রেলের বিগত বছরের প্রশ্ন | Railway Previous Year Questions
রেলের বিগত বছরের প্রশ্ন | Railway Previous Year Questions- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
রেলের বিগত বছরের প্রশ্ন | Railway Previous Year Questions
1. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত?
A. 22
B. 20
C. ২1
D. 24
উত্তর- D. 24
2. রিজার্ভ ব্যাংক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না?
A. অসম
B. জম্মু ও কাশ্মীর
C. নাগাল্যান্ড
D. এদের কোনটিই নয়
উত্তর- D. নাগাল্যান্ড
3. ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য কোনটি?
A. মধ্যপ্রদেশ
B. বিহার
C. হিমাচল প্রদেশ
D. আসাম
উত্তর- C. হিমাচল প্রদেশ
4. সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না?
A. লোহা
B. তামা
C. সোনা
D. ব্রোঞ্জ
উত্তর- লোহা
5. নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়?
A. CH4
B. CH6
C. C2H2
D. None of the above
উত্তর- A. CH4
6. হীরক রাসায়নিকভাবে-
A. খাঁটি সোনা
B. খাঁটি কয়লা
C. খাঁটি কার্বন
D. খাঁটি ক্যালসিয়াম কার্বনেট
উত্তর- C. খাঁটি কার্বন
7. রক্ততঞ্চনের জন্য কোন প্রোটিন দায়ী?
A. গ্লোবিউলিন
B. ফাইব্রোন
C. ফাইব্রিনোজেন
D. এদের কোনটিই নয়
উত্তর - C. ফাইব্রিনোজেন
8. ভারত কোনটির উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
A. নিকেল
B. কয়লা
C. ম্যাঙ্গানিজ
D. অভ্র
উত্তর - D. অভ্র
9. পাখিদের দেহের তাপমাত্রা কত?
A. ৩৯-৪০ ডিগ্রী সেলসিয়াস
B. ৪০-৪২ ডিগ্রী সেলসিয়াস
C. ৪৫-৪৮ ডিগ্রী সেলসিয়াস
D. ৫০-৫২ ডিগ্রী সেলসিয়াস
উত্তর - B. ৪০-৪২ ডিগ্রী সেলসিয়াস
10. প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কি মেশানো হয়?
A. ক্লোরিন
B. সালফার
C. কার্বন
D. নাইট্রোজেন
উত্তর - B. সালফার
11.RAM শব্দটির অর্থ কি?
A. Random Access Memory
B. Random Awerness Memory
C. Random All Memory
D. None of the above
উত্তর- A. Random Access Memory
12. বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে?
A. Tropopause
B. Ionosphere
C. Troposphere
D. কোনটিই নয়
উত্তর- B. Ionosphere
13. পার্লামেন্টের যুক্ত অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
A. রাষ্ট্রপতি
B. প্রধানমন্ত্রী
C. স্পিকার
D. উপরাষ্ট্রপতি
উত্তর- A. রাষ্ট্রপতি
14. জল রাসায়নিকভাবে একটি –
A. হাইড্রোক্সাইড
B. অক্সাইড
C. যৌগ
D. কোনটিইট নয়
উত্তর-জল রাসায়নিকভাবে একটি যৌগ
15. সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর?
A. 22
B. 21
C. 25
D. 18
উত্তর- C. সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর
16. ভারতে কেন্দ্রীয় ঔষধ গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
A. লক্ষ্নৌ
B. পুনে
C. ব্যাঙ্গালুরু
D. দিল্লী
উত্তর- A. ভারতে কেন্দ্রীয় ঔষধ গবেষণা প্রতিষ্ঠানটি লক্ষ্নৌতে অবস্থিত
17. যার সময়ে রাওলাট আইন পাশ হয়েছিল-
A. লর্ড মিন্টো
B. লর্ড চেম্সফোর্ড
C. লর্ড ডাফরিন
D. লর্ড ওয়েলিংটন
উত্তর- B. লর্ড চেম্সফোর্ড এর সময়ে ১৯১৯ সালে রাওলাট আইন পাশ হয়েছিল ৷ রাওলাট আইনকে black Act বা কালো আইনও বলা হয়
18. ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে কি বলে?
A. ম্যাকমোহন
B. Radcliffe
C. স্টাফোর্ড ক্রিফস
D. লোক
উত্তর- B. ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে Radcliffe লাইন বলে
19. বাণভট্ট কার সভাকবি ছিলেন?
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. কনিষ্ক
C. শশাঙ্ক
D. হর্ষবর্ধন
উত্তর- D. বাণভট্ট হর্ষবর্ধন এর সভাকবি ছিলেন
20. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
A. ১৫৫৬
B. ১৫২৬
C. ১৫৭৬
D. ১৭৬১
উত্তর- A. পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে হয়েছিল
21. হিন্দুস্তান এন্টিবায়োটিক প্লান্ট কোথায় অবস্থিত?
