Ads Area


জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার

জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার

জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার

1. পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ?

উত্তর- উষ্ণ ও আর্দ্র।


2. ভূ-প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তর- তিনটি অঞ্চলে।


3. ইংল্যান্ডের কোন্ অংশ লন্ডন অববাহিকা নামে পরিচিত?

উত্তর- ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব অংশ।


4. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাটা হয়।

উত্তর- হুগলী নদী।


5. ইউক্রেনের ধাতু শিল্পের একটি প্রধান কেন্দ্রের নাম কর।

উত্তর- নীপ্রোপেট্রোভস্কম্।


6. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।

উত্তর- ময়ূরাক্ষী।


7. শিকাগো শহর কোন্ হ্রদের তীরে অবস্থিত?

উত্তর- মিচিগান।


8. পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলে গ্রীষ্মকালেও পশম বস্ত্রের প্রয়োজন?

উত্তর- দার্জিলিং।


9. ইউক্রেন অঞ্চলের প্রধান শিল্প কোনটি?

উত্তর- লৌহ-ইস্পাত।


10. সুন্দরবন নামকরণের কারণ কি?

উত্তর- সুন্দরী গাছের প্রাচুর্যের জন্য।


11. লন্ডন শহর কোন্ নদীর তীরে অবস্থিত?

উত্তর- টেমস।


12. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?

উত্তর- সিঙ্গালীলা।


13. নীলনদের উপর একটি প্রধান বাঁধের নাম কর।

উত্তর- আসোয়ান বাঁধ।


14. পশ্চিমবঙ্গে কোন কোন মাসে কালবৈশাখী প্রাদুর্ভাব বেশী?

উত্তর- এপ্রিল - মে মাসে।


15. নীলনদ অববাহিকায় ‘সাড়' কি?

উত্তর- নীলনদ অববাহিকায় কচুরিপানা, ঘাস, লতাপাতাযুক্ত জলাভূমিগুলিকে সাড় বলে।


16. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?

উত্তর- দ্বারকেশ্বর ও শিলাই।


17. ইউক্রেন অঞ্চলের প্রধান নদী কোনটি?

উত্তর- নীপার।


18. মিশরের প্রধান বন্দরটির নাম লেখ।

উত্তর- নীপার। আলেকজান্দ্রিয়া।


19. গ্রীনিচ মান মন্দিরের অবস্থান কোথায়?

উত্তর- লন্ডনের উপকণ্ঠে।


20. সক্রিয় দ্বীপ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়?

উত্তর- পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দক্ষিণে নদী ও সমুদ্রবাহিত পলি দিয়ে ব-দ্বীপ গঠনের কাজ চলছে।


21. পর্যটনকেন্দ্র হিসাবে খ্যাত পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম লেখ।

উত্তর- সান্দাকফু।


22. আমেরিকা যুক্তরাষ্ট্রে ভুট্টা বলয় কোথায় দেখা যায়?

উত্তর- হ্রদ অঞ্চলের ইলিনয়, ইন্ডিয়ানা, পেনসিলভেনিয়া প্রভৃতি রাজ্যের মধ্যে ভুট্টা বলয় বিস্তৃত অর্থাৎ হ্রদ অঞ্চলের অধিকাংশ এলাকাই ভুট্টা বলয়ের অন্তর্গত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area