শিশুশিক্ষা ও মনস্তত্ত প্রশ্ন উত্তর | Child Education and Psychology Questions Answers
শিশুশিক্ষা ও মনস্তত্ত প্রশ্ন উত্তর | Child Education and Psychology Questions Answers- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শিশুশিক্ষা ও মনস্তত্ত প্রশ্ন উত্তর | Child Education and Psychology Questions Answers প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শিশুশিক্ষা ও মনস্তত্ত প্রশ্ন উত্তর | Child Education and Psychology Questions Answers নিচে শিশুশিক্ষা ও মনস্তত্ত প্রশ্ন উত্তর | Child Education and Psychology Questions Answers গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।
শিশুশিক্ষা ও মনস্তত্ত প্রশ্ন উত্তর
1. শিশুর বৃদ্ধি ও অনুশীলনের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হল- মনো-বিশ্লেষণগত পদ্ধতি।
2. আপনার ক্লাসের কিছু শিক্ষার্থী সত্যিই মেধাবী। আপনি তাঁদের পড়াবেন- উন্নত কর্মসূচি ব্যবহারের দ্বারা।
3. 'আইডেন্টিক্যাল এলিমেন্টস' - যে কথাটির সঙ্গে যেটি সম্পর্কযুক্ত সেটি হল- শিখন সঞ্চালন।
4. প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন- প্যাভলভ।
5. শিক্ষায় ফ্রেয়েবেল-এর গুরুত্বপূর্ণ অবদান হল- কিন্ডারগার্টেন বিদ্যালয় তৈরি করা।
6. কোন স্থানে শিশুর প্রজ্ঞার বিকাশ সব থেকে ভালো হয়– খেলার মাঠে।
7. ডিসলেক্সিয়া সম্পর্কযুক্ত- রিডিং পড়ার ভারসাম্যহীনতার সঙ্গে।
8. শিখনের প্রক্রিয়ায় প্রেষণা- শিক্ষার্থীর স্মৃতিকে ধারালো করে।
9. শ্রেণিতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বজায় রাখার জন্য এক জন শিক্ষকের উচিত- প্রশ্ন করা।
10. শিক্ষণ প্রদীপন বা শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ডকে কোন শ্রেণির অন্তর্ভূক্ত করা হয়– দর্শন সহায়ক উপকরণ।
11. শিশুর বৌদ্ধিক বিকাশের চারটি পৃথক স্তরকে চিহ্নিত করেন- পিঁয়াজে।
12. ভারত পথিক বলা হয়- রামমোহনকে।
13. 'কথামালা' রচনা করেছেন- বিদ্যাসাগর।
14. বুনিয়াদী শিক্ষার মূলভিত্তি- হস্তশিল্প।
15. মনেপ্রাণে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন- গান্ধীজী।
16. সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন- বিদ্যাসাগর।
17. দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন- প্রকৃতিবাদী।
18. রাধাকৃষ্ণ কমিশন হল– বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
19. ডিউই-এর মতে শিক্ষার উদ্দেশ্য হল- সামাজিক বিকাশ।
20. জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয়- 1986 সালে।
21. 'Abilities of Man' - স্পিয়ারম্যান।
22. রুশোর ভাবশিষ্য হলেন- পেস্তালৎসি।
23. নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়- 1855 সালে।
24. নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়- 1855 সালে।
25. আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন, যদি তারা তা বুঝতে ব্যর্থ হয়, তা হলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কী? তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় পড়ানো।
26. শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে কী নামে অভিহিত করা হয়েছে স্বতন্ত্রীকরণ।
27. প্রত্যেক ছাত্রের মেধা ও বিকাশের পার্থক্য হওয়ার মূল কারণ কী- পরিবেশগত প্রভাব।
28. শিক্ষা আবদ্ধ অবস্থায় পরিণত হয়- অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত না হলে।
29. দশ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের- বাড়ির কাজ দেওয়া উচিত নয়।
30. ছাত্ররা একটি বিষয় বুঝতে পেরেছে কি না তা জানার জন্য আপনি কী করবেন- পরীক্ষা নেবেন।
31. ছাত্রদের কোনো অনভিপ্রেত আচরণ দেখতে পেলে শিক্ষক হিসেবে আপনি কী করবেন– তাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের চেষ্টা করবেন।
32. প্রগতিশীল শিক্ষা- শিশু কেন্দ্রিক শিক্ষা।
33. শিশুরা শেখে- সব জায়গা থেকে সব সময়।
34. শিক্ষাগ্রহণ একটি প্রক্রিয়া যাতে- সারাজীবন শিক্ষাগ্রহণ চলতে থাকে।
35. মনস্তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কী? - ব্যবহার।
36. গতানুগতিক ধারায় শিক্ষাকে বলা হত- পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া।
37. আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি- সক্রিয়তা।
38. শিখন এক ধরনের কী প্রক্রিয়া- আচরণমূলক।
39. শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে কী বোঝায়- ব্যক্তিসত্তার উপাদানগুলির বিকাশ।
40. শিক্ষক শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেন- প্রশংসার মাধ্যমে।
41. মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হল- অভিনবত্ব।
42. শিক্ষক ও অভিভাবকরা মাঝেমধ্যে মিলিত হওয়া উচিত যে কারণে - নিয়ম শৃঙ্খলা জানানো ও মতামত গ্রহণ।