A. বেঙ্গালুরু
B. ঋষিকেশ
C. পুনে
D. দিল্লী
উত্তর- B. হিন্দুস্তান এন্টিবায়োটিক প্লান্ট ঋষিকেশ এ অবস্থিত
22.মানব রক্তের pH এর মাত্রা কত?
A. ৭
B. ৬.৫
C. ৭.৪
D. ৬
উত্তর- C. মানব রক্তের pH এর মাত্রা ৭.৪
23. রেডিও কার্বন যার বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়?
A. জীবাশ্ম
B. শিলা
C. পৃথিবী
D. পাথর
উত্তর- A. জীবাশ্ম এর বয়স নির্ণয়ে রেডিও কার্বন ব্যবহৃত হয়
24. কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল “বিক্রমাদিত্য”?
A. প্রথম চন্দ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. সমুদ্রগুপ্ত
D. স্কন্দগুপ্ত
উত্তর- B. গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর উপাধি ছিল বিক্রমাদিত্য
25. হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন?
A. গুপ্ত
B. মৌখরী
C. পুষ্যভূতি
D. ঔধ্যেয়
উত্তর- C. হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের রাজা ছিলেন
26. সিন্ধুর কোন হিন্দু সম্রাট আরব আক্রমণকারীদের দ্বারা পরাজিত ও নিহত হয়েছিলেন?
A. জয়সিংহ
B. জয়চন্দ্র
C. দাহির
D. ভীম
উত্তর- C. দাহির
27. কোন ব্যক্তি দিল্লির আটজন সুলতানের শাসন প্রত্যক্ষ করেছিলেন?
A. জিয়াউদ্দিন বারনি
B. মিনহাজ উস সিরাজ
C. আমির খসরু
D. শামস ই সিরাজ
উত্তর- ক. জিয়াউদ্দিন বারনি
28. কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মুহাম্মদ ঘোরীকে পরাজিত করেছিলেন?
A. পৃথ্বীরাজ চৌহান
B. দ্বিতীয় ভীম
C. জয়চন্দ্র
D. আনন্দপালা
উত্তর- A. পৃথ্বীরাজ চৌহান
29. মোহাম্মদ ঘোরীর কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন?
A. বখতিয়ার খলজি
B. কুতুবুদ্দিন আইবক
C. মুবারক খলজি
D. মির্জা হেকিম
উত্তর- A. বখতিয়ার খলজি
30. লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
A. সিকান্দার লোদী
B. বহলুল লোদী
C. ইব্রাহিম লোদী
D. দৌলত খান লোদী
উত্তর- B. লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বহলুল লোদী
31. নিম্নলিখিত কে বাবরের বাবা ছিলেন?
A. উমর শেখ মির্জা-II
B. আবু সৈয়দ মির্জা
C. কামরান মির্জা
D. উপরোক্ত কেউই নন
উত্তর- A. বাবরের পিতার নাম উমর শেখ মির্জা-II
32. বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন?
A. তুর্কি
B. পারসী
C. উর্দু
D. আরবি
উত্তর- A. বাবর তার আত্মজীবনী তুর্কি ভাষায় লিখেছিলেন
33. শিবাজীর মায়ের নাম কি ছিল?
A. অহল্যা বাঈ
B. জিজাবাঈ
C. অপর্ণাবাঈ
D. সারাবাঈ
উত্তর- B. শিবাজীর মায়ের নাম ছিল জিজাবাঈ
34. মুর্শিদকুলিখাঁ তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন?
A. কাশিমবাজার
B. মানগড়
C. মুর্শিদাবাদ
D. গৌড়
উত্তর- C. মুর্শিদাবাদ
35. আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. মোহাম্মদ ইকবাল
B. আবুল কালাম আজাদ
C. মোহাম্মদ আলী জিন্নাহ
D. স্যার সৈয়দ আহমেদ খান
উত্তর- D. আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান
36. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
A. শনি
B. বুধ
C. মঙ্গল
D. শুক্র
উত্তর- B. বুধ
37. নিচের কোনটি আন্তর্জাতিক তারিখ রেখা?
A. বিষুবরেখা
B. 0° দ্রাঘিমারেখা
C. ৯0° পূর্ব দ্রাঘিমা রেখা
D. ১৮0° দ্রাঘিমারেখা
উত্তর- D. ১৮0° দ্রাঘিমারেখা
38. কুশীনগর কোথায় অবস্থিত?
A. উত্তরপ্রদেশ
B. বিহার
C. মধ্যপ্রদেশ
D. নেপাল
উত্তর- A. উত্তরপ্রদেশ
39. কোন ধূমকেতু ৭৬ বছর পর পর দেখা যায়?
A. আল্ফ়া
B. হ্যালির ধূমকেতু
C. ডোনাটির
D. হোমসের
উত্তর- B. হ্যালির ধূমকেতু (হ্যালির ধূমকেতু দেখতে ঝাঁটার মত)
4০. বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে?
