সাধারণ ধর্ম রিজনিং || Common Property Reasoning In Bengali - এই ধরনের প্রশ্নগুলিতে যে সমস্ত নম্বর বা শব্দ বা অক্ষর থাকে তাদের একই ধরনের বৈশিষ্ট্য থাকে, সেই জন্য এই ধরণের প্রশ্নগুলি সমাধান করতে গেলে দেওয়া নম্বর, শব্দ বা অক্ষরগুলির মধ্যে কি বিশেষ বৈশিষ্ট্য আছে তা ভাল করে বুঝে সমাধান করতে হয়। নীচে কয়েকটি উদাহরণ দিয়ে বোঝানো হল।
সাধারণ ধর্ম রিজনিং || Common Property Reasoning In Bengali
1. Which set of numbers is like the gives number set: (1050, 210, 42)
(a) (75, 15, 3)
(b) (60, 12, 2)
(c) (125,25,6)
(d) (95, 19,3)
Ans. (a) কারণ লক্ষ্য করলে দেখা যায় যে দেওয়া নম্বরগুলির প্রথমটিকে 5 দিয়ে ভাগ করলে দ্বিতীয় নম্বরটি এবং দ্বিতীয় নম্বরটি 5 দিয়ে ভাগ করলে তৃতীয় নম্বরটি পাওয়া যায় তাই একই ভাবে 75, 15, 3 ও পাওয়া যাবে।
1050+5=210,
75÷5=15
210+5=42,
15÷5=3
2. Which set of numbers has the same prop- erty as the following numbers (21, 38, 55)
(a) (47, 64, 80)
(b) (23, 40, 57)
(c) (19, 36, 55)
(d) (35, 62, 79)
Ans. (b) দেওয়া নম্বরগুলির মধ্যে যে সম্পর্ক আছে তা হল,
38 - 21 = 17 একই ভাবে,
40-23=17
55-38 17
57-40=17
3. Which set of the numbers is like the given set (48, 24, 12)
(a) (46, 22, 11)
(b) (44, 22, 10)
(c) (40, 20, 10)
(d) (42, 20, 10)
Ans. (c) কারণ – দেওয়া নম্বর গুলির মধ্যে সম্পর্কটি হল-
48+24=2 একইভাবে, 40÷20=2
24÷12=2
20+10=2
4. Which set of the numbers is like the given number set (7, 77, 847)
(a) (9,99,989)
(b) (1, 11, 131)
(c) (8, 8, 948)
(d) (6, 66, 726)
Ans. (d) কারণ – দেওয়া নম্বরগুলির মধ্যে যে সম্পর্কটি আছে তা হল-
একইভাবে, 6×11=66
7× 11 = 77
77 × 11=847
66×11=726
5. Which set of the numbers is like the given set (53, 40, 27)
(a) (39, 26, 13)
(b) (77, 63, 50)
(c) (93, 80, 67)
(d) (58, 27, 18)
Ans. (a) দেওয়া নম্বরগুলির মধ্যে সম্পর্ক হল-
53 - 13 = 40 একইভাবে, 39-13=26
40-13=27
26-13=13
6. Which number has the same property as the given numbers. (637, 399, 784)
(a) 267
(c) 235
(b) 161
(d) 493
Ans. (a) কারণ দেওয়া নম্বরগুলির প্রতিটি 7 দ্বারা বিভাজ্য। এখানে 1613 7 দ্বারা বিভাজ্য।
7. Which one number is like the given numbers. (363, 489, 579)
(a) 281
(b) 382
(c) 471
(d) 562
Ans. (c) কারণ- দেওয়া নম্বরগুলির প্রতিটি 3 দিয়ে বিভাজ্য - এবং এখানে 4713 3 দিয়ে বিভাজ্য।
8. Which one set of number is like the given set of numbers. (45, 90, 180)
(a) (12, 14, 18)
(b) (16, 32, 96)
(c) (24, 48, 80)
(d) (17,34, 68)
Ans. (d) কারণ- দেওয়া নম্বরগুলির প্রথমটিকে 2 দিয়ে গুণ করলে দ্বিতীয়টি এবং দ্বিতীয়টিকে 2 দিয়ে গুণ করলে তৃতীয়টি পাওয়া যায় তাই একইভাবে, 17×2 = 34,34×2=68
9. Which set of the numbers is like the given set (25, 35, 50)
(a) (22, 32, 47)
(b) (18, 20, 39)
(c) (25, 28, 42)
(d) (12, 20, 30)
Ans. (a) কারণ- 35-25 = 10, 50 - 35 = 15
একইভাবে 32 – 22 = 10, 47 - 32 = 15
10. Which of the number is like the given numbers: 52, 91, 117
(a) 42
(b) 78
(c) 94
(d) 88
Ans. (b) কারণ – দেওয়া সব নম্বরই 13 দ্বারা বিভাজ্য।
11. Which set of letters is like the given set:
WVU, EDC, LKJ
(a) GHF
(b) BAZ
(c) PON
(d) WUT
Ans. (c) কারণ দেওয়া অক্ষরগুলির বিপরীত দিক থেকে পরপর লেখা আছে তাই একইভাবে, P←←N
12. Which of the following has the same property as RnTz, FrjK, BTbs, tfNL
(a) FGhL
(b) rRQd
(c) NOqB
(d) GgTJ
Ans. (b) কারণ – দেওয়া অক্ষরের set গুলিতে প্রতিটির দুটি letter বড় হাতের তাই একই ভাবে rRQd অক্ষরের set এর R ও Q বড় হাতের।
13. Which one is like a Car, aeroplane and truck
(a) Bus
(b) Ox-cart
(c) Road ways
(d) All of the above
Ans. (a) কারণ - দেওয়া জিনিসগুলি প্রত্যেকটি পেট্রোলে বা ডিজেলে চলে তা একইভাবে বাস ও পেট্রোল বা ডিজেলে চলে।
14. To which clam do Mercury, Venus and Saturn belong
(a) Planet
(b) Jupiter
(c) Earth
(d) Mars
Ans. (a) কারণ - এখানে Mercury, Venus এবং Saturn সবাই এক একটি গ্রহ।
15. Which one is like Pear, Plum and mango:
(a) Tree
(b) Lady finger
(c) Guava
(d) Cabbage
Ans. (c) কারণ এখানে Pear, Plum এবং Mango প্রত্যেকটি এক একটি ফল এবং Guava অর্থাৎ পিয়ারাও একটি ফল।