43. আপনি ক্লাসে পড়ানোর সময় এক জন ছাত্র ছবি আঁকছে। আপনি কী করবেন - সে যদি উপযুক্ত কারণ দেখায় তাকে মার্জনা করবেন।
44. শিশুরা আবদ্ধ অবস্থায় পরিণত হয় - অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত না হলে। -
45. প্রগতিশীল শিক্ষা (প্রোগ্রেসভ এডুকেশন) মূলত - শিশুকেন্দ্রিক শিক্ষা।
46. ইঙ্গিত আর রূপক শিশুশিক্ষার কোন বস্তুর সঙ্গে যুক্ত? - খেলনা।
47. ঘুমের চাহিদা কী? - দৈহিক চাহিদা।
48. শিক্ষক সব থেকে বেশি শিখতে পারেন কার কাছ থেকে? - ছাত্রদের কাছ থেকে। -
49.‘ইতিহাস' শিক্ষার্থীর কোন চাহিদা পূরণ করে? - সামাজিক চাহিদা।
50. একটি শিশুর সামাজিক বিকাশ শুরু হয় - সামাজিকীকরণের সঙ্গে সঙ্গে।
51. উজ্জ্বল ছাত্র (bright student) তারা, যাদের আইকিউ - ১৩০-এর বেশি।
52. ক্লাসের মেধাবী ছাত্রদেরও - অন্যদের মতো বাড়ির কাজ দেবেন।
53. শিশুর বিকাশের ক্ষেত্রে অনির্দিষ্ট জ্ঞান নির্দিষ্ট জ্ঞানে পরিণত হয় – পরীক্ষা ও নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে।
54. মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায়- পঞ্চম থেকে দশম শ্রেণী।
55. ব্রেইল লেখা হয়– ৬ টি বিন্দু দিয়ে।
56. অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ, তা হল- গণিত।
57. “ভগবান হল সত্য এবং সত্যই ভগবান” - গান্ধীজী।
58. রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন: 1911 সালে।
59. বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন- বিদ্যাসাগর।
60. নঈ তালিম শিক্ষার অপর নাম হল- বুনিয়াদী শিক্ষা।
61. কোঠারী কমিশনে মোট সদস্য ছিলেন- 17 জন।
62. কোঠারী কমিশন গঠিত হয় যার উদ্যোগে, তিনি হলেন- এম. সি. চাওলা।
63. স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হল- রাধাকৃষ্ণণ কমিশন (১৯৪৮-৪৯)।
64. মুদালিয়ার কমিশন গঠিত হয়- 1952-53 সালে।
65. 'শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন'- ডিউই।
66. একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হল- সংস্কৃতি।
67. শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন- রুশো।
68. শিক্ষামনোবিজ্ঞান হল- মনোবিজ্ঞানের ফলিত শাখা।
69. মনোবিজ্ঞানকে 'আত্মার বিজ্ঞান' বলে উল্লেখ করেছেন- অ্যারিস্টটল।
70. “আগ্রহ একধরনের গতিশীল মানসিক প্রবণতা” -এই মতের প্রবক্তা হলেন- ড্রেভার।
71. “বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি” - মনোবিদ উড্রো।
72. “সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না।” -রেমন্ট।
73. "মানুষের শ্বাসপ্রশ্বাস মানুষের কাছেই সর্বনাশা।” -স্যার পার্সিনান।
74. "চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য।” -রবীন্দ্রনাথ।
75.“চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ।” -হার্বাট'।
76. “প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ ও মঙ্গলময়।" -রুশো।
77. “প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে।” -অ্যারিস্টটল।
78. থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে 'S' উপাদানটি হল- স্থান প্রত্যক্ষণের ক্ষমতা।
79. স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন- 1904 সালে।
80. থাস্টোনের মতে প্রাথমিক উপাদান হল- 7 টি।
81. বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন- গিলফোর্ড।
82. পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন- স্কিনার।
83. প্যাভলভের তত্ত্বটিকে বলা হয়- Type- 1 শিখন।
84. “Mentality of Apes" বইটি প্রকাশিত হয়- 1925 সালে।
85. স্কিনারের তত্ত্বটি হল- অপারেন্ট অনুবর্তন।
86. কোঠারী কমিশন গঠিত হয়- ১৯৬৪-৬৬সালে।
87. প্রত্যক্ষণ হল সম্পূর্ণভাবে একটি মানসিক প্রক্রিয়া,সংবেদনের অর্থবোধ।
88. শিক্ষাকে মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে- বেদে।
89. “জ্ঞানের মতো এত পবিত্র অন্য কিছু বস্তু পৃথিবীতে নেই।” -গীতা।
90. অক্টেক ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়- বধিরত্ব।
91. কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয়- 1817 সালে।
92. ভারত পথিক বলা হয়- রামমোহনকে।
93. 'কথামালা' রচনা করেছেন- বিদ্যাসাগর।
94. বুনিয়াদী শিক্ষার মূলভিত্তি- হস্তশিল্প।
95.মনেপ্রাণে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন- গান্ধীজী।
96. সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন- বিদ্যাসাগর।
97.দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন- প্রকৃতিবাদী।
98. রাধাকৃষ্ণ কমিশন হল- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
99. ডিউই-এর মতে শিক্ষার উদ্দেশ্য হল- সামাজিক বিকাশ।
100. জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয়- 1986 সালে।
101. 'Abilities of Man' - স্পিয়ারম্যান।
102. রুশোর ভাবশিষ্য হলেন- পেস্তালৎসি।