A. নাইট্রোজেন
B. কার্বন দেয় অক্সাইড
C. ওজন গ্যাস
D. হিলিয়াম গ্যাস
উত্তর- C. ওজন গ্যাস
41. নিচের কোন স্থানে সূর্য কখনোই লম্বভাবে পতিত হয় না?
A. শ্রীনগর
B. মুম্বাই
C. মাদ্রাজ
D. ত্রিবান্দ্রম
উত্তর- A. শ্রীনগর
42. নিচের কোন রাজ্যটি কর্কট ক্রান্তি রেখা দ্বারা দ্বিখন্ডিত হয় নি?
A. উড়িষ্যা
B. রাজস্থান
C. মধ্যপ্রদেশ
D. ছত্তিশগড়
উত্তর- A. উড়িষ্যা
43. কতসালে ভারতের রাজ্যগুলি ভাষার ভিত্তিতে বিভক্ত হয়েছিল?
A. ১৯৮৭
B. ১৯৫০
C. ১৯৫৬
D. ১৯৫৯
উত্তর- C. ১৯৫৬
44. নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে?
A. গোদাবরী
B. কাবেরী
C. নর্মদা
D. কৃষ্ণা
উত্তর- C. নর্মদা
45. বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথায় আছে?
A. উত্তরপ্রদেশ
B. আসাম
C. রাজস্থান
D.গুজরাট
উত্তর- D.গুজরাট
46. কোন শষ্য চাষের জন্য জল জমে থাকা প্রয়োজন?
A. গম
B. ধান
C. কফি
D. শর্ষে
উত্তর- C. ধান
47. রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
A. ১৯১৩ সালে
B. ১৯১৫ সালে
C. ১৯১৯ সালে
D. ১৯২১ সালে
উত্তর- A. ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান
48. মুদ্রারাক্ষস এর লেখক কে?
A. শুদ্রক
B. বিশাখ দত্ত
C. কালিদাস
D. বাণভট্ট
উত্তর- B. বিশাখ দত্ত
49. আলালের” ঘরে দুলাল”- এর লেখক কে?
A. ডিরোজিও
B. কালীপ্রসন্ন সিংহ
C. রামমোহন রায়
D. ট্যাকচাঁদ ঠাকুর
উত্তর- D. ট্যাকচাঁদ ঠাকুর
50.”গীতগোবিন্দ” এর লেখক কে?
A. জয়দেব
B. তুলসী দাস
C. রাজশেখর
D. ভবভূতি
উত্তর- A. জয়দেব
51.”গোদান” এর লেখক কে?
A. সাদাত হোসেন মান্টো
B. প্রেমচাঁদ
C. খুশওয়াত সিং
D. অম্রিত প্রীতম
Ans- B. প্রেমচাঁদ
52. “The Golden Gate” এর লেখক কে?
A. বিক্রম শেঠ
B. অমিতাভ ঘোষ
C. অমিত চৌধুরী
D. উপমন্যু চ্যাটার্জী
Ans- A. বিক্রম শেঠ
53. Miguel de Cervantes এর লেখা বই কোনটি?
A. গার্গন্তুয়া
B. প্যারাডাইস লস্ট
C. ডন কুইক জোট
D. টম জোন্স
Ans- C. ডন কুইক জোট (ইনি একজন স্প্যানিশ লেখক ছিলেন)
54. “The Jungle Book” এর লেখক কে?
A. Rudyard Kipling
B. Captain Frederick Marryat
C. Charles কিংসলেই
D. Robert Louis Stevenson
Ans- A. Rudyard Kipling
55.”Crime and Punishment” এর লেখক কে?
A. টুর্গনেভ
B. লিও টলস্টয়
C. ফিওদর দস্তভস্কি
D. রুশো
Ans- C. ফিওদর দস্তভস্কি
56. পারদ ব্যারোমিটারে তরল হিসাবে ব্যবহৃত হয় কারণ?
A. এটি কাঁচের গায়ে আটকে থাকে না
B. এটি গাঢ় ঘনত্বের তরল
C. এর ধাতব উজ্জ্বলতা আছে
D. এর টপ্ পরিবাহিতা অন্য্ ধাতুর তুলনায় বেশি
Ans- B. এটি গাঢ় ঘনত্বের তরল
57. পারদকে থার্মোমিটারে তরল হিসাবে ব্যবহার করা হয় কারণ?
A. এটি কাছের গায়ে আটকে থাকে না
B. এর তাপ পরিবাহিতা অন্যান্য তরলের থেকে বেশি
C. এটি সামান্য তাপের পরিবর্তনেই আয়তন পরিবর্তন করতে পারে
D. উপরের সবকটিই
Ans- D. উপরের সবকটিই
58. বাতাসের আদ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
A. হাইগ্রোমিটার
B. ব্যারোমিটার
C. হাইড্রোমিটার
D. ম্যানোমিটার
Ans- C. হাইগ্রোমিটার
59. নক্ষত্রের আলো মিটমিট করে কেন?
A. অপবর্তন (Diffraction) এর জন্য
B. প্রতিসরণ (Refraction) এর জন্য
C. সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন (Total internal deflection) এর জন্য
D. বাধা
Ans- A. অপবর্তন (Diffraction)
60. চরম শূন্য তাপমাত্রায় যেকোন গ্যাস যে অবস্থায় পাওয়া যায় –
A. তরল
B. কঠিন
C. গ্যাসীয়
D. গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে
Ans- D. গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে
61.একটি পরমাণুর আকার প্রায়-
A. ১০^-৮ সেন্টিমিটার
B. ১০^-১০ সেন্টিমিটার
C. ১০^-৪ সেন্টিমিটার
D. ১০^-৬ সেন্টিমিটার
Ans- A. ১০^-৮ সেন্টিমিটার
62.বন্ধ ঘরে কাঠ কয়লা বা গ্যাসস্টোভ ব্যবহার করতে নিষেধ করার কারণ কি?
A. বৈদ্যুতিক তারে আগুন লাগতে পারে
B. স্টোভ নিভে যেতে পারে
C. কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়া হতে পারে
D. স্টোভ ফেটে যেতে পারে
Ans- C. কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়া হতে পারে
63.রেলের মত বৃহত্তম সংস্থার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা কি?
A. সর্বস্তরের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া
B. মাঝে মাঝে পরীক্ষা করা
C. অবহেলাকারী কর্মীদের শাস্তি দেওয়া
D.কর্মীদের ছোটখাটো ভুল গ্রাহ্য না করা
Ans- B. মাঝে মাঝে পরীক্ষা করা
64.জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কত ডিগ্রী তাপমাত্রায়?
A. 0°কি তাপমাত্রায়
B. 100°C তাপমাত্রায়
C. 4°C তাপমাত্রায়
D. -273°C তাপমাত্রায়
Ans- C. 4°C তাপমাত্রায়
65.কোন সাঁতারু সাধারণ জলের চেয়ে সমুদ্র জলে সাঁতার কাটতে সুবিধাজনক মনে করে কেন?
A. সমুদ্রের জল কম দূষিত
B. সমুদ্রের জলের ঘনত্ব বেশি
C. সমুদ্রে জলের পরিমান বেশি বলে
D. সমুদ্র তরঙ্গ সাঁতারুদের সাঁতার কাটতে সুবিধা করে দেয়
Ans- B. সমুদ্রের জলের ঘনত্ব বেশি
66.দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
A. ব্যারোমিটার
B. ল্যাক্টোমিটার
C. অল্টিমিটার
D. হাইগ্রোস্কোপ
Ans- B. ল্যাক্টোমিটার
67.সূর্যের থেকে সবচেয়ে দূরে কোন গ্রহটি রয়েছে?
A. বুধ
B. শুক্র
C. নেপচুন
D. মঙ্গল
Ans- C. নেপচুন
68.নিচের কোনটি রিখটার স্কেলে মাপা হয়?
A.বজ্রপাত সহ ঝড়ের প্রাবল্য
B. ভূমিকম্পের তীব্রতা
C. সমুদ্রের গভীরতা
D. উচ্চতা
Ans- B. ভূমিকম্পের তীব্রতা
69.ত্বরণ বলতে বোঝায়-
A. কোন যানবাহনের সর্বোচ্চ গতি
B. গতি পরিবর্তনের হার
C. সময় পরিবর্তনের হার
D. দূরত্ব পরিবর্তনের হার
Ans- B. গতি পরিবর্তনের হার
70.তিনটি বস্তু একই সরলরেখায় অবস্থিত নয় তাদের মধ্য দিয়ে কতগুলি বৃত্ত আঁকা যাবে?
A. একটি
B. দুটি
C. তিনটি
D. একটিওনা
Ans- A. একটি
71.নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী?
A. সালফার ডাই অক্সাইড
B. কার্বন মনোক্সাইড
C. কার্বন ডাই অক্সাইড
D. হাইড্রোজেন সালফাইড
Ans- C. কার্বন ডাই অক্সাইড
72.নিচের কোনটি পেট্রোলের প্রধান উপাদান?
A. প্যান্টিন
B. অক্টেন
C. মিথেন
D. হেক্সেন
Ans- B. অক্টেন
73.নিচের কোনটি কঠিন পিচ্ছিলকারক?
A. গ্রিস
B. গ্রাফাইট
C. জিঙ্ক
D. লিথিয়াম
Ans- B. গ্রাফাইট
74.সুনামি(TSUNAMI) শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
A. ইংলিশ
B. কোরিয়া
C. জাপানি
D. চীনা
Ans- C. জাপানি
75.নিচের কোনটি সমুদ্রের গভীরতা এবং ধাতুর মধ্যে ফাটল নির্ধারণ করতে ব্যবহার করা হয়?
A. আল্ট্রাসনিক তরঙ্গ
B. এক্স-রে
C. আলোক তরঙ্গ
D. গামা-রে
Ans- A. আল্ট্রাসনিক তরঙ্গ
76.যদি ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করা হয় তবে চাপের স্তম্ভের উচ্চতা পারদের ৭৫ সেমির পরিবর্তে কত সেমি: দেখাবে?
A. ১০৫০ সেমি
B. ১০২০ সেমি
C. ৫.৫ সেমি
D. ১০০০সেমি
Ans- B. ১০২০ সেমি
77.ইউরো ২ কথাটি আধুনিক গাড়ির ক্ষেত্রে যে বিষয়ে ব্যবহৃত হয়?
A. গাড়ি থেকে নির্গত ধোয়া
B. গাড়ির গতিবেগ
C. জ্বালানি দক্ষতা
D. ইঞ্জিনের টর্ক
Ans- A. গাড়ি থেকে নির্গত ধোয়া
78.আগমার্ক শব্দটি কিসের জন্য ব্যবহৃত হয়?
A. কৃষিজ দ্রব্যের ক্রমবিভাগের জন্য
B. পলিস্টার বস্ত্রের ক্রমবিভাগের জন্য
C. যন্ত্রাদির পিচ্ছিলকারকের বিভাগের জন্য
D. ব্যাটারিচালিত খেলনার বিভাগের জন্য
Ans-A. কৃষিজ দ্রব্যের ক্রমবিভাগের জন্য
79.ভারতে শিল্পোদ্রব্যের মান নির্ধারণের জন্য ব্যবহৃত হয়-
A. ISI
B. ISO
C. ITI
D. CEERI
Ans-A. ISI
80.ওজন গ্যাসের অণুতে কটি পরমাণু থাকে?
A. দুটি
B. তিনটি
C. চারটি
D. একটি
Ans-B. তিনটি
81.প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক ফর্মুলা কোনটি?
A. CH4
B. C3H3
C. C4H10
D. C2H6
Ans- A. CH4
82.CO২ এর একটি অণুতে কার্বনের শতকরা হার কত?
A. ২.৭৩%
B. ৮০%
C. ৭২.৭%
D. ২৭.৩%
Ans- D. ২৭.৩%
83.২০০ কেজি ওজনের একটি নৌকা জলে ভাসলে কত কেজি জল অপসারণ করবে?
A. ২০০ কেজি
B. ২৫০ কেজি
C. ৪০০ কেজি
D. ০ কেজি
Ans- A. ২০০ কেজি
84.নিচের কোনটি কাপড় কাচার সোডা?
A. সোডিয়াম বাই কার্বনেট
B. সোডিয়াম কার্বনেট
C. সোডিয়াম ক্লোরাইড
D. ম্যাগনেসিয়াম ক্লোরাইড
Ans- B. সোডিয়াম কার্বনেট
85.কেক বা পাউরুটিকে নরম ও ফোলাতে ময়দার সঙ্গে কি মেশানো হয়?
A. রান্নার তেল
B. বেকিং পাউডার
C. চিনি
D. বনস্পতি
Ans- B. বেকিং পাউডার
86.পিতলে নিচের কোন উপাদান গুলি থাকে?
A. ৪০% তামা , ৪০% দস্তা, ২০% টিন
B. ৫০% তামা , ৫০% দস্তা
C. ৮০% তামা , ১০% দস্তা, ১০% সীসা
D. ৮০% তামা , ২০% দস্তা
Ans- D. ৮০% তামা , ২০% দস্তা
87.ব্রোঞ্জে নিচের কোন উপাদানগুলি আছে?
A. ৮০% তামা, ২০% দস্তা
B. ৪০% তামা, ২০% দস্তা, ৪০% টিন
C. ৯০% তামা, ১০%টিন
D. ৪০% তামা , ৪০% দস্তা, ২০% টিন
Ans- A. C. ৯০% তামা, ১০%টিন
88.জার্মান সিল্ভারে নিচের কোন উপাদানগুলি আছে?
A. ২০% তামা, ২০% ক্রোমিয়াম, ৬০% দস্তা
B. ৪০% দস্তা, ২০% তামা, ৪০% রুপা
C. ৬০% তামা, ২৫% দস্তা, নিকেল ১৫%
D. ৮০% তামা, ১৫% দস্তা, ৫% সিলভার
Ans-C. ৬০% তামা, ২৫% দস্তা, নিকেল ১৫%
89.নিচের কোন ধাতুটি এসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন অপসারিত করে?
A. টিন
B. তামা
C. পারদ
D. রুপা
Ans-B. তামা
90.সমুদ্রের জলে ওজন হিসেবে লবণের শতকরা পরিমান কত?
