বীরভূম জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
বীরভূম জেলা
1. সীমানা - উত্তরে মালদহ, দক্ষিণে বর্ধমান, পূর্বে মুর্শিদাবাদ ও পশ্চিমে ঝাড়খণ্ড।
2. আয়তন - ৪,৫৪৫ বর্গকিমি।
3. জেলা সদর - সিউড়ি।
4. মহকুমা - ৩ টি সিউরি, বোলপুর ও রামপুরহাট।
5. সাক্ষরতার হার - ৬২৬১৬ % ।
6. জনসংখ্যা - ৩০, ১২,৫৪৬ জন।
7. নদ-নদী - ময়ূরাক্ষী, বক্রেশ্বর, ব্রাহ্মণী, ফুলা, পাগলা, হিংলা ও শাল।
8. পাহাড় - দুবরাজপুরে মামা-ভাগ্নে পাহাড়।
9. কৃষিজাত পণ্য - ধান, গম, ছোলা, আখ, তৈলবীজ।
10. খনিজ দ্রব্য - চিনামাটি, গ্রানাইট, নাইস শিলা।
11. পুরসভা - ৬ টি।
12. গ্রাম পঞ্চায়েত - ১৬৭ টি।
13. পঞ্চায়েত সমিতি - ১৯ টি।
14. ব্লকঃ - ১৯ টি।
দর্শনীয় স্থান -
নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গর্ভাবাস, কঙ্কালীর মন্দির জলজোল গ্রামে, সাঁইথিয়ায় নন্দকেশ্বরীর মন্দির, তারাপীঠ, শান্তিনিকেতন, ব্রক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ, জয়দেবের জন্মভূমি কেন্দুবিল্ব, চণ্ডীদাসের জন্মস্থান নানুর, তিলপাড়া ব্যারেজ ইত্যাদি।
জেলার বিখ্যাত ব্যক্তিত্ব -
সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রাচীন কবি চণ্ডীদাস, অনন্য তন্ত্রসাধক বামাক্ষ্যাপা, বড়ু চণ্ডীদাস, কবি জয়দেব, লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায়, মহারাজ নন্দকুমার, দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত, অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ী অমর্ত্য সেন, সংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, গায়ক পূর্ণদাস বাউল, কেন্দ্রের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন-