Top General Knowledge Questions Bengali | জেনারেল নলেজ কুইজ
Top General Knowledge Questions Bengali | জেনারেল নলেজ কুইজ- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
1. ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে?
উত্তর- ম্যাগনেসিয়াম থাকে
2. ভারতে প্রথম বারের মতো আদিমসুমারী অনুযায়ী জনসংখ্যা গণনা করেন কে?
উত্তর- লর্ড মায়ো
3. অমৃত বাজার প্রত্রিকা প্রতিষ্ঠতা করেন কে?
উত্তর- শিশির কুমার ঘোষ
4. হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর- বাঁশির সাথে
5. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন?
উত্তর- 46 নং ধারায়
6. ভারতের কোন রাজ্যে কালিভেলি হ্রদ অবস্থিত?
উত্তর- কেরল রাজ্যে অবস্থিত
7. কোন ভারতীয় সংস্থা ARISE -ANIC প্রকল্প চালু করেছে?
উত্তর- নীতি আয়োগ
8. পাদশাহনামা গ্ৰন্থটির লেখক কে?
উত্তর- আব্দুল হামিদ লাহেরি
9. কফি বৃষ্টি পরিলক্ষিত মূলত কোথায়?
উত্তর- কর্ণাটক
10. একটি সেলাই মেসিনের গতি কি প্রকৃতির?
উত্তর- ঘূর্ণন প্রকৃতির
11. লীলাময় রায় কার ছদ্মনাম?
উত্তর- অন্নদা শঙ্কর রায়
12. দেহের সব থেকে বড়ো গ্ল্যান্ড কোনটি?
উত্তর- যকৃত
13. 2022 সালের ফুটবল বিশ্বকাপ হোষ্ট করবে কোন দেশ?
উত্তর- কাতার
14. কুইক লাইম কাকে বলা হয়?
উত্তর- পারদ কে বলা হয়
15. ভারতরত্ন পুরস্কার টি কোন ধাতু দিয়ে তৈরি?
উত্তর- তামা দিয়ে তৈরি
16. শাহাজাহান নির্মিত ময়ূর সিংহাসন কত গুলি স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি?
উত্তর- এক কোটি
17. ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়
উত্তর- ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে
18. ডায়ালিসিস করা হয় কোন অঙ্গের প্রদহ জনিত কারনে?
উত্তর- কিডনির (বৃক্ক)
19. X রশ্মির আবিস্কারক কোন ব্যাক্তি?
উত্তর- রন্টজেন
20. মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তর- আসাম
21. চীন দেশটি কে আবিস্কার করেন?
উত্তর- মার্কো পোলো
22. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর- অ্যানি বেসান্ত
23. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর- হকি
24. UNSECO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর- প্যারিসে
25. ক্রিপস মিশন কত সালে ভারতে আসে?
উত্তর- 1942 সালে
26. জাতীয় সিভিল সার্ভিস দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তর- 21 শে এপ্রিল
27. ভারতের মহিলা শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে?
উত্তর- কেরালা তে
28. ভারতে কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য?
উত্তর- কর্ণাটক
29. ভারতে প্রথম বাণ্যিজ্যের উদ্দেশ্যে কারা আসে?
উত্তর- পৌর্তুগীজরা
30. কোন নদীকে স্বর্ণ রেনুর নদী বলা হয়?
উত্তর- ইয়াং সি কিয়াং
31. কোন গ্ৰহের দুটি উপগ্ৰহ ফোবাস ও ডিমোস?
উত্তর- মঙ্গল গ্ৰহ
32. NATO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর- ব্রাসেলসে অবস্থিত
33. কংগ্রেস কথাটি কোন দেশের সংসদের নাম?
উত্তর- আমেরিকার সংসদের নাম
34. পাকিস্তান প্রস্তাব টির ধারনা কে দেন?
উত্তর- মহম্মদ ইকবাল
35. ইন্ডিয়ান মিলেটারি অ্যাকাডেমি কোন শহরে অবস্তিত?
উত্তর- দেরাদুনে
36. ভারতে বৃহত্তম বিশ্বমানের হকি স্টেডিয়াম কোন রাজ্যে গড়ে উঠতে চলছে?
উত্তর- ওড়িশা রাজ্যে
37. ভারত ছাড়ো আন্দোলন কত সালে চালু হয়?
উত্তর- 1942 সালে
38. রাসিলা নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায়?
উত্তর- অন্ধ্রপ্রদেশ
39. সবুজ বিপ্লব কোন ফসল উৎপাদনের সঙ্গে জরিত?
উত্তর- গম ও চাল উৎপাদন
40. কত সালে ইংল্যান্ডে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
উত্তর- 1600 সালে
41. ওয়াল্ড ফুড ডে পালন করা হয় কত সালে?
উত্তর- 16 October
42. পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা মন্ত্রীর নাম কি?
উত্তর- ব্রাত্য বসু
43. সাত পাহাড়ের শহর বলা হয় কোন দেশ কে?
উত্তর- রোম
44. আর্কিডের শহর কাকে বলা হয়?
উত্তর- কালিম্পং কে
45. বুনিয়াদি শিক্ষার পরিকল্পনা টি কে প্রথম করেন?
উত্তর- মহত্মা গান্ধী
46. প্রথম মানব যাত্রীবাহী মহাকাশ যান কোনটি?
উত্তর- ভস্তক 1
47. বৌদ্ধ ধর্ম প্রচারে কোন ভাষার ব্যাবহার করা হতো?
উত্তর- পালি ভাষার
48. আয়তন অনুসারে সৌর জগতে পৃথিবীর স্থান কত?
উত্তর- পঞ্চম
49. কোন ঋতুতে মানবশরীরে সবথেকে ফ্যাটের প্রয়োজন হয়?
উত্তর- শীত
50. ভারী জল কি হিসাবে ব্যাবহৃত হয়?
উত্তর- পারমানবিক চুল্লিতে
51. মটর গাছের মূলের অর্বুদে বসবাস করে কোন ব্যাকটেরিয়া?
উত্তর- রাইজোবিয়াম
52. পতঙ্গ সম্বন্ধীয় পড়াশোনা কে কি বলা হয়?
উত্তর- এন্টোমোলজি
53. বসুমিত্র কত তম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন?
উত্তর- চতুর্থ তম সম্মেলনে
54. A Horse Walks into a Bar বইটির রচিয়তা কে?
উত্তর- ডেভিড গ্ৰসম্যান
55. রাজীবগান্ধী ইন্টার ন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত?
উত্তর- হায়দ্রাবাদ
56. কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন?
উত্তর- বাচেন্দ্রী পাল
57. ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রনালী অবস্থিত?
উত্তর- পক প্রনালী
58. সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর- আইনি অধিকার
59. সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমারেখার নীচে সূর্য কে দেখতে পাওয়ার কারণ কি?
উত্তর- প্রতিসরণ
60. কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন হয়?
উত্তর- কলিচুন
আরো পড়ুন-