A. ৪.১%
B. ৩.৬%
C. ০.১%
D. ১০.২%
Ans-B. ৩.৬%
91. নিচের কোন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হননি?
A. গুলজারিলাল
B. জগজীবন
C. চরণ সিং
D. লাল বাহাদুর শাস্ত্রী
Ans- B. জগজীবন
92. আমাদের দেশে বর্তমানে কয়টি রাজ্য?
A. ২৮ টি
B. ২৯ টি
C. ৩০ টি
D. ২৭ টি
Ans- B. ২৯ টি
93. থাইরয়েডের দ্বারা দেহের কোন অঙ্গ প্রভাবিত হয়?
A. পাকস্থলী
B. ক্ষুদ্রান্ত
C. কিডনি
D. ফুসফুস
Ans-B. ক্ষুদ্রান্ত
94. কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত?
A. মহারাজা রণজিৎ সিং
B. গুরু গোবিন্দ সিং
C. ভগৎ সিং
D. লালা লাজপৎ রায়
Ans- D. লালা লাজপৎ রায়
95. ব্রিটিশ শাসিত ভারতে যার দ্বারা হোমরুল আন্দোলন শুরু হয়েছিল?
A. সরোজিনী নাইডু
B. মহাত্মা গান্ধী
C.এনি বেসান্ত
D. সর্দার পটেল
Ans- C.এনি বেসান্ত (এই আন্দোলন প্রথম শুরু করেন বাল গঙ্গাধর তিলক )
96. ধ্যান চাদঁ নিচের কোন খেলার সাথে যুক্ত?
A. হকি
B. ফুটবল
C. ক্রিকেট
D. কুস্তি
Ans- A. হকি
97. লোকসভার স্পিকার নির্বাচিত হন-
A. লোকসভা ও রাজ্যসভার সদস্যের দ্বারা
B. রাজ্যসভার সদস্যের দ্বারা
C. লোকসভার সদস্যের দ্বারা
D. সরাসরি জনগণের দ্বারা
Ans- C. লোকসভার সদস্যের দ্বারা
98. দাদা সাহেব ফালকে পুরস্কার যে বিষয়ে দেওয়া হয় –
A. সাহিত্য
B. খেলা
C. সিনেমা
D. চিকিৎসা
Ans-C. সিনেমা
99. স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
A. ভিটামিন-C
B. ভিটামিন-B
C. ভিটামিন-D
D. ভিটামিন-K
Ans- A. ভিটামিন-C
100. বিজলি দ্বন্দ্ব কে আবিষ্কার করেছিলেন?
A. বেঞ্জামিন ফ্র্যাংকলিন
B. আইনস্টাইন
C. আলেকজান্ডার ফ্লেমিং
D. জে এল বেয়ার্ড
Ans- A. বেঞ্জামিন ফ্র্যাংকলিন
101. টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?
A. বিজয় নগর
B. মহীশূর
C. দৌলতাবাদ
D. মাদুরাই
Ans- B. মহীশূর
102.ভারতে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন?
A. তাকে গ্র্যাজুয়েট হতে হবে
B. তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে
C. ভারতে তার নিজের বাড়ী থাকতে হবে
D. তাকে উচ্চ শিক্ষিত হতে হবে
Ans- B. তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে
103.”ডিফেন্ডিং ইন্ডিয়া” বইটি কার লেখা?
A. জসওয়ান্ত সিনহা
B. যে যেন দীক্ষিত
C. জর্জ ফার্ণান্ডেজ
D. এল কে আডবাণী
Ans- A. জসওয়ান্ত সিনহা
104. FIR এ I শব্দ নির্দেশ করে –
A. INFORMATION
B. INDICATION
C. INTIMATION
D. ILLUSTRATION
Ans- A. INFORMATION
105. আমজাদ আলী খান নিচের কোন সংগীত যন্ত্রের সাথে যুক্ত?
A. তবলা
B. সারোদ
C. বীণা
D. সেতার
Ans- B. সারোদ
106. ইস্ট কোস্ট রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. হাজীপুর
B. ভুবনেশ্বর
C. বিলাসপুর
D. জব্বলপুর
Ans- B. ভুবনেশ্বর
107.সমঝোতা এক্সপ্রেস যে দুটি স্টেশনের মধ্যে চলে?
A. দিল্লি-জম্মু-তাওয়াই
B. দিল্লি-কলকাতা
C. ভারত-পাকিস্তান
D. কলকাতা-ঢাকা
Ans- C. ভারত-পাকিস্তান (দিল্লি - লাহোর)
108.জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড যে শহরে হয়েছিল?
A. অমৃতসর
B. আগ্রা
C. লাহোর
D. মিরাট
Ans-A. অমৃতসর
109.নিচের কোনটিতে সবচেয়ে বেশি আয়রন আছে?
A. ডিম্
B. আপেল
C. সবুজ শাকসবজি
D. তরমুজ
Ans-B. আপেল
110.ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি?
