয়ে স্পর্শ করি সেগুলি সব Noun
(২) যে সব গুণ, কার্য বা অবস্থাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই না সেগুলিও Noun|
2. Pronoun (প্রোনাউন): Noun -এর পরিবর্তে যে সব word ব্যবহার করা হয় তাদের Pronoun বলে।
যেমন- I (আমি), He (সে), They (তাহারা), My (আমার) ইত্যাদি।
3. Adjective (এ্যাডজেকটিভ): যে সব word কোনো Noun বা Pronoun -এর গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাদের Adjective বলে।
যেমন- Good (ভালো), Bad (মন্দ), Hot (গরম), Cold (ঠান্ডা), One (এক), Two (দুই) প্রভৃতি)।
4. Verb (ভার্ব): যে সব word দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদের Verb বলে।
যেমন- Go (যাওয়া), Come (আসা), Play (খেলা করা), Eat (খাওয়া) ইত্যাদি।
5. Adverb (এ্যাডভার্ব): যে সব word কোনো Adjective ও Verb- এর গুণ প্রকাশ করে বা অবস্থা নির্ণয় করে তাদের Adverb বলে।
যেমন- Very (অত্যন্ত), Quickly (তাড়াতাড়ি), Slowly (ধীরে), Loudly (জোরে, উচ্চৈ: স্বরে) প্রভৃতি।
Ram is a very good boy - রাম খুব ভালো ছেলে।
He is coming quickly - সে তাড়াতাড়ি আসছে।
He talks loudly - সে জোরে কথা বলে।
ওপরের প্রথম বাক্যটিতে Very শব্দটি good এই Adjective- এর গুণ প্রকাশ করছে; দ্বিতীয় বাক্যটিতে quickly শব্দটি is coming এই Verb- এর গুণ প্রকাশ করছে এবং তৃতীয় বাক্যটিতে loudly শব্দটি talks এই Verb- এর গুণ প্রকাশ করছে। সুতরাং এখানে very quickly এবং loudly এই শব্দ তিনটি Adverb। কখনো কখনো Adverb পদটি অন্য কোনো Adverb- এরও গুণ প্রকাশ বা অবস্থা নিরুপণ করে (Modify)। যেমন- He works very slowly - সে খুব ধীরে কাজ করে। এই বাক্যে very পদটি slowly এই Adverb- এর গুণ প্রকাশ করছে।
6. Preposition (প্রিপোজিশান): যে সব word দ্বারা বাক্যে ব্যবহৃত কোনো না কোনো Noun- এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাদের Preposition বলে।
যেমন- in (ভিতরে), out (বাইরে), for (জন্য), up (ওপরে), Down (নীচে), with (সঙ্গে) প্রভৃতি।
7. Conjunction (কনজাংকশান): যে সব word বাক্যে ব্যবহৃত অন্য দুইটি word- কে সংযুক্ত বা বিযুক্ত করে তাদের Conjunction বলে। যেমন- and (এবং), or (অথবা), but (কিন্তু) প্রভৃতি। Conjunction পদ সব সময় বাক্যের দুই বা ততোধিক শব্দকে যুক্ত অথবা বিযুক্ত করে।
যেমন- Ram and Shyam are two brothers - রাম এবং শ্যাম দুটি ভাই। এই বাক্যে 'and' শব্দটি Conjunction। আবার Rina or Bina will do it - রীণা অথবা বীণা এটি করবে। খানে 'or' শব্দটি Conjunction
8. Interjection (ইন্টারজেকশান): যে সব word দ্বারা বিস্ময়, আনন্দ, দুঃখ, ঘৃণা প্রভৃতি মনের কোনো ভাব বা আবেগ প্রকাশ করা হয় তাদের Interjection বলে। যেমন-
Oh (ও:) : (বিস্ময়সূচক)
Alas (এ্যালাস) হায় : (দু:খসূচক)
Hurrah (হুররে) কি মজা : (আনন্দসূচক)
Fie (ফাই) ছি : (ঘৃণাসূচক)
Interjection যোগে কয়েকটি Sentence- এর উদাহরণ
Oh ! What a splendid scenery it is ! -ও : কী চমৎকার দৃশ্য!
Alas ! his father is dead ! হায়, তার পিতা মারা গেছেন।
Hurrah ! we have won the game ! - কী মজা! আমরা খেলায় জয়লাভ করেছি।
Note: Interjection শব্দের পরে সব সময় বিস্ময়সূচক চিহ্ন (!) বসে। Parts of speech সম্বন্ধে মোটামুটি আলোচনা হল। এবার বিভিন্ন Parts of speech সম্বন্ধে পৃথকভাবে ও বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
Also Read-