A. রাঁচি
B. কোহিমা
C. বিলাসপুর
D. ইম্ফল
Ans-A. রাঁচি
111.গুপ্ত সম্রাটরা মূলত কিসের মুদ্রা চালু করেছিলেন?
A. তামা
B. সোনা
C. রুপা
D. ব্রোঞ্জ
Ans- B. সোনা
112.ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বাক্যটি
লেখা আছে?
A. জয়হিন্দ
B. সত্যমেব জয়তে
C. সত্যম, শিবম
D. সত্যম, শিবম, সুন্দরম
Ans-B. সত্যমেব জয়তে
113.রাষ্ট্রপতি কতজন সদস্য রাজ্যসভায় মনোনীত করতে পারেন?
A. ১২ জন
B. ৬ জন
C. ৮ জন
D. ১০ জন
Ans- A. ১২ জন
114. ভারতে প্রথম মুসলিম আক্রমনকারী কে?
A. বাবর
B. মোহাম্মদ বিন কাশিম
C. মোহাম্মদ ঘোরী
D. ইলতুৎমিস
Ans- B. মোহাম্মদ বিন কাশিম
115. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন?
A. বিধবা বিবাহ
B. সতীদাহ প্রথা নিষিদ্ধ করা
C. সংবাদ পত্র স্বাধীনতা আইন
D. কোনটিই নয়
Ans- A. বিধবা বিবাহ
116. নিচের কোন গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যায়?
A. নাইট্রোজেন
B. অক্সিজেন
C. এমোনিয়া
D. হাইড্রোজেন
Ans- C. এমোনিয়া
117.কমনওয়েলথ দিবস কবে পালিত হয়?
A. ২৪ শে মে
B. ২৪ শে এপ্রিল
C. ২৪ শে মার্চ
D. ২৪ শে জুন
Ans- A. ২৪ শে মে
118.সাইমন কমিশন ভারতে এসেছিল কবে?
A. ১৯৩০ সালে
B. ১৯২৮ সালে
C. ১৯২৭ সালে
D. ১৯২৫ সালে
Ans-C. ১৯২৭ সালে
119.ভারতে পর্যটন দিবস কবে পালিত হয়?
A. জানুয়ারি, ২৫
B. মার্চ, ২০
C. এপ্রিল, ২
D. সেপ্টেম্বর, ১২
Ans-A. জানুয়ারি, ২৫
120.কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয়?
A. মহাত্মা গান্ধী
B. জওহরলাল নেহেরু
C. সুভাষ চন্দ্র বসু
D. সর্বপল্লী রাধাকৃষ্ণন
Ans-D. সর্বপল্লী রাধাকৃষ্ণন
121.মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প যে নদীতে অবস্থিত?
A. গোদাবরী
B. সরাবতী
C. কৃষ্ণা
D. তুঙ্গভদ্রা
Ans- D. তুঙ্গভদ্রা
122.ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল?
A. ১৯৬০
B. ১৯৬৪
C. ১৯৬৬
D. ১৯৬৮
Ans-B. ১৯৬৪
123. জুল কিসের একক?
A. কার্য
B. শক্তি
C. উপরের দুটিই
D. কোনটিই নয়
Ans- C. উপরের দুটিই
124. ডায়নামো কে আবিষ্কার করেন?
A. টমাস আলভা এডিসন
B. মাইকেল ফ্যারাডে
C. নিকোলা টেলিসা
D. জেড ডায়ালমার
Ans- B. মাইকেল ফ্যারাডে
125. কোন দেশের পার্লামেন্টের নাম সোরা?
A. আফগানিস্তান
B. ইরান
C. নরওয়ে
D. সুদান
Ans- A. আফগানিস্তান
126. নিচের কোন শব্দটি বেসবল খেলার সাথে যুক্ত?
A. জাম্প বল
B. হাফ
C. গোল কিক
D. ডায়মন্ড
Ans- D. ডায়মন্ড
127. রঙ্গস্বামী কাপ যে খেলার সাথে যুক্ত?
A. হকি
B. ক্রিকেট
C. ফুটবল
D. জুডো
Ans- A. হকি
128.মশারা সমুদ্রের জলে অভ্যস্ত নয় কারন তাদের শরীর সহ্য করতে পারে না –
A. গরম জল
B. ঠান্ডা জল
C. নোনা জল
D. পরিষ্কার জল
Ans- C. নোনা জল
129.পৃথিবীর চারিদিকে চন্দ্রের একবার ঘুরে আসতে সময় লাগে-
A. ২৮ দিন
B. ২৮ দিনের কিছু কম
C. ২৮ দিনের কিছু বেশি
D. কোনটিই নয়
Ans- B. ২৮ দিনের কিছু কম
130.শিবাজীর রাজধানী ছিল?
A. পুনা
B. পুরন্দর
C. রায়গড়
D. কারওয়ার
Ans- C. রায়গড়
131.অশোক চক্রে কটি দন্ড থাকে?
A. ২৬ টি
B. ২৮ টি
C. ২৪ টি
D. ২০ টি
Ans- C. ২৪ টি
132.নিচের কোন দেশটি তার নাম পরিবর্তন করেছে?
A. পোল্যান্ড
B. বার্মা
C. চীন
D. হংকং
Ans- B. বার্মা
133.নিচের কোন ওষুধটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়?
A. টেরামাইসিন
B. পেনিসিলিন
C. ক্লোরোমাইসিন
D. কুইনাইন
Ans- D. কুইনাইন
134.এনিমিয়া দেখা যায় যার অভাবে?
A. ফলিক অ্যাসিড
B. লোহা
C. ভিটামিন সি
D. ভিটামিন এ
Ans- B. লোহা
135.কোন বছর মানুষ প্রথম চাঁদে অবতরণ করে?
A. ১৯৫৯ সালে
B. ১৯৬৯ সালে
C. ১৯৬৫ সালে
D. ১৯৫৫ সালে
Ans- B. ১৯৬৯ সালে
136.কলকাতা ও দিল্লি যার দ্বারা সংযুক্ত?
A. এন এইচ নং- ১
B. এন এইচ নং- ২
C. এন এইচ নং- ৪
D. এন এইচ নং- ৩
Ans- B. এন এইচ নং- ২
137.F.T.A হল –
A. ফ্রি ট্রেড এরিয়া
B. ফ্রি ট্রেড এসোসিয়েশন
C. ফোরাম অফ ট্রেড এসোসিয়েশন
D. কোনোটিই নয়
Ans- A. ফ্রি ট্রেড এরিয়া
138.নিচের কোনটি ভারতের বৃহত্তম স্টেডিয়াম?
A. ইডেন গার্ডেন
B. ফিরোজ শাহ কোটলা
C. যুবভারতী ক্রীড়াঙ্গন
D. চিপক
Ans- C. যুবভারতী ক্রীড়াঙ্গন
139.বিশ্ব দৃষ্টি দিবস কবে পালন করা হয় –
A. অক্টোবর, ১০
B. অক্টোবর, ১১
C. অক্টোবর, ১২
D. অক্টোবর, ১৩
Ans- B. অক্টোবর, ১১
140.গুপ্ত সম্রাটরা মূলত যে ধাতুর মুদ্রা চালু করেছিলেন?
A. তামা
B. সোনা
C. রুপা
D. উপরের দুটিই
Ans- B. সোনা
141.পু শব্দটি যে খেলার সাথে যুক্ত?
A. বিলিয়ার্ড
B. বেসবল
C. টেবিল টেনিস
D. লন টেনিস
Ans- A. বিলিয়ার্ড
142.নিচের কোন যুদ্ধ গ্রেট ওয়ার নামে পরিচিত?
A. প্রথম বিশ্বযুদ্ধ
B. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C. রাশিয়ার যুদ্ধ
D. ইংল্যান্ড- ফ্রান্স যুদ্ধ
Ans- A. প্রথম বিশ্বযুদ্ধ
143.মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন?
A. ২৩ তম
B. ২৪ তম
C. প্রথম
D. ১০ম
Ans- B. ২৪ তম এবং শেষ তীর্থঙ্কর ছিলেন
144.ডান্ডিয়া রাস নাচটি মূলত কোথাকার-
A. উত্তর প্রদেশ
B. আসাম
C. গুজরাট
D. ওড়িষ্যা
Ans- C. গুজরাট
145.ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি কতসালে তৈরি হয়েছিল?
A. ১৯৭২ সালে
B. ১৯৭৪ সালে
C. ১৯৬৫ সালে
D. ১৯৭৫ সালে
Ans- A. ১৯৭২ সালে
146.সত্যজিৎ রায় কতসালে মারা যান?
A. ১৯৯০ সালে
B. ১৯৯২ সালে
C. ১৯৯১ সালে
D. ১৯৯৩ সালে
Ans- B. ১৯৯২ সালে
147.প্রেম ভাঠিয়া পুরস্কার যেজন্য দেওয়া হয়?
A. সাহিত্য
B. সাংবাদিকতা
C. অর্থনীতি
D. খেলা
Ans- B. সাংবাদিকতা
148. ভারতের কোথায় প্রথম মহিলা পুলিশ স্টেশন স্থাপিত হয়েছে?
A. কেরল
B. দিল্লি
C. পশ্চিমবঙ্গ
D. মিজোরাম
Ans- A. কেরল
149.এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি?
A. ঘানা
B. লিবিয়া
C. ভুটান
D. মালদ্বীপ
Ans- D. মালদ্বীপ
150.স্কোপজে কোন দেশের রাজধানী?
A. লুক্সেমবার্গ
B. ম্যাসিডোনিয়া
C. লিবিয়া
D. লিচেনস্টাইন
Ans- B. ম্যাসিডোনিয়া
আরো পড়